ছোট গেমে বড় মজা [পর্ব-০৪] :: উড়াধুরা টাইপের একটি রেসিং গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

আসসালামু আলাইকুম।ছোট গেমস মজা বেশি সিরিজের ত্রয়োদশ টিউনে সবাইকে স্বাগতম জানাচ্ছি।

টিউনের বিষয়বস্তু

আজকের টিউনে থাকবে উড়াধুরা ধাঁচের একটি রেসিং গেম।
Image result for Final Drive Nitro

এর সাইজ কিন্তু বিশাল!!! পাক্কা ১৬.৭৩ গিগাবাইট, থুক্কু মেগাবাইট। সাইজ দেখে ঘাবড়াবেন না কিন্তু!

গেমটি সম্বন্ধে

ভাবছেন, এট্টুকু গেমে কি আর থাকবে? খেললেই বুঝবেন গেমটা কেমন। খেলা কিন্তু খুব সহজ না। একটু কষ্ট করেই জিততে হবে। প্রথম দেখায় ভাল লেগে যাওয়া কিছু গেমের মধ্যে এটি একটি। এখন হয়ত প্রশ্ন থাকতে পারে এত ভালো লাগার কি আছে এই গেমে। আসলে অনেক কিছু্ই আছে ভাল লাগার। দুটি স্ক্রিণশট দেখুন।

রংধনু সাত রং
বিষম ঠান্ডা! উ-হু-হু-হু-হু

স্ক্রিণশটগুলো দেখে কি মনে হচ্ছে ১৬ মেগাবাইটের একটি গেম?

গেমপ্লে

গেমটিতে রয়েছে চার ধরণের গেম মোড, ইন্সট্যান্ট রেস, প্রাকটিস মোড, ক্যারিয়ার মোড, কনটেস্ট রেস। ৭টি প্রতিযোগিতামূলক রেস রয়েছে এই গেমে-

১, ২, ৩, ৪, ৫, ৬, ৭...

আর আছে মোট ১২ টি ট্র্যাক!

১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২...

গেমটি খেলার নিয়ম

হয়ত ভাবছেন, সাইজ কমের কারণ তাহলে গ্রাফিক্স রেজ্যুলেশন? গেমটি ওপেন করে আপনি দেখবেন আপনিই ঠিক। কিন্তু একটু কষ্ট করে অপশন>ভিডিওতে গিয়ে রেজ্যুলেশন বাড়িয়ে নিলেই দেখবেন সব ঠিক! গেমটির রাস্তা আর গাড়িতে রিফ্লেকশন ইফেক্ট দেওয়া-

Image result for Final Drive Nitro
জীবনটা কি রঙিন!

এটা পছন্দ হচ্ছে না? অপশন>ভিডিও থেকে রোড রিফ্লেকশন বন্ধ করে দিন এবং কার রিফ্লেকশন ডায়ানামিক অথবা বন্ধ রাখুন। ব্যাস!

রাস্তার উপর আকাশ, নাকি আকাশের উপর রাস্তা?

কন্ট্রোল

কন্ট্রোল নিয়ে চিন্তা করছেন? জেনে অবাক হবেন, এই ছোট্ট গেমটি জয়স্টিক দিয়েও খেলা যায়। আর কি বোর্ড দিয়ে তো বটেই!

কি-বোর্ড কন্ট্রোল

আর এটার সিস্টেম রিকোয়ারমেন্ট? পুরনো আমলের পিসিতেই দৌড়াবে।

System Requirements

  • Operating System:  Windows 8, Windows 7, Vista and XP
  • Keyboard and Mouse:  Supported
  • Processor:   Pentium - 800MHz or better
  • RAM :   256MB
  • DirectX Version:   8.1 or above
     

About Game

  • Developer: Wildtangent
    Size: 16 MB
    Release Date: 29/09/2004

তো কি ভাবছেন, এখন শুধু ডাউনলোড করে খেলার পালা। কিন্তু! এখানেই একটা কিন্তু আছে। গেমটার মূল্য মাত্র ৯.৯৯ ডলার বা প্রায় ৭৮০ টাকা 😛 সামর্থ্য থাকলে এবং সম্ভব হলে এখান থেকে কিনে নিবেন।
কিন্তু আমাদের সামর্থ্য থাক বা না থাক আমার মত অনেকের পক্ষেই বিভিন্ন কারণে কেনা সম্ভব না। তাই, তারা হতাশ হবেন না।

এই নিন ডাউনলোড লিংক-
Download
আশা করি সবারই গেমটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস