আসসালামু আলাইকুম,
ইতিহাস ভালো করে শিখতে চান? জানতে চান প্রাচীন জাতির জীবনযাপন, সংস্কৃতি এবং উত্থান-পতনের ইতিহাস? এসবই জানতে পারবেন।
বই পড়তে কার না ভালো লাগে?
তবে ইতিহাসের বই পড়তে যে অনেকেরই ভালো লাগে না এটা জানা কথা।
তাদের জন্যই আদর্শ এই গেইমটি!
গেইমটির নাম এইজ অফ এম্পেরর।
২০০০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন এর ডেভেলপমেন্ট ও আপডেট তৈরি করে আসছে।
একেবারে এক্সপারট না হলেও বেশ মজা করেই খেলা যায়। গেইমটা অনেকটা সিওসিএর মতো, তবে এখানে পার্থক্য হল সিওসিতে মানুষ মানুষ যুদ্ধ করে,
আর এখানে মানুষ কম্পিউটার যুদ্ধ করে। তবে অনলাইন আর মাল্টিপ্লেয়ার অপশনও আছে।
এখানে একটা ফাংশান আছে যা সিওসি তে নেই,
সেটা হল এখানে খেলা শেষ হয়। :v সিওসিতে খেলার এন্ডিং নাই :3
হাহাহাহাহাহাহা!
এখানে যেকোনো সিভিলাইজেশন অনুযায়ী খেলোয়াড়ের ইউনিট বদলাবে।
মানে আপনি যদি যেকোনো একটি জাতি সিলেক্ট করে খেলা শুরু করেন, তখন সেই জাতি অনুযায়ী আপনার বাড়িঘর, হাটবাজার, ওয়ার্কশপ সবকিছুর স্টাইল বদলে যাবে।
একেক জাতির একেক ক্ষমতা থাকবে।
যেমন জাপানিরা সামুরাই যোদ্ধা পাবে, আর চীনেরা চু-কো-নু বা তীরন্দাজ। তেমনি বাইজান্টাইনেরা পাবে বারসার্ক।
এছাড়া খেলায় আছে ক্ল্যাটাপুট বা প্রাচীন কালের পাথরের গোলা ছোড়ার কামান। বেশ কিউট দেখতে, ছোট দেখে আরও কিউট লাগে 😀
আছে ব্যালিস্টিক তীর।
নানাভাবে আপনাকে আপডেট করতে হবে নিজের টিমকে।
নিজের যায়গায় নিজের শহর গড়ে নিতে হবে। প্রথমেই দেওয়া হবে তিনজন ভিলেজার এবং একটি টাউন হল।
টাউন হল দিয়েই সব যাত্রার শুরু।
তারপর নিজের পপুলেশানের সাথে সাথে বাড়ি ঘর বাড়াতে হবে।
ব্যারাক তৈরি করে সৈন্য তৈরি করতে হবে। মার্কেট তৈরি করে বন্ধু জাতির সাথে ব্যাবসা বাণিজ্য চালাতে হবে।
গাছ কেটে ন্যাচারাল রিসোর্স সংগ্রহ করতে হবে।
মাটি কেটে সোনা এবং পাথর উত্তোলন করতে হবে।
নিজের যোদ্ধা এবং বাহিনি গড়ে তুলতে হবে। শহর সুরক্ষায় দেয়াল তুলে দিতে হবে।
নিজের মানুষদের হিল করার জন্য এবং নিজের আহত সৈনিকদের হিল করার জন্য আপনাকে টেম্পল থেকে প্রিস্ট তৈরি করে নিতে হবে।
এছাড়া আছে নদী। আপনাকে বন্দর তৈরি করতে হবে। জেলে নৌকা তৈরি করে মাছ আহরন করতে হবে। এছাড়া যুদ্ধজাহাজ বানিয়ে শত্রু থেকে আত্মরক্ষা করতে হবে এবং আক্রমন করতে হবে। এছারা এখানে আছে কাল্পনিক জাহাজ ফ্লাইং ডাচম্যান। যা জলে ডাঙ্গায় উভয়েচলে।
খেলা শেষ করতে হবে অবজেক্টিভ কমপ্লিট করে। অবজেক্টিভ থাকতে পারে, সব ন্যাচারাল রিলিক সংগ্রহ করা অথবা ওয়ান্ডার বানানো।
ওয়ান্ডার হতে পারে কোন বড় বাড়ি, ক্যাথেড্রাল অথবা মূর্তি!
গেইম খেলতে তেমন আহামরি কনফিগারেশন লাগবে না,
চিট কোড লাগলে এখানে যান বা গুগোলে দেখেন
এরপর আসবে এজ অফ এম্পেরর ২ :: এজ অফ কিংসের রিভিউ!
যাওয়ার আগে বলে যাই, কিছু মস্তিষ্কহীন পোলাপান এবং পুরুষ আমার টিউন কপি করেন, যারা করেন এবং আমার ক্রেডিট দেন, তাদের আমার শুভেচ্ছা,যারা ক্রেডিট না দিয়ে কপি করেছেন, ভাববেন, আমি আপনাকে গালি দিয়েছি।
সবাইকে আল্লাহ হাফেজ।
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এক কালে অনেক খেলেছি। এজ অব মিথলজি, এজ অব নেশন, সব শেষ। স্ট্র্যাটেজি গেমস আমার প্রিয়। ডেসপ্যারেডোস আর কমান্ডোজ এর মত গেম থাকলে জানাবেন।