আসসালামু আলাইকুম,
কেমন আছেন? গেমারদের মাঝে এবার ফিরে এলাম।
বন্ধুর সাথে মনে হয় ল্যান প্লে প্রচুর করেছেন। হয়তো অনলাইনে গেইম রেঞ্জার দিয়ে, অথবা বাসার রাউটারে কানেক্ট করে, অথবা নিজের বেডরুমে ল্যান কানেকশান ক্যাবল লাগিয়ে, সোজা কথায় ইন্টারনেটের তার দিয়ে।
খুবই সোজা! কিছুই লাগবে না কেবল আপনার ল্যাপটপের বিল্ট ইন ওয়াইফাই এডাপ্টার আর একটা ৯ এমবির ছোট প্রোগ্রাম দিয়ে।
৯ এমবির প্রোগ্রামটি আপনার লাগবে না যদি আপনারা খুব সহজে অ্যাডহোচ ব্যবহার করতে
পারেন।
এখন যদি আপনাদের মাঝে অ্যাডহোচ কাজ না করে তবে ৯ এমবির ওএসটোটো হটস্পট প্রোগ্রামটি নামিয়ে নিন। এটা এই লিংকে পাবেন।
এটা দিয়ে আপনি হটস্পট বিল্ড করুন এবং ব্লাইন্ড কানেকশান রাখুন। মানে ইন্টারনেট এক্সেস বন্ধ করে হটস্পট অন রাখা। এবার হটস্পটটিতে আপনারা যে যে ল্যাপটপ দিয়ে খেলবেন সেগুলো কানেক্ট করুন। এখন সবার উইন্ডোজ ফায়ারওয়াল বন্ধ করে দিন। এর নেটওয়ার্ক এবং রিয়েল টাইম প্রোটেকশন অবশ্যই বন্ধ করে দেবেন, নাহলে এনএফএসএমডব্লিউ অন্য পিসি থেকে ডাটা রিসিভ করতে পারবে না, ফায়ার ওয়াল ব্লক করে দেবে।
এবার দেখে নিন সবাই নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড একই ভারসনে আছেন কিনা। না থাকলে সবাই ১.৩ ভার্সন প্যাচ দিয়ে দিন। এখানে প্যাচ পাবেন।
এখন যে পিসি দিয়ে সবার পিসি কানেক্ট পাচ্ছে, মানে হোস্ট পিসি, তাতে গেইম হোস্ট করুন। মানে সবার জন্য খেলার মতো গেইম বানান। হোস্ট পিসি থেকে নিতে বলার কারন এতে ব্যান্ডউইথ ভালো পাবেন, স্পীড পাবেন ভালো।
এখন অন্যদের আসার পালাঃ
এবার যখন রুলসের নিয়ম মতো কাঙ্ক্ষিত পরিমান প্লেয়ার কানেক্ট হয়ে যাবে, তখন ‘অল প্লেয়ারস আর কানেক্টেড আন্ড লকড’ লেখা আসবে এবং গেমিং কাউন্টডাউন শুরু হবে। তারপর শুরু হবে রেস!
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।