বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যৎ ভ্রমণের। তারা চেষ্টা চালিয়ে যাক সময়ের মাত্রাকে ছিন্নভিন্ন করার, ওদিকে আমি আপনাদের নিয়ে একটু অতীতে ঘুরে আসি। আমি রোড রাশের টাইমলাইন নিয়ে লিখবো।কিন্তু তার আগে কিছু কথা বলে নিতে চাই, আমার এই টিউনটা কোন স্থান থেকে কপিকৃত নয়। কোথাও থেকে সরাসরি অনুবাদকৃত নয়। তবে গুগল, উইকিপিডিয়া, বিভিন্ন ওয়েবসাইটের আর্টিকেল আমাকে সাহায্য করেছে। বিশেষত আমি একটা সাইটকে খুব ধন্যবাদ দিবো, রেট্রো স্পিরিট গেমস।
রোড রাশ
রোড রাশ (১)
রোড রাশ ২
রোড রাশ ৩
রোড রাশ ৩২ বিট
রোড রাশ এডিশন ২০১৬
রোড রাশ ৩ডি
রোড রাশ ৬৪
রোড রাশ জেইল ব্রেক
ফিরে এলো রোড রাশ?
রোড রিডেম্পটিশন
গেমটার নাম শুধু রোড রাশ। চিহ্নিত করার জন্য (১) লিখে দিয়েছি। এটি সেগা জেনেসিস প্লাটফর্মে রিলিজ পেয়েছিলো। তবে পরে আরো অনেক প্লাটফর্মে এটা ছড়িয়ে পড়েছে। এটি সে সময়ের সেরা গ্রাফিক্মের রেসিং গেমই হয়ত ছিলো। আর তাই তো প্রচুর জনপ্রিয় হয়েছিল এই গেম। তবে বর্তমানে হয়ত আপনার ভালো নাও লাগতে পারে। আসলে সেই সময়ের গ্রাফিক্স এই ২০১৬-তে এসে ভালো না লাগাই স্বাভাবিক। তবে আমার ওভারঅলে ভালোই লেগেছে। সেসময়ের গ্রাফিক্স হিসেবে গ্রাফিক্সকেও খারাপ বলবো না। আমি বলবো, আপনার শৈশব অথবা কৈশোরের স্মৃতিময় গেম রোড রাশের স্মৃতিকে আবার নতুন ভাবে আস্বাদন করতে আপনার রোড রাশ সিরিজের সব গেম খেলে দেখা উচিৎ এবং এটা দিয়েই শুরু করা উচিৎ। গেমটা ততটাও খারাপ লাগার কথা না।
৫টি ট্রাক, আর ৫টি লেভেল। গাড়িও কিনতে পারবেন। আর লাথি-ঘুষি মেরে গাড়ি থেকে অন্য খেলোয়াড়কে ফেলে দেওয়ার পৈশাচিক আনন্দও আপনাকে হারাতে হবে না। আছে সবার প্রিয় মামাও(পুলিশ)। সে আপনাকে অ্যারেস্ট করতে প্রস্তুত। তবে এখানে আপনি বাদে বাকি রেসারদের গাড়ি একই রকম থাকবে।
গেমটির ট্র্যাকগুলো হলো-
১। সিয়েরা নেভাডা
২। পেসিফিক কোস্ট
৩। রেডউড ফরেস্ট
৪। পাম ডেজার্ট
৫। গ্রাস ভ্যালি
![]() |
একটু বাড়িতে ঘুরে আসি |
![]() |
রাস্তার মধ্যে হরিণ! |
![]() |
উহ! আউ! আউচ! |
খেলার নিয়ম
গেম যদি আপনি সেভ না করেন তাহলে আপনি লেভেল আপ হতে পারবেন না। বারবার শুরু থেকে শুরু করতে হবে। সেভ করার জন্য F5 চেপে কম্পিউটারে সেভ করে রাখবেন। আর পরে F8 চেপে লোড করে সেখান থেকে খেলতে পারবেন।
গেম ডিটেইলস
এবার গেমের ভেতরের কিছু স্ক্রিণশট দেখে আসি-
![]() |
আব্বু আমাকে চাবুক কিনে দিয়েছে |
![]() |
রাস্তায় হরিণ আসলো কেমনে? |
![]() |
উড়ছি! আমি উড়ছি! |
![]() |
এমন জায়গায় রেস খেলার মজাই আলাদা। |
স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। শুধুমাত্র মাথায় রাখবেন, ডেস্কটপ শর্টকাট তৈরি করতে ভুলবেন না। নাহলে পরে সমস্যা হবে। বারবার লোড করে খেলতে হবে। ডেস্কটপে যদি শর্টকাট দেখতে ভালো না লাগে তবে কাট করে অন্য কোথাও রেখে দিন।
গ্রাফিক্স: ৭/১০
গেমপ্লে: ৮/১০
কন্ট্রোল: ৭/১০
অন্যান্য: ৮/১০
