স্পাইডার ম্যান শেটারড ডাইমেনশন ২০১০

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কিছু দিন আমার নতুন ব্লগ নিয়ে বিজি থাকার কারনে নতুন গেমিং টিউন করা আর সময় হয় নি!

যাই হোক এবার আরেকটি নতুন গেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব।গেমটির নাম স্পাইডার ম্যান শেটারড ডাইমেনশন।

http://lh4.ggpht.com/_RU8vXW4WLqU/TEJfdj-_Q0I/AAAAAAAATaU/0wtLNP3vfbo/Spiderman%20Shattered%20Dimension.jpg

রিলিজ: 2010
গেম টাইপ: Action / 3D / 3rd Person
ডেভলাপার: Beenox Studios
পাবলিশার: Activision
পাবলিকেশন টাইপ: license
ভাষা: English

স্পাইডার ম্যান শেটারড ডাইমেনশন আরেকটি স্পাইডার সিরিজের নতুন গেম।আগের সিরিজের চারটি পার্টকে আলাদা আলাদা ওয়ার্ল্ড হিসেবে যদি ধরা হয় তবে আপনি দেখবেন প্রথম ওয়ার্ল্ড এ পিটার পার্কার নামের একজন সাধারন কলেজ ছাত্র মাকড়শার কামড় খেয়ে (পাগলামি শুরু করে) স্পাইডার ম্যান হয়ে যায় এবং সবাইকে বাঁচায় (মারামারি শুরু করে)।

তারপর দ্বিতীয় ওয়ার্ল্ড এ স্পাইডার ম্যান ডার্ক ওয়ার্ল্ড এ চলে যায়।এই পর্বে স্পাইডার ম্যান ডার্ক ওয়ার্ল্ড এর সব কর্ম কারখানা করে থাকে!!!

আবার তৃতীয় ওয়ার্ল্ড  এ আপনাকে ফিউচারে নিয়ে যায়।আপনি সেখানে গিয়ে সব ভিলেন কে শায়েস্তা করেন (বিরক্ত করেন)।

শেষ ওয়ার্ল্ড এ এসে আপনার সুবুদ্ধি হয়।আপনি মারামারি বাদ দিয়া নিজের দেশে নিজের ঘরে আইসা শুইয়া পড়েন।কিন্তু আগের ভিলেন গুলা ত আর আপনারে ভুলতে পারে না!!!

তারা আরও শক্তিশালী হয়ে আপনার আরামের ঘুম হারাম করে!!

System requirements:
* Operating system Windows 7/XP/Vista;
* Intel Pentium IV processor with a clock speed of 2.4 GHz / AMD 3500;
* 2 GB of RAM;
* Video Card NVIDIA GeForce 8800/ATI Radeon X1900;
* Sound card compatible with Direct X;
* DirectX 9;
* Keyboard and mouse.

তাইলে আর দেরি করতাছেন কেন??এখনি স্পাইডার ম্যান দিয়া মারামারি পাগলামি শুরু কইরা দেন!

আর গেমের ডাউনলড লিঙ্কটা নেনঃ-

(Click the Image to Download)

IF YOU DON'T SAY THANKS THEN I WILL NOT POST GAMES AGAIN!!!!!!

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks. কিন্তু আমার এই কুখ্যাত স্পীড নিয়ে ডালো করতে পারবনা বলে দুঃখ লাগছে।

    অসুবিধা নাই,যখন সুখ্যাত স্পীড আসবে তখন নাহয় ডাউনলোড কইরেন!!! 🙂

(Download To Click The Image) হবে নাকি (Click the Image to Download) আমি ইংরেজী খুব কম জানি। মুখস্ত ছিল তো তাই বললাম। সে যাই হোক, অনেক অনেক ধন্যবাদ।

    না ভাই,আমি আসলে লিখতে চাইছিলাম Download To Click Here.কিন্তু পরে ইমেজ দেয়ার সিধান্ত নেয়াতে আমি ইমেজ দেই আর লিখাটা লিখি শুধু Click The Image.ডাউনলোড লিখাটা কাটি নাই!যার ফলে এমুন হইছে!!

    ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ 🙂

শুধু thanks বললাম কিন্তু …………… 😛

    অসুবিধা নাই।thnks ই যথেষ্ট!

Level 0

THANKS

Thanks a lot…

আমাকে স্পাইডার ম্যান মেরেও কেও গেলাতে পারেনি…………… বুঝলাম না আমার সমস্যাটা কোথায়?

    আপনার মনে হয় স্পাইডার ম্যান এর এলারজি আছে!!

বেশ ভল গেম। NOIR dimension এর গেমপ্লে অতি সুন্দর।

bro is it till so necessary 4 getting xtarnal agp to play this game so far ?? any why is it possible to play in Microsoft HD X4500 graphics chip set??

    Level 0

    ভালো মানের গ্রাফিক্স ছাড়া এখন গেম খেলা অসম্ভব।

Level 0

Link ta kaj korchhena keno?

    আবার ট্রাই করুন ।

Level 0

Firefox can’t find the server at http://www.downloadbox.cz.cc.
পোস্ট টা ভাল লাগছে।এখন ই ডাউনলোড মারি।ভালো লিঙ্ক দেন ভাই।

    ভালো লিঙ্ক অ্যাড করা হয়েছে ।

Level 0

মিঞা ভাই ডালো করতে পারলাম না…বাজে লিংক দিয়েছেন.লিংক ঠিক করেন দেন ধন্যবাদ চাইয়া নিতে হইবো না,বাড়ি গিয়া দিয়া আসুম!!!

    লিঙ্ক আপডেট করা হল ।