আমাকে যদি বলা হয় যুদ্ধের গেমের জন্য সবচেয়ে জনপ্রিয় গেমের নাম কি,তাহলে আমি নিশ্চয়ই একটা যুদ্ধের গেমের নাম বলব,সেইটা হইল কল অফ ডিউটি গেম!এই গেমের অনেক পর্ব রয়েছে।তার মধ্যে একটি হইল কল অফ ডিউটি পর্ব ৪(Modern warfare).এই গেম খেললে আপনার মনে হবে আপনি নিজেই ময়দানে গিয়ে যুদ্ধ করছেন।গেমটির মধ্যে অতি উন্নত গ্রাফিক্স কোয়ালিটি এবং সাউন্ড আপনাকে মুগ্ধ করবে।আপনি এই গেমের ভিতরে ঢুকে যাবেন মনে হবে!
মুলত বেশির ভাগ যুদ্ধের গেমেই কল অফ ডিউটি এর অনুকরনে বানানো হয়েছে!কল অফ ডিউটি সারা World এ আলোড়ন তুলে যখন এটি প্রথম Release পায়।এখন কল অফ ডিউটি এর অনেক পর্বই বের হএছে!সব গুলই সারা World এ আলোড়ন তুলে।এর মধ্যে একটি হচ্ছে কল অফ ডিউটি পর্ব ৪(Modern warfare)।
আপনি একটি যুদ্ধ আক্রান্ত দেশে বাস করেন।প্রথমে দেখা যাবে আপনাকে ধরে নি যাচ্ছে সেনাবাহিনীর লোকজন।পথে বিভিন্ন রকমের অত্যাচার দেখতে পাবেন।তখন আপনি সাধারন মানুষ হিসেবে নিজেকে দেখবেন।
এই গেমে আপনাকে আর্মির একজন কর্মকর্তা হিসেবে খেলতে হবে।
আপনাকে বিভিন্ন মিশনে পাঠানো হবে বিভিন্ন সেনা দলের একটি গ্রুপের সাথে।গ্রুপে একজন ক্যাপ্টেন থাকবে।আপনাকে ক্যাপ্টেনের নির্দেশ মেনে চলতে হবে। ক্যাপ্টেনের নির্দেশ ছাড়া এক পাও এগোনো যাবে না। ক্যাপ্টেনের নির্দেশ অমান্য করলে তার ফল আপনাকেই ভোগ করতে হবে!
এই গেমে হেলিকপ্টার,ট্যাঙ্ক,বিমান, ইত্যাদি থাকবে।
আর কিছু বলার নাই।আমি নিজে এই গেমটা অনেক কষ্টে পেরেছি।এখন আপনি চেষ্টা করে দেখুন!
ডাইরেক্ট ডাউনলোডের জন্য Click here
Optional:
আরও গেম,মুভি,সফটওয়্যার এর জন্য ভিসিট করুন http://WWW.DOWNLOADBOX.CZ.CC
ধন্যবাদ! 🙂
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
ভাই গেইমটি খেলে ভাল লগল ধন্যবাদ আপনাকে।
http://actiongame007.blogspot.com/