ওভারঅল: ৭.৫/১০
এটা রোড রাশ ২ এর মতই। খুব বেশি পরিবর্তন নেই। গ্রাফিক্সের একটু পরিবর্তন আছে, কিন্তু এই পরিবর্তনটা আমার মোটেও ভালো লাগেনি। একটু কেমন-কেমন জানি। কন্ট্রোলটা হালকা উন্নতি করেছে বলে মনে হয়েছে। এই গেমটা ১৯৯৫ সালের ১৫মে রিলিজ পেয়েছে।
Platform: Game Boy, Sega, Amiga, Master System
গেমপ্লে রোড রাশ ২ এর মতই। কিছু রেসারদের কাছে বেত আর চাবুক থাকবে। সঠিক টাইমিং করলে সেগুলো ঘুষি দিয়ে কেড়ে নিতে পারবেন। ৫টা ট্র্যাক, ৫ টা লেভেল। তবে কিছু পরিবর্তন আছে। আর বাইক ক্রয়ের দোকানে যুক্ত হয়েছে পার্টস ক্রয় করা বা গাড়ি আপডেট করা। গ্রাফিক্সটা একটু সাদা সাদা কেমন কাটা কাটা মনে হয়েছে। এর চেয়ে রোড রাশ ২-কেই আমার বেশি ভালো মনে হয়েছে। এখানে ট্র্যাকগুলো হলো বিভিন্ন দেশ-১। ব্রাজিল২। জার্মানী
৩। কেনিয়া
৪। ইউনাইটেড কিংডম/ইউ.কে/যুক্তরাজ্য
৫। ইতালি
বলে রাখা ভালো ব্রাজিল আছে কিন্তু আর্জেন্টিনা নেই বলে আমি দায়ী না। এর জন্য ইলেক্ট্রনিক্ম আর্ট দায়ী থাকবে।
![]() |
জার্মান দেশে মামার সাথে |
![]() |
মাইরালাইছেরে! |
![]() |
ইটালিতে ১ দিন.... |
![]() |
এত লাফানির কি দরকার? |
বিগ গেম মোডে আপনি ক্যারেক্টার সিলেক্ট করে নিয়ে খেলতে পারবেন। যে ক্যারেক্টার নিবেন, তার গাড়ি, টাকা ও চাবুক বা ছুরি থাকলে পাবেন এবং তাকে নিয়ে খেলবেন। সব জায়গায় কোয়ালিফাই করলে পরের লেভেলে যাবেন। পাঁচ লেভেল পার হলে চ্যাম্পিয়ন!
ডাউনলোড
ওভারঅল: ৯/১০
একটু বর্তমানে তাহলে এখন ফিরে আসি। আমাদের অনেকেরই শৈশব জড়িয়ে রোড রাশ গেমটার সাথে। আর তাই তো আমি পুরনো কে একটু নতুন করলাম। যুগটা যে একটু বদলে গেছে!
রাতের মত কালো আকাশে খেলতে হবে এই গেমে।
২০১৬...,২০১৫...,২০১৪...,২০১৩...,২০১২...,২০১১...,২০১০...,২০০৯...,২০০৮...,২০০৭...,২০০৬...,২০০৫...,২০০৪...,২০০৩...,২০০২...,২০০১...,২০০০...,১৯৯৯...,১৯৯৮,...ব্রেইইক!
এখন আমরা আছি ১৯৯৮ সালে। এই বছরের ৩১ মে রিলিজ পায় রোড রাশ থ্রিডি।
রোড রাশ প্রথমে টুডি গেম ছিল। কিন্তু যুগের সাথে তাল মেলাতে সেটিকে আনা হয় থ্রিডিতে। এটা পিসির জন্য না। প্লে-স্টেশন গেম। ইমুলেটর দিয়ে পিসির সাহায্যে খেলা সম্ভব বটে, আমিও খেলে দেখেছি,তবে এটা প্লে-স্টেশন গেম, প্লে-স্টেশন ছাড়া খেলে মজা পাওয়া যাবে না। গ্রাফিক্স টুডি থেকে করা হয়েছে থ্রিডি। এথানে আস্ত একটা ম্যাপের বিভিন্ন জায়গায় ট্র্যাক করা হয়েছে। তবে সাউন্ড সহ বিভিন্ন দিক দিয়ে ভালো লাগে নি। আর গেম প্লে অনেকটা রোড রাশ থ্রিডি-ও এর মতই। তবে ক্যারেক্টারে একটা অন্যরকম পরিবর্তন এসেছে। হাতে ট্যাটু লাগানো বডি বিল্ডার সব ক্যারেক্টারের রোড রাশে প্রবেশ শুরু হয়েছে এই গেম থেকে।
এটা খেলার জন্য প্লে-স্টেশন দরকার। আমার তা নেই। তাই এটা নিয়ে আমি কিছু বলবো না।
প্রথমে ইমুলেটর ডাউনলোড করুন। এখানে ৫টা ইমুলেটর আছে। পছন্দমত যেকোন একটা করুন। এবার গেম ফাইল। সাইজ কিন্তু ৪০০ মেগার বেশি বলে রাখলাম!
