HEROES OF 71 মাতৃভূমির জন্য যুদ্ধ করুন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

 

অনেকে বিজয় দিবসে সদ্য রিলিজ হওয়া আমাদের দেশের গেইম Heroes of 71 এর রিভিউ-র জন্য উন্মুখ হয়ে আছেন। আমরাও এসে গেছি এই অসাধারণ গেইমটা নিয়ে আপনাদের আরো ধারণা দেয়ার জন্য। এই রিভিউতে আমরা দেখাবো কিভাবে আপনি গেইমটা খেলতে পারবেন, কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কেমনে কি করবেন। তাইলে চলুন শুরু করা যাক!

এই গেইমের মূল কনসেপ্ট হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। গেইম খেলার আগে গল্পটা শুনে নিন তাদের কাছ থেকে।

রাত তখন সোয়া দুইটার মতো; কেবল ঝিঁ ঝিঁ পোকারাই নিশুতি রাতে হয়তো জেগে মধুমতি নদীর তীরে শিবচর গ্রামে। আর জেগে ওরা পাঁচ জন – কবির, বদি, সজল, তাপস আর শামসু। মুখে কালো কালি মেখে ডুবসাঁতার দিয়ে এই পাঁচজন দিয়ে উঠে আসলো চরে; লক্ষ্য শিবচর প্রাথমিক বিদ্যালয়ে থাকা পাকিস্তানি রেজিমেন্টের ক্যাম্প দখল করে নেয়া, যেনো এই পথ দিয়ে মুক্তিবাহিনী পুরো এলাকায় সহজে ঢুকে যেতে পারে। কিন্তু গ্রামের সামনে জেগে ওঠা চরে একটা ওয়াচ টাওয়ার বসিয়েছে পাক-রেজিমেন্ট, সেখান থেকে উঁকি দিচ্ছে একটা হেভি মেশিনগানের নল।
গেরিলা আক্রমণ চালায় বদি-সজলরা। অতর্কিত এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলোনা পাকবাহিনী। শামসু-বাহিনী এমন করে আক্রমণ করলো তাদের, যেনো তারা পাঁচজন নয়, পুরো এক ব্যাটেলিয়ন। পাকিস্তানিদের পুরো একটা রেজিমেন্ট এই কমান্ডো বাহিনীর সামনে মোটামুটি অসহায় হয়ে পালিয়ে যায়। কিন্তু প্রাণ হারাতে হয় সজলকে। ক্যাম্প দখলে আসে মুক্তিবাহিনীর। স্কুলস্ট্যান্ডে তারা ওড়ায় মানচিত্রখচিত লাল-সবুজ পতাকা।
কিন্তু চরের ওপাশে টিলার দিকে গিয়ে পাকবাহিনী নিজেদের ভুল বুঝতে পারে। ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে আবার ক্যাম্প দখল করতে ফিরে আসে তারা। বদি ততক্ষণে চলে যায় মুক্তিবাহিনীর অন্যদের নিয়ে আসতে, নয়তো বেঘোরে মরতে হবে তাদের। কিন্তু এরমধ্যেই পাকিস্তানিরা বৃষ্টির মতো গুলি চালাতে থাকে বাকি তিনজনের ওপর। বাকিদের নিয়ে বদি ফেরত না আসা পর্যন্ত এই তিনজনকেই আটকে রাখতে হবে এক রেজিমেন্ট সৈন্য…
কবির, তাপস আর শামসু মিলে কি পারবে পাকবাহিনীর সাথে ক্যাম্প দখল করে রাখার এই যুদ্ধে?

 জোস না? চলুন তাইলে কবির, তাপস আর শামসুকে নিয়ে পাকিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যাক!
প্রথমে নিচের বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে গেইমটা ডাউনলোড করে নিন।
google-play-300x104
গেইমটা ডাউনলোড হয়ে গেলে চালু করুন। প্রথমবার চালু করার পর Google Play Games এ আপনার জিমেইল আইডি দিয়ে সাইন ইন করতে বলা হবে। সাইন ইন করুন। এটা করার সুবিধা হল এই গেইমে কার কত সর্বোচ্চ স্কোর তা দেখার পাশাপাশি নিজের র‍্যাঙ্কিংও দেখতে পারবেন। যাই হোক, কাজ শেষে নিচের ছবির মত মেনু পাবেন।

এখান থেকেই আমাদের মূল খেলা শুরু। প্লে তে ট্যাপ করুন। আমাদের আর্টিকেলের কভারটা লোডিংয়ের সময় দেখাবে। উত্তেজনা কাজ করছে, না?

