আসসালামু আলাইকুম।
অনেকদিন হয়ে গেলো লেখা হয়না। আসলে পড়াশোনা না করলেও মানসিকভাবে পড়ার চাপে চ্যাপ্টা। প্রায় দেড় মাস বোধহয় তাই ব্লগিং করি না।
অনেকে হয়ত টিউনের টাইটেলটা ধরতে পারেননি। আপনি হয়ত ক্রিকেট অর্থ জানেন। জ্বি, ক্রিকেট অর্থ ঝিঝিঁপোকা। আমি রিয়েল ক্রিকেট নামক একটা এন্ড্রয়েড গেম নিয়ে লিখবো।
রিয়েল ক্রিকেট গেমটির পাবলিশার Nautilus Mobile, গেমটি একটু ভালোমানের এন্ড্রয়েডের জন্য। এন্ড্রয়েড ৪.০.৩ হওয়া লাগবে বা এর উর্ধ্ধে। ১ জিবি র্যাম থাকা ভালো, তবে আমি ৫১২ মেগাবাইট র্যামের w68 এ স্মূথলি চালিয়েছি। গ্রাফিক্স খুব খারাপ না, মোটামুটি।
গেমটায় বর্তমান সময়ের খেলোয়াড়দের নিয়ে খেলতে পারবেন। ২০০৭-২০১৫ তে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারবেন। সুপার ওভার, প্রীতি ম্যাচ আর বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারবেন। মাস্টার কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়নস কাপ, ভারতীয় প্রিমিয়ার লীগ, অজি ব্যাশ, ইংলিশ ব্যাশ, ক্যারিবিয়ান লীগ, সাম এসএ খেলা যাবে সবই, তবে বিপিএলই নাই। সুপার ওভারের সাথে টেস্ট আর নেট প্রাকটিসও থাকছে। আরো আছে ক্রিকেট কুইজ। যেখানে যত দ্রুত উত্তর তত বেশি রান। অনলাইন ও অফলাইনে খেলা যাবে।
গেমটার কিছু সমস্যা আছে। লোড হতে সময় একটু বেশি লাগবে। আর প্রচুর এড। তবে আমি যেহেতু অফলাইনে খেলি গেস্ট হিসেবে তাই এই সমস্যা নাই।
সাইজ খুব বেশি না। ৬৫ মেগাবাইট।
ইন্সটলের নিয়ম-
- প্রথমে এপটি সাধারণ ভাবে ইন্সটল করুন। কিন্তু ইন্সটলের পর অপেন করবেন না।
- 'main.70.org.cocos2dx.NautilusCricket2014.obb' নামক ফাইলটি কপি করে
/SDCARD/Android/obb/org.cocos2dx.NautilusCricket2014/ এ পেস্ট করুন।
- সবশেষে লোকেশনটা এরকম হবে।
/SDCARD/Android/obb/org.cocos2dx.NautilusCricket2014/main.70.org.cocos2dx.NautilusCricket2014.obb
যদি এই ডিরেক্টরীগুলো খুজেঁ না পান, তবে ম্যানুয়ালী তৈরি করে নিন। এক্ষেত্রে ফোল্ডারের নাম কেস সেন্সেটিভ।
ঘুরে আসিবার রহিলো দাওয়াত, কোন এক রৌদ্রস্নাত দিনে: গ্রিন রেঞ্জারস+