ছোট গেমে বড় মজা [পর্ব-০৩] :: রশি কেটে দেও!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোট গেমে বড় মজা

ভূমিকা

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তায়ালা সবাইকে ভালো রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালই আছি।

টিউন সম্বন্ধে

আমাদের আজকের গেম হল একটি জনপ্রিয় পাজল গেম। গেমটির নাম Cut The Rope.
গেমটির গেমপ্লে  যদি এক লাইনে প্রকাশ করি তবে সেটি হল রশি কেটে দেওয়া।
এত সাধারণ একটা বিষয় নিয়েই গড়ে উঠেছে এই অসাধারণ গেম। গেমটিতে আপনার কাজ হল Om Nom নামক চরিত্রকে খাওয়ানো। তাকে লজেন্স খাওয়াতে হবে। আর এই লজেন্স তার মুখে পৌছানোই গেমের বিষয়বস্তু। কি ভাবছেন? খুব সোজা? তাহলে খেলেই দেখুন না! সবগুলো লেভেল কমপ্লিট করতে রীতিমত মাথা ঘামাতে হবে। অবশ্য শুরুটা সহজই হবে।

Cut The Rope এর চিত্র ফলাফল

প্লাটফর্ম

গেমটি  পিসিতে সরাসরি অনলাইনে(এর দ্বারা মাল্টিপ্লেয়ার বোঝানো হয় নি। বরং ডাউনলোড না করেও খেলা যাবে এটাই বোঝানো হয়েছে। এছাড়া কয়েক লেভেল পরপর এড একটু জ্বালাবে।) খেলতে পারবেন। তবে সব লেভেল পাবেন না। উইন্ডোজ ৮ বা ১০ এর স্টোরে গেমটি পাবেন। আর  iPad, iPhone ও Mac এর অ্যাপ স্টোরেও গেমটি পাওয়া যাবে। পাওয়া যাবে গুগল প্লে স্টোর কিংবা উইন্ডোজ ফোনের স্টোরে। ব্লাকবেরি বা সিম্বিয়ান, ফোন বা পিসি যাই হোক না কেন গেমটি খেলতে পারবেন। এছাড়াও পাবেন গুগল ক্রোমের স্টোরে। এবং গেমটি ফ্রি!

গল্প

গেমটির প্রথমে আপনার কাছে একটি অজানা বক্স আসবে। তার ভেতরে পাবেন ছোট্ট, সুন্দর একটি "দানব"-কে। তার নাম Om Nom.

তার একমাত্র আবদার হল ক্যান্ডি। আর তাকে খাওয়ানোর জন্য তার কাছে ক্যান্ডি পৌছে দেওয়াই আপনার কাজ।

গেমের সম্বন্ধে

প্রস্তুতকারক

রেটিং

  • প্লে স্টোরে এর রেটিং 4.3

আকার

  • এটি প্লাটফর্মের উপর নির্ভর করছে। অ্যান্ড্রয়েডের জন্য ৩২ মেগাবাইট। উইন্ডোজ ৮ বা ১০ এ প্রায় ৫০ মেগাবাইট।

স্ক্রিনশট

   Cut the Rope FULL FREE- screenshot

   Cut the Rope FULL FREE- screenshot

   Cut the Rope FULL FREE- screenshot

ডাউনলোড সেকশন

<>অন্যান্য ফোনের ক্ষেত্রে একটু কষ্ট করে স্টোরে সার্চ দিয়ে নিবেন।

ছোট গেমস মজা বেশি সিরিজ সম্বন্ধে-

  • ১। টিউন করার পূর্বে প্রতিটি গেম চেক করে নেওয়া হয়। ভাল লাগা গেমগুলো নিয়েই টিউন করি।
  • ২। ডাউনলোড লিংক চেক করে টিউন দেওয়া হয়। তথাপি, এ সংক্রান্ত সমস্যায় আমি দায়ী থাকব না। নিজ দায়িত্বে ডাউনলোড করুন।
  • ৩। ডাউনলোডে সমস্যা হলে টিউমেন্টে জানান। আপডেট করে দেওয়া হবে ইংশাআল্লাহ।
  • ৪। এই টিউনগুলো কপিকৃত নয়। সরাসরি অনুবাদও নয়। তবে বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়ে থাকতে পারে। এই ক্রেডিট দেওয়া অনেক সময় সম্ভব হয় না।
  • ৫। ছবিগুলো অনেকক্ষেত্রে নিজের স্ক্রিণশট নেওয়া। অনেকক্ষেত্রে গুগলে সার্চ দিয়ে পাওয়া। এক্ষেত্রেও ক্রেডিট দেওয়া সম্ভব হয় না।
  • ৬। কেবলমাত্র ছোট এবং মজার গেমগুলোই পাবেন। বড়সড় কিছু পাবেন না।
  • ৭। প্রোফেশনাল গেমারদের জন্য মূলত এটি নয়।
  • ৮। সপ্তাহে ২-৩ টি টিউন করার চেষ্টা করা হয়।
  • ৯। প্রতি পো্টে সাধারণত একটি করে গেম থাকবে।
  • ১০। ডাউনলোড সাইজ সাধারণত ৫-৫০ মেগাবাইট হবে। তবে এটি বেশি এমনকি কমও হতে পারে। তবে ৫ এমবির কম সাইজের ক্ষেত্রে একাধিক গেম থাকবে।
  • ১১। অনেক সময়ই পুরনো আমলের গেমগুলো এই সিরিজে অন্তর্ভূক্ত করা হয়। আবার নতুন রিলিজ হওয়া ছোটখাট গেমগুলোও পা্বেন।
  • ১২। সব বয়সের উপযোগী গেমই(অর্থাৎ, যেগুলো Everyone রেটিং পাওয়ার যোগ্য) কেবল টিউন করা হয়।

টিউনটি ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর ভাল না লাগলে অবশ্যই জানাবেন কি করলে আমার পরবর্তী টিউনগুলো আরো সুন্দর হবে। পূর্বে যেখানে প্রতি টিউনে ৫-৬ টি করে টিউমেন্ট পেতাম, সেখানে এখন একটিও পাই না। এটি যেকোন টিউনারের জন্য হতাশাজনক।

এতে আমরা নিরুৎসাহিত হই। অতএব, কোন টিউনের ভালো লাগা এবং মন্দ লাগাগুলো প্রকাশ করতে এক মিনিট সময় দিন। আশা করা যায় টেকটিউনসকে আপনারা আরো সুন্দর একটি সাইট হিসেবে পাবেন। ধন্যবাদ। এটি পূর্বে প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইট গ্রিন রেঞ্জারস+ এ। সবাইকে ভিজিট করার অনুরোধ রইল। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইলে খেলেছি,আজ কম্পিউটারে খেললাম !!!