ইস্পাত কঠিন ১৮ চাকা, চরম ট্রাকচালক ২

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম।
ইস্পাত কঠিন ১৮ চাকা, চরম ট্রাক চালক ২ গেমসটি একটি অসাধারণ ট্রাক গেম। এই গেমের প্রকৃত ইংরেজী নাম হলো- 18 Wheels of Steal, Extreme Trucker 2

লাইফে প্রথম বাংলা কভার বানালাম। খারাপ হয়েছে জানি। এজন্য দুঃখিত।
গেমটার বিশেষত্ব কি জানেন? বাংলার রাস্তায় খেলতে পারবেন। হুমম। সত্যিই বাংলার ট্রাক নিয়ে বাংলার রাস্তায় খেলতে পারবেন এই গেমে। বিশ্বাস হয় না? স্কিণশট দেখুন-
বাংলার রাস্তায় গেমপ্লে ভিডিও- https://www.youtube.com/watch?v=pc9i9ooTP0U
গেমটি মূলত দুর্গম রাস্তায় ট্রাক চালনার গেম। আর বাংলাদেশের চিটাগাঙের পাহাড়ি অঞ্চলও এই দুর্গম রাস্তার মধ্যে রাখা হয়েছে। এছাড়াও আরো কিছু দেশ রয়েছে-
গেমটিতে আপনাকে ট্রাকে করে বিভিন্ন দ্রব্য পৌছে দেওয়ার কাজ করতে হবে। যত দ্রুত, পণ্যের কম ক্ষতি করে পৌছাবেন তত বেশি পয়েন্ট। নতুন জায়গা আনলক করতে পয়েন্ট লাগবে।
আর  বিভিন্ন রকম ক্যামেরা মোড থাকায় আরো বেশি মজা পাবেন। বাংলার রাস্তায় দেখবেন ট্রাকের গায়ে সাধারণ পরিবহণ লেখা নাই, কিন্তু নবহনবহ, ধাসাবরণহসাবধা অর্থাৎ, ওলট পালট ক্রমে শব্দগুলোর কয়েকটা প্রত্যেকটা ট্রাকেই আছে। সেটা আমার খুব ভালো লেগেছে। আর ডিজেলের দোকানেও এরকম উল্টা পাল্টা বাংলা লেখা। রাস্তায় একটা রিক্সাও নাই, কিন্তু রাস্তার ধারে অনেক রিক্সা দাড়িঁয়ে থাকতেও দেখবেন। বাংলার প্রকৃতি দেখে ভালোই লাগবে। তাছাড়া অন্য দেশে খেলাও মজার।
অনেক তো বকবক হলো। এবার ডাউনলোডের সময় হলো।
সব এক ফোল্ডারে রেখে প্রথমটা এক্সট্রাক্ট করলেই সবগুলো এক্সট্রাক্ট হবে।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস