খেলুন আইজিআই ২ মাল্টিপ্লেয়ারে! – Play IGI 2 on Multiplayer!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

পূর্বে প্রকাশিত

আসসালামু আলাইকুম,

অনেকদিন পর আবার গেইমিং ওয়ার্ল্ডে ফিরে এলাম। এবার আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কোন সফটওয়ার ছাড়াই আইজিআই ২ মাল্টিপ্লেয়ার খেলবেন।
এই টিউনে আমি ২টি মেথডে কিভাবে মাল্টিপ্লেয়ারে খেলবেন তা দেখাবো।
  1. রাউটার সহ
  2. রাউটার ছাড়া
আবার রাউটার ছাড়া হলে আরও দুইটি মেথড,
  • ল্যাপটপের ওয়াইফাই ব্যবহার করে
  • ল্যান ক্যাবল্ ব্যবহার করে

রাউটার সহ

সকলের পিসি কনফিগারেশন এরকম হলে মাল্টিপ্লেয়ার আইজিআই খেলতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

  1. CPU 1.7 GHz
  2. RAM: 2 GB
  3. LAN Driver Leatest Update
  4. GPU: 512 MB
  5. Windows Firewall Accsess
সবার কনফিগারেশন ভালো রকমের হলে এবার নেটওয়ার্ক তৈরি করতে হবে, আসুন নেটওয়ার্ক তৈরির স্টেপ দেখে নিই,
  • আমাদের এইখানে নেটওয়ার্ক তৈরি করার জন্য রাউটার লাগবে। ডেস্কটপে ওয়াইফাই এনাবেল করা থাকলেরাউটারে ডাইরেক্ট কানেক্ট করলেই হবে।
  • এবার সব পিসিতেই আইজিআই ২ গেইম Run As Adminstrator দিয়ে চালু করতে হবে।
Run As Adminstrator
  • দুইটী পিসিতেই Multiplayer গেইম মোডে যেতে হবে।
  • যেকোনো একজনকে সারভার করতে হবে। সারভার করে দুইজন খেলতে চাইলে নিচের সেটিং দেখে নেওয়া ভালো। কারন এই সেটিং টেস্ট করা।
দুইজন খেলতে নিচের সেটিং
  • গেইম মিনিমাইজ করে দেখে নিন কোন ফায়ারওয়াল এক্সেস চাচ্ছে নাকি, চাইলে Allow করে দিন।
  • এবার মাল্টিপ্লেয়ার মোড স্টার্ট দিতে হবে।
  • আপনি যদি Conspiracy দিয়ে খেলেন তবে আপনাকে ভিলেইন চরিত্রে খেলে যেতে হবে। মানে আপনার মিশনগুলো হবে রকেটের লাঞ্চ সম্পূর্ণ কর, নিউক্লিয়ার মিসাইল মারো ইত্যাদি
  • একজন conspiracy হলে অপরকে IGI Operatives নিয়ে খেলতে হবে। অথবা অটো জয়েনের সহায়তা নেয়া যেতে পারে, তারপর ইচ্ছা মতো ক্যারেক্টার সিলেক্ট করে পছন্দ মতো স্থানে স্পাউন করে খেলা শুরু করতে হবে। অথবা চারজন প্লেয়ার হলে দুইজন দুইজন করে টিম করে খেলা যাবে। টিম করতে দুইজন কন্সপিরেসি আর দুইজন আইজিআই অপারেটিভ সিলেক্ট করলেই হবে।
  • জয়েন করার ক্ষেত্রে কেবল Join Server দিয়ে বন্ধুর সারভার খুজে বের করতে হবে, এখানেও ফায়ারওয়াল এক্সেস চাইতে পারে, দিতে হবে।
  • এবার আগের মতো বিপরীত পক্ষকে শেষ করে ডলার যোগার করে পরের লেভেলের মাল্টিপ্লেয়ার মিশনের জন্য অয়েপন নিতে হবে।
  • গেইম সেইভ থাকবে না!

