ছোট গেমে বড় মজা [পর্ব-০৫] :: ধুম ধারাক্কা ধাঁচের একটি রেসিং গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম।

ছোট গেমে বড় মজা সিরিজের ৫ম টিউনে আপনাদের স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি একদিন শততম টিউনে স্বাগত জানাব।

আগের টিউনে উড়াধুরা টাইপের একটা রেসিং গেম দিয়েছিলাম যার নাম ছিল ফাইনাল ড্রাইভ নাইট্রো। নামটাও উড়াধুরা ছিল নয় কি? আজকে দিব ধুম ধারাক্কা টাইপের একটা রেসিং গেম। এর নামটাও ধুম ধারাক্কা, Lethal Brutal Racing. বাংলা করলে কি হয় জানেন? রীতিমত ভয়ানক একটা নাম, প্রাণঘাতী বর্বর রেস। বাপরে বাপ!

Image result for Lethal Brutal Racing System

গেমটা একশনে পূর্ণ, রীতিমত মারাত্মক পাগলাটে ধাঁচের গেম। কোন ধরাবাঁধা নিয়ম নেই এই গেমে। নিজের দানবীয় গাড়িকে তৈরি করুন আর এতে যুক্ত করে দিন মারাত্মক সব অস্ত্র! প্রতিপক্ষের গাড়িকে উড়িয়ে দিন, গুঁড়িয়ে দিন। বিজয়ী হওয়ার জন্য সবই করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একশনময় এই গেমটি আকারে একটু বড়, ৭৮.৩ মেগাবাইট। মোট ২৫ টি ট্র্যাক আছে গেমটিতে।

গেমটি খেলার নিয়ম-

  • অ্যারো কি দিয়ে গাড়ি চালান,
  • স্পেস দিয়ে অস্ত্র
  • এবং শিফট দিয়ে নাইট্রাস

গেমটির কিছু স্ক্রিণশট দেখুন-

Image result for Lethal Brutal Racing System

Image result for Lethal Brutal Racing System

Image result for Lethal Brutal Racing System

গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট-

  • র‍্যাম- ৫১২ মেগাবাইট
  • অপারেটিং সিস্টেম- উইন্ডোজ এক্সপি/ভিসতা/৭/৮/১০
  • আকার- ৭৮.৩ মেগাবাইট
  • ফ্রি ডিস্ক স্পেস- ২৬০ মেগাবাইট

ডাউনলোড

গেমটি খেলতে চান? ডাউনলোড করে নিন।

Image result for Download gif

আগে প্রতি টিউনে ৫-৭ টি টিউমেন্ট পেতাম। এখন একটিও পাই না। যার ফলে টিউনাররা নিরুৎসাহিত হয়। তাই টিউনটি ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করুন। আর না লাগলে টিউনটি কিভাবে করলে আরো ভাল হত অথবা কেন ভাল লাগেনি জানান। টেকটিউনসের প্রতি অনুরোধ রইল, যদি যোগ্য মনে হয় তবে এই সিরিজটিকে চেইন টিউনসের অন্তর্ভূক্ত করা হোক।

আমাদের ওয়েবসাইট ভিজিটের দাওয়াত রইল।

ছোট গেমে বড় মজা সিরিজ সম্বন্ধে-

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউনে দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি টিউনে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে একাধিক গেম থাকবে।

আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।

 

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস