পাবলিশারঃ ইলেক্ট্রনিক আর্টস
ডেভেলপারঃ ক্রাইটেরিয়ন গেমস
ধরণঃ রেসিং
রিলিজ ডেটঃ ১৬ নভেম্বর ২০১০
অন্য ভার্সনঃ আইফোন, প্লেস্টেশন থ্রি, এক্সবক্স৩৬০, উইই
বেশ কয়েক বছরের অপেক্ষার পর আরেকটি ফাটাফাটি নীড ফর স্পীডের একশন রেসিং গেম এখন আপনার পাশের দোকানেই। এই নভেম্বরেই রিলিজ পেয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রেসিং সিরিজ নীড ফর স্পীডের ১৬ তম গেম নীড ফর স্পীড হট পারসুইট। আর এবারে আগের কয়েক গেমের অন ট্র্যাক ছেড়ে আবারো অফ ট্র্যাক স্পীড রোড রেসিং। গেমটি রিলিজের পরই সাড়া জাগিয়েছে সারা বিশ্বে।
সিঙ্গেল প্লেয়ার মোডে বিভিন্ন ধরণের এস খেলতে হবে আপনাকে। এখানে অন্য গেমস কিংবা মোস্ট ওয়ান্টেডের মত কোনো স্টোরিলাইন নেই। তবে সেজন্য দুঃখ করার মত সময় আপনার হবে বলে আমার মনে হয় না। গেমের শহর যথারীতি সিক্রেস্ট কাউন্টি। রেসার কিংবা পুলিশ দুভাবেই খেলতে পারবেন আপনি। রেসার হিসেবে পাবেন বিভিন্ন ধরণে খেলা। রেস, ডুয়েল, পারসুইট, টাইম ট্রায়ালের মতো আকর্ষণীয় সব ইভেন্ট অপেক্ষা করছে আপনার জন্য। এর গেমের গাড়ির লিস্ট বেশ দামীই বলতে হবে। বুগাট্টি ভেইরন, ম্যাক্লারেন এফ১, ল্যাম্বোরগিনি, মার্সিডিজ, নিশান জিটি-আর কিংবা পোরশে- খেলতে খেলতে নিজে থেকেই আনলক হতে থাকবে এসব গাড়ী। কোন গাড়ী আছে কোনটি কেমন এসব নিয়ে বেশি কিছু মাথা ঘামার সময় আপনার নেই। প্রতিটি রেসের জন্য নির্দিষ্ট সংখ্যক গাড়ি থেকে আপনি আপনার পছন্দেরটি বেছে নিবেন। আর গাড়ির গ্যারেজ বা কাস্টোমাইজেশনের তেমন কোনো অপশন নেই। আপনার পুরোটা মনোযোগই থাকবে আসলে রেসিং-এ।
তবে অন্য আর সব গেমের মতো রেসিং ওপেন ওয়ার্ল্ড না। প্রতিটি ইভেন্টে নির্দিষ্ট পথেই চলতে হবে আপনাকে। চলার পথে পাবেন ট্রাফিক। আছে আগের মতোই বাউন্টি সিস্টেম। তবে এবার রেসারকেও দেয়া হয়েছে বেশ কিছু অস্ত্র। আপনি আপনার প্রতিদ্বন্দী কিংবা পুলিশকে ঘায়েল করতে ব্যবহার করতে পারবেন স্পাইক, ইএমপি, জ্যামার কিংবা টার্বো। শুনে অবশ্য এতো খুশি হবার কিছু নেই। কেননা প্রতিটি খেলায় হবে খুবই প্রতিদ্বন্দীতাপূর্ণ এবং কঠিন। বিশেষত হট পারসুইট এবং টাইম ট্রায়ালে ১ম হতে হলে বেশ কষ্টই করতে হবে আপনাকে।
আমি রেস খেলতেই বেশি ভালোবাসি পুলিশ হতে পারব না যারা এতোদিন এটা ভেবে এসেছেন তারা এবার আর পুলিশ না হয়ে পারবেন না। কেননা পুলিশ মোডে শুধু যে প্রতিপক্ষকে পাকড়াও করতে হবে তাই না, টাইম ট্রায়ালের খেলাও আছে এখানে, যেখানে কোন কিছুর সাথে ধাক্কা খাওয়াটাই অপরাধ।
গেমের গ্রাফিক্স সমসাময়িক যেকোন রেসিং গেমসের তুলনায় অনেক ভালো। একেকটি ইভেন্ট হবে একেক সময়ে- দিনে কিংবা রাতে। রয়েছে বৃষ্টি-বজ্রপাতের ইফেক্টও। রাস্তের পাশের শহর কিংবা বন সবকিছুই খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
আর গেমসেও সাউন্ডও এক কথায় অসাধারণ। আর এক্সিডেন্টের ইফেক্টগুলা স্লো মোশনে খুব বাস্তব করে ফুটিয়ে তোলা হয়েছে। চাইলে আপনি সে অবস্থাতেই স্ক্রীণশট নিয়ে রাখতে পারবেন।
তাহলে আর দেরি কেন? এখনি বসে পড়ুন। ভালো আপনার লাগবেই- এটা আমি নিশ্চিত!
গেম রেটিং
প্রেজেন্টেশন ৮.৫
গ্রাফিক্স ৯.০
সাউন্ড ৯.০
গেমপ্লে ৯.০
আকর্ষণ ৮.৫
ওভারঅল ৯.০
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস
অপারেটিং সিস্টেমঃ উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক৩/ উইন্ডোজ ভিসতা/ উইন্ডোজ ৭
প্রসেসরঃ ইন্টেল কোর ২ ডুয়ো ১.৮ গিগাহার্জ অথবা এএমডি এথলন এক্স২ ২.৪ গিগাহার্জ
র্যামঃ এক্সপির জন্য ১.৫ গিগাহার্জ, ভিসতা/সেভেনের জন্য ২ গিগাবাইট
গ্রাফিক্সঃ কমপক্ষে ২৫৬ মেগাবাইট ডাইরেক্ট এক্স ৯ সাপোর্টেড ডেডিকেটেড গ্রাফিক্স মেমোরি, শেডার মডেল ৩.০ সাপোর্ট সহ
হার্ডডিস্ক স্পেসঃ ৮ গিগাবাইট ইন্সটলের জন্য
ডাইরেক্ট এক্স ৯
রেকমান্ডেড সিস্টেম রিকোয়ারমেন্টস
অপারেটিং সিস্টেমঃ উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক৩/ উইন্ডোজ ভিসতা/ উইন্ডোজ ৭
প্রসেসরঃ ইন্টেল কোর ২ ডুয়ো ২.৬ গিগাহার্জ অথবা এএমডি এথলন এক্স২ ২.৪ ৬৪ ৬০০০+
র্যামঃ এক্সপির জন্য ১.৫ গিগাহার্জ, ভিসতা/সেভেনের জন্য ২ গিগাবাইট
গ্রাফিক্সঃ জিফোর্ফ ৮৮০০জিটি অথবা এটিআই রেডিয়ন ৪৭০০
হার্ডডিস্ক স্পেসঃ ৮ গিগাবাইট ইন্সটলের জন্য
ডাইরেক্ট এক্স ৯
প্রথম প্রকাশ টেকনোলজি টুডে ব্লগ
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
screenshot