রাউটার ছাড়া

রাউটার ছাড়া হলে কেবল ল্যাপটপের ওয়াইফাই হটস্পট অথবা টু ওয়ে ল্যান ক্যাবল হলেই কাজ করবে।

ল্যাপটপের ওয়াইফাই ব্যবহার করে

এই মেথডে একাধিক ল্যাপটপ একত্রে কানেক্ট করতে পারবেন।
  1. প্রথমে OSTOTO ডাউনলোড করে সেটাপ করে নিন।
  2. এবার হটস্পট দিয়ে সবাই কানেক্ট করুন।
  3. এবার আইজিআই ২ রান এস অ্যাডমিন দিন।
  4. মাল্টিপ্লেয়ার গেইম মোডে যান
  5. মিনিমাইজ করে দেখে নিন ফায়ারওয়াল এক্সেস চাচ্ছে নাকি, চাইলে দিয়ে দিন
  6. আগের স্টেপের দেওয়া ছবির মতো করে সেটিং দিয়ে খেলুন।যেকোনো একজন সারভার করুন, বাকিরা জয়েন করুন।তবে অনেকে মিলে খেললে Allow Spectate View "Team Only" করে দিন

ক্যাবল দিয়ে

এখানে কেবল দুইটী পিসি ইউজ করে খেলেতে পারবেন।
  1. প্রথমে ল্যান ক্যাবল দিয়ে পিসি দুইটি কানেক্ট করে নিন।
  2. এবার আইজিআই ২ রান এস অ্যাডমিন দিন।
  3. মাল্টিপ্লেয়ার গেইম মোডে যান
  4. মিনিমাইজ করে দেখে নিন ফায়ারওয়াল এক্সেস চাচ্ছে নাকি, চাইলে দিয়ে দিন
  5. আগের স্টেপের দেওয়া ছবির মতো করে সেটিং দিয়ে খেলুন। তবে অনেকে মিলে খেললে Allow Spectate View "Team Only" করে দিন। যেকোনো একজন সারভার করুন, বাকিরা জয়েন করুন। 

পূর্বে প্রকাশিত

.

 

আমার অন্যান্য টিউন,

  1. বন্ধুর সাথে ওয়ারলেসে খেলুন নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড!

  2. এইজ অফ এম্পায়ারস ২ – দি এইজ অফ কিংস :: Age of Empires II – The Age Of King

  3. সহজেই Windows bat file থেকে exe ফাইলে কনভার্ট করুন | Bat to EXE Converter

  4. হ্যান্ডস অন রিভিউ :: Logitech m187 Wireless Mouse

  5. Wifi Connected Laptop থেকে Desktop এ ইন্টারনেট শেয়ার করুন!

  6. এইজ অফ এম্পায়ারস :: Age of Empires – দি ওল্ড স্কুল সিওসি

  7. নতুন আপডেট! এবার কেবল ফ্ল্যাশ প্লেয়ারেই চলবে Digital Regional Dictionary of Bangladesh | Open Source

  8. Digital Regional Dictionary of Bangladesh | Open Source

  9. আমাদের নতুন ওয়েবসাইট অ্যাপলিকেশন Global HTML Encoder

  10. টুইটার আসছে নতুন সাজে! The New twitter!

  11. ওয়াইফাই রাউটারের কম গতি সমস্যার সমাধান!

  12. লম্বা সময় কম্পিউটার চালিয়ে চোখের বারোটা বাজাচ্ছেন নাতো? কিছু টিপস আপনার জন্য

  13. ফারক্রাই ৫: প্রাইমাল – Farcry 5: Primal রিভিউ

  14. আপনার নিজের কম্পিউটারে যারা অনলাইনে লগিন করে তাদের সবার আইডি ও পাসওয়ার্ড দখলে নিন একটা সি++ প্রোগ্রাম দিয়ে! – C++ keylogger

  15. হিন্দি সিরিয়ালের স্ক্রিপ্ট এবং আমাদের আইকিউ!

  16. হ্যাকিং কি কোনো অপরাধ? এক্ষেত্রে আমার মতামত

  17. ফটোশপে মুখের দাগ তোলার ম্যাগী ২ মিনিট নুডুলস (ফটোশপ) টিউটোরিয়াল!

  18. notepad ++ | ফ্রি জিএনইউ সোর্স কোড এডিটর

  19. মুক্তি পেল মুক্তিযুদ্ধভিত্তিক গেইম Heroes of 71 – Retaliation

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস