আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তায়ালা সবাইকে ভালো রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি।
আমাদের আজকের গেম হল একটি জনপ্রিয় পাজল গেম। গেমটির নাম Cut The Rope.
গেমটির গেমপ্লে যদি এক লাইনে প্রকাশ করি তবে সেটি হল রশি কেটে দেওয়া।
এত সাধারণ একটা বিষয় নিয়েই গড়ে উঠেছে এই অসাধারণ গেম। গেমটিতে আপনার কাজ হল Om Nom নামক চরিত্রকে খাওয়ানো। তাকে লজেন্স খাওয়াতে হবে। আর এই লজেন্স তার মুখে পৌছানোই গেমের বিষয়বস্তু। কি ভাবছেন? খুব সোজা? তাহলে খেলেই দেখুন না! সবগুলো লেভেল কমপ্লিট করতে রীতিমত মাথা ঘামাতে হবে। অবশ্য শুরুটা সহজই হবে।
গেমটি পিসিতে সরাসরি অনলাইনে(এর দ্বারা মাল্টিপ্লেয়ার বোঝানো হয় নি। বরং ডাউনলোড না করেও খেলা যাবে এটাই বোঝানো হয়েছে। এছাড়া কয়েক লেভেল পরপর এড একটু জ্বালাবে।) খেলতে পারবেন। তবে সব লেভেল পাবেন না। উইন্ডোজ ৮ বা ১০ এর স্টোরে গেমটি পাবেন। আর iPad, iPhone ও Mac এর অ্যাপ স্টোরেও গেমটি পাওয়া যাবে। পাওয়া যাবে গুগল প্লে স্টোর কিংবা উইন্ডোজ ফোনের স্টোরে। ব্লাকবেরি বা সিম্বিয়ান, ফোন বা পিসি যাই হোক না কেন গেমটি খেলতে পারবেন। এছাড়াও পাবেন গুগল ক্রোমের স্টোরে। এবং গেমটি ফ্রি!
গেমটির প্রথমে আপনার কাছে একটি অজানা বক্স আসবে। তার ভেতরে পাবেন ছোট্ট, সুন্দর একটি "দানব"-কে। তার নাম Om Nom.
তার একমাত্র আবদার হল ক্যান্ডি। আর তাকে খাওয়ানোর জন্য তার কাছে ক্যান্ডি পৌছে দেওয়াই আপনার কাজ।
প্রস্তুতকারক
রেটিং
আকার
<>অন্যান্য ফোনের ক্ষেত্রে একটু কষ্ট করে স্টোরে সার্চ দিয়ে নিবেন।
টিউনটি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর ভাল না লাগলে অবশ্যই জানাবেন কি করলে আমার পরবর্তী টিউনগুলো আরো সুন্দর হবে। পূর্বে যেখানে প্রতি টিউনে ৫-৬ টি করে টিউমেন্ট পেতাম, সেখানে এখন একটিও পাই না। এটি যেকোন টিউনারের জন্য হতাশাজনক।
এতে আমরা নিরুৎসাহিত হই। অতএব, কোন টিউনের ভালো লাগা এবং মন্দ লাগাগুলো প্রকাশ করতে এক মিনিট সময় দিন। আশা করা যায় টেকটিউনসকে আপনারা আরো সুন্দর একটি সাইট হিসেবে পাবেন। ধন্যবাদ। এটি পূর্বে প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইট গ্রিন রেঞ্জারস+ এ। সবাইকে ভিজিট করার অনুরোধ রইল। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
মোবাইলে খেলেছি,আজ কম্পিউটারে খেললাম !!!