পূর্বে প্রকাশিত
আসসালামু আলাইকুম,
অনেকেই হয়ত বাগ মানে বোঝেন না। কোন সিস্টেমের এঞ্জিনিয়ারিং-এ কোনও ত্রটি থাকলে তাকে বাগ বলে। বাগের ফলে গেইমের যেমন মজা নষ্ট হয়, তেমন মজা বাড়েও! তবে কোন ওয়েবসাইটে বাগ থাকলেই কিন্তু শেষ, হ্যাক হয়ে যাবে।
আজকে আইজিআই ২ গেইমের বাগ নিয়ে আলোচনা করবো।
বাগ নাম্বার ওয়ান! :: 3rd person View Bug
মিশনঃ The Weather Station
আইজিআই গেইমের "The Weather Station" মিশনে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে টিউমেন্টে জানাবেন।
The Weather Station মিশনে শত্রুদের গ্রেনেড খেয়ে মরে গেলে আবার মিশন নিজে নিজে রিস্টার্ট নেয়, তখন এই বাগ লক্ষ করা যায়। এফপিএস এর স্থলে টিপিএস দেখতে থাকি আমরা।
বাগ নাম্বার টু! :: Thermal camera Bug
মিশনঃ Prison Escape
আইজিআই গেইমের "Prison Escape" মিশনে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে টিউমেন্টে জানাবেন।
Prison Escape মিশনে শেষে যখন প্রিবয় ট্রাক নিয়ে গেটের দিকে আসতে থাকে তখন থার্মাল ক্যামেরা অন করে দিলে সব থার্মাল ইমেজে দেখা যেতে থাকে, এমনকি মিশন মুভি পর্যন্ত। এমনকি ডেভিডও থার্মাল ইমেজারে দেখা যায়। গেইটের ছাঁদে উঠে স্নাইপার রাইফেল 'পিএসডি ১ সাপ্রেসড' নিয়ে পজিশন নিলে প্রিবয় প্রিসন থেকে বেরিয়ে আসে। আর আপনাকে তাকে কাভার দিতে হয় গুলি করে শত্রু মেরে। তখন আপনি মিশন শেষের আগ মুহূর্তে থার্মাল ক্যামেরা অন করে দিলে এই বাগ টের পাবেন বা দেখতে পাবেন।
বাগ নাম্বার থ্রি! :: 3D Collision Bug
মিশনঃ Multiplayer: Sandstorm
আইজিআই গেইমের মাল্টিপ্লেয়ার মোডে "Sandstorm" ম্যাপে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে টিউমেন্টে জানাবেন।
এখানে একটা বিল্ডিঙে সিঁড়ি দিয়ে উপরে উঠে বাতির নিচে দাড়িয়ে একইসাথে ক্রাউচ ও জাম্প করলেই ছাদে চলে যাবেন, অথচ ছাদে যাওয়ার কোন রাস্তা থাকার কথা না।
বাগ নাম্বার থ্রি! :: Helicopter Bug
মিশনঃ
এখানে যখন আপনি ইএমপি চিপ গাড়ি থেকে বের করে নেন, তখন কয়েকটা হেলিকপ্টার আসে আপনাকে মারার জন্য, হেলিকপ্টারের শত্রুদের মেরে আপনি যদি হেলিকপ্টারে উঠে বশে থাকেন তবে শত্রু হেলিকপ্টার আপনাকে নিয়ে চলে যাবে, আর মিশন এরিয়ার বাইরে গেলেই "Mission Abort"
.
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।