উভয় ফাইল এক্সট্রাক্ট করে ইমুলেটর রান করুন। এখন মেনু থেকে ফাইল > রান আইএসও দিয়ে গেম ফাইল লোড করে খেলুন। Z দিয়ে এক্সেলারেট+হ্যাঁ-বোধক কাজ। আর X দিয়ে ঘুষি। ডাউন+X লাথি। আর অ্যারো কি এদিক-ওদিক করতে। স্পেস হ্যান্ড ব্রেক।
গ্রাফিক্স: ৮/১০
ওভারঅল: ৮/১০
নিন্টেনডু কি চিনেছেন? সেই যে টিভি গেমস খেলতেন? এটা নিয়েও একদিন লিখবো ইংশাআল্লাহ। নিন্টেনডুর আপগ্রেডেড ভার্সন বলা যায় নেস ৬৪ বা নিন্টেনডু ৬৪। প্যাসিফিক কোয়াস্ট পাওয়ার আর লাইটের ডেভেলোপকৃত গেমটি রিলিজ করেছিলো টিএইচকিউ। এই কনসোলের জন্য রোড রাশের যে ভার্সন সেটাই রোড রাশ ৬৪। এই ভার্সনটা মোটেও খুব একটা ভালো লাগেনি আমার। ডিটেইলিং নেই বললেই চলে। তবে রোড রাশ তো, রোড রাশই। তবে হ্যাঁ, আরো কঠিন সব অস্ত্র আমদানি করা হয়েছে। সেসব খারাপ না।
আমার মোটামুটি লেগেছে। ক্যারেক্টারদের জামা আর মটরসাইকেল গুলো অদ্ভুত। এটা ইমুলেটর দিয়ে খেলতে হবে।
Z দিয়ে এক্সেলারেশন, X ও C দিয়ে হুইলি। IJKL দিয়ে পাঞ্চ।
তাহলে এবার রম ও ইমুলেটর ডাউনলোড করা যাক। এখান থেকে ডাউনলোড করে নিন। এক্সট্রাক্ট করুন। এবার রম ও ইমুলেটর আবার এক্সট্রাক্ট করুন। ইমুলেটরে রম লোড করে খেলুন।
গ্রাফিক্স: ৬/১০
ওভারঅল: ৭/১০
উভয় ফাইল এক্সট্রাক্ট করে ইমুলেটর রান করুন। এখন মেনু থেকে ফাইল > রান আইএসও দিয়ে গেম ফাইল লোড করে খেলুন। কি কনফিগ বলতে পারছি না।
আবার আমরা এখন বর্তমানে। এই বছরের ডিসেম্বরে Dark Seas Interactive নামক ডেভোলোপার কোম্পানী রোড রিডেম্পশন নামক একটি গেম রিলিজের ঘোষণা দিয়েছে। এর আর্লি অ্যাকসেস ভার্সন পাওয়া যাচ্ছে। গেমটির গ্রাফিক্স থ্রিডি এবং অনেক উন্নত। এর আর্লি একসেস ভার্সন খেলে খুব ভালো লেগেছে। রিলিজের পরেই বোঝা যাবে সমর্থকরা এটিকে রোড রাশের নতুন রূপ মানতে পারে কিনা।
আজকের এই টিউন এখানেই সমাপ্তি টানছি। আমার মনে হয় আপনাদের হয়ত ভালো লেগেছে। শেষের দিকের গেমগুলো নিয়ে আরেকটু লেখা উচিৎ ছিলো। পারিনি বলে দুঃখিত।এই টিউন যদি ভালো লাগে তবে-
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
অসম টিউন , আমার জীবনের প্রথম গেমস খেলা এটি , ২০০২ সালের দিকে নানি বাড়িতে যেতাম শুধু মামার কম্পিউটারে এই গেমস খেলার জন্য ! 😀