আসসালামু আলাইকুম,
প্রথমটা খেলার পর এটার এক্সপ্যানশন প্যাকেজ গেইম খেলে ফেললাম।
মজা পেয়েছি অনেক। কারন, এখানে আগের সোমালিয়ান মিশন ছাড়াও আরও দুইটি ক্যাম্পেইন ছিলো, একটি ইরানিয়ান আরেকটি কলম্বিয়ান।
মুল ভার্সন আর এই এক্সপানশন প্যাকের মাঝে পার্থক্য হলো গেইমের ডিফিকাল্টিটিতে।
এবারে এই প্যাকে গেইম সেভ থাকবে কম, শত্রু আর লেভেল থাকবে বেশি।
কলম্বিয়ান ক্যাম্পেইনে যে প্লট থাকবে,
কোস্ট গার্ড জানতে পারে যে, বিশাল একটি ড্রাগের চালান আমেরিকার বর্ডার ক্রস করতে যাচ্ছে।
ইন্টেল থেকে বলা হয়, এই চালান ড্রাগ লর্ড এন্টোনিও পাউলো চালাচ্ছে এবং সে কলম্বিয়ার এই অঞ্চলে তার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে।
তারা এই প্রত্যন্ত অঞ্চল নিজেদের দখলে রাখতে চায় এবং তারা গেরিলাদের টাকা দিয়ে ভাড়া করে রাখছে, যাতে কোনো রকমের বাঁধা না আসে। এন্টোনিওর বিরুদ্ধ্যে অভিযোগ থাকে যে সে আমেরিকান এবং কলম্বিয়ান সেনাদের ধরে এনে টর্চার করে এবং তথ্য আদায় করতে চায়। প্লেয়ারকে তার ডেল্টা ফোর্স নিয়ে তাদের নানা আস্তানায় হামলা করতে হবে এবং সবশেষে অনেকগুলো মিশনের পর এন্টোনিওকে হত্যা করতে হবে।
এইখানে দেখানো হয়েছে,ইরানের সরকার পরিবরতন হয়েছে, এবং আগের সরকার একটা বিপ্লব তৈরির সিদ্ধান্ত নিচ্ছে।
প্রসেসার ডুয়েল কোর ২.০০ গিগাহার্জ, র্যাম ১ জিবি এবং ভির্যাম ৫১২ এমবি হলে ল্যাগ ছাড়াই বেশ মজা করেই এই গেইম খেলা যায়।
ডেলটা ফোর্স সিরিজের গেইমগুলোর সুবিধা দুটো, মজা পাওয়া যায়, আর পিসি রিকুয়ারমেন্ট কম লাগে;)
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।