কিছু দিন আমার নতুন ব্লগ নিয়ে বিজি থাকার কারনে নতুন গেমিং টিউন করা আর সময় হয় নি!
যাই হোক এবার আরেকটি নতুন গেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।গেমটির নাম স্পাইডার ম্যান শেটারড ডাইমেনশন।
রিলিজ: 2010
গেম টাইপ: Action / 3D / 3rd Person
ডেভলাপার: Beenox Studios
পাবলিশার: Activision
পাবলিকেশন টাইপ: license
ভাষা: English
স্পাইডার ম্যান শেটারড ডাইমেনশন আরেকটি স্পাইডার সিরিজের নতুন গেম।আগের সিরিজের চারটি পার্টকে আলাদা আলাদা ওয়ার্ল্ড হিসেবে যদি ধরা হয় তবে আপনি দেখবেন প্রথম ওয়ার্ল্ড এ পিটার পার্কার নামের একজন সাধারন কলেজ ছাত্র মাকড়শার কামড় খেয়ে (পাগলামি শুরু করে) স্পাইডার ম্যান হয়ে যায় এবং সবাইকে বাঁচায় (মারামারি শুরু করে)।
তারপর দ্বিতীয় ওয়ার্ল্ড এ স্পাইডার ম্যান ডার্ক ওয়ার্ল্ড এ চলে যায়।এই পর্বে স্পাইডার ম্যান ডার্ক ওয়ার্ল্ড এর সব কর্ম কারখানা করে থাকে!!!
আবার তৃতীয় ওয়ার্ল্ড এ আপনাকে ফিউচারে নিয়ে যায়।আপনি সেখানে গিয়ে সব ভিলেন কে শায়েস্তা করেন (বিরক্ত করেন)।
শেষ ওয়ার্ল্ড এ এসে আপনার সুবুদ্ধি হয়।আপনি মারামারি বাদ দিয়া নিজের দেশে নিজের ঘরে আইসা শুইয়া পড়েন।কিন্তু আগের ভিলেন গুলা ত আর আপনারে ভুলতে পারে না!!!
তারা আরও শক্তিশালী হয়ে আপনার আরামের ঘুম হারাম করে!!
System requirements:
* Operating system Windows 7/XP/Vista;
* Intel Pentium IV processor with a clock speed of 2.4 GHz / AMD 3500;
* 2 GB of RAM;
* Video Card NVIDIA GeForce 8800/ATI Radeon X1900;
* Sound card compatible with Direct X;
* DirectX 9;
* Keyboard and mouse.
তাইলে আর দেরি করতাছেন কেন??এখনি স্পাইডার ম্যান দিয়া মারামারি পাগলামি শুরু কইরা দেন!
আর গেমের ডাউনলড লিঙ্কটা নেনঃ-
(Click the Image to Download)
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
thanks. কিন্তু আমার এই কুখ্যাত স্পীড নিয়ে ডালো করতে পারবনা বলে দুঃখ লাগছে।