এবার গেইম প্লে তে যাওয়া যাক।

 

এখান থেকেই আমাদের মূল খেলা শুরু। প্লে তে ট্যাপ করুন। আমাদের আর্টিকেলের কভারটা লোডিংয়ের সময় দেখাবে। উত্তেজনা কাজ করছে, না?

এবার গেইম প্লে তে যাওয়া যাক।

 
ইনি হলেন কবির। পাকিদের সবচেয়ে কাছের কাভারে অবস্থান করবেন। খেলা প্রথমে উনাকে দিয়েই শুরু হবে। ট্রাকে করে এক প্লাটুন করে করে সৈন্য আসবে আর তার স্টেনগান দিয়ে তাদের সাবাড় করে দিতে হবে। তবে খেলার সময় লাইফ বারের প্রতি খেয়াল রাখতে হবে, তাই গুলি করার আগ পর্যন্ত নিচু হয়ে থাকতে পারেন এতে গুলি কম গায়ে লাগবে। গুলি করতে করতে রিলোড করার প্রতিও খেয়াল রাখা উচিত নাহলে পাকিরা সুযোগ পেতে গুলিবর্ষণ শুরু করবে। এভাবে ৩-৪ প্লাটুন পাকিকে উপরের টিকেট ধরিয়ে দেয়ার পর আসবে আমাদের নতুন হিরো শামসু। তার ইন্টারফেইসেই আমরা বিভিন্ন বাটনের কাজের বর্ণণা দিচ্ছি।

প্রতি পাকি মারার সাথে সাথে আপনার এক্সপেরিয়েন্স লেভেল বাড়বে (উপরে ডানে কোণায় দেখুন) বারটা গ্রেনেড আইকনের মাঝে আসলে আপনি একটা গ্রেনেড নিতে পারবেন যা নিচে ডানে কোনায় গ্রেনেড আইকনে যোগ হয়ে যাবে। আবার চাইলে গ্রেনেড না নিয়ে কিচ্ছুক্ষণ অপেক্ষা করতে পারেন Cover Fire নেয়ার জন্য। এর সুবিধা হচ্ছে আপনি যে ক্যারেক্টার নিয়ে খেলছেন সেটা আপনি শ্যুট করবেন আর বাকিরা নিজে নিজে শ্যুট করে আপনাকে কভার করবে। গ্রেনেডের মত এটাও একইভাবে আইকনে যোগ হবে।

বামে পাশে হিরোদের আইকনে ক্লিক করে ক্যারেক্টার পরিবর্তন করে নিতে পারেন। একেকজনের অবস্থান থেকে একেকভাবে শ্যুট করার সুবিধা আছে। তাই একজন দিয়ে পাকি মারার চেয়ে সবাইকে দিয়ে পাকিদের পাখির মত গুলি করে মারুন। এভাবে আরো কয়েক প্লাটুন মারার পর আসবে Mortar. এই মর্টার মারার জন্য আসবে নতুন হিরো, তার নাম তাপস।

তাপসের বন্দুকে রেইঞ্জ বেশি, তাই তাকে দিয়ে মর্টারওয়ালাকে মেরে ফেলা বুদ্ধিমানের কাজ কারণ মর্টার অনেক বেশি হেলথ ড্যামেজ করে। তারপর কবির এবং সামসুকে দিয়ে বাকিদের মেরে ফেলার চেষ্টা করতে পারবেন। অনেক সময় পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াবে, তখন গ্রেনেড বা কভার ফায়ার ব্যবহার করে সামাল দিতে পারেন।

মাথা খাটিয়ে আপনাকে এই গেইম খেলতে হবে। না হলে কোন হিরো মারা গেলে বাকিদের নিয়ে লেভেল শেষ করা কঠিন হতে দাঁড়াবে। কারো হেলথ কমে গেলে তাকে বসিয়ে রেখে বাকিদের নিয়ে খেলুন।

 

তাইলে আগেরজনের হেলথ রিকভার হবে।ধৈয্য হারানোর কিছু নেই, মনযোগ দিয়ে খেলতে থাকুন, দেখবেন সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। যতক্ষণ শেষ করতে পারছি না ততক্ষণ এটা রাখছি না। আমি গেলাম, আপনারাও খেলা শুরু করে দিন।
গেইমটা কঠিন মনে হতে পারে, কারণ আমাদের মুক্তিযুদ্ধও কিন্তু সহজ ছিল  না।পূর্বে প্রখশিত এখানে

                                                    গেম রিভিওটি দেখতে পারেন

 

ধন্যবাদ

Level 0

আমি রুট কোড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস