আমার ১ম পোষ্ট আর্কেড গেম নিয়ে দেয়া সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 গান ভার্সনটি
অনেকের অতীত স্মৃতিকে নাড়া দিয়েছিল।
এবার আসি ৮০ ‘র দশকে। সেসময় ঘরে ঘরে টিভি গেমের প্রচলন ছিল। একটা গেমের সাথে মোটামুটি সবাই পরিচিত- সুপার মারিও। বিশেষ করে মেয়েরা গেমটির মারাত্মক ভক্ত ছিল। ইদানীং নেটে যেই সুপার মারিও পাওয়া যায় সেটিতে আগের সেই “টুন টুন” আওয়াজ আর নেই। খেলতেও শান্তি লাগেনা। শৈশবের সেই ওরজিনাল গেমটি দিয়ে দিলাম। ডাউনলোড করুন আর মেতে উঠুন মারিও খেলার আনন্দে।
ডাউনলোডঃ সুপার মারিও (অরজিনাল) মিডিয়াফায়ার লিংক ৩৫৪ কিলোবাইট মাত্র ইমুলেটরসহ।
গেম ওপেন করার পদ্ধতিঃ
১. প্রথমে গেমটি ডাউনলোড করে Unzip করে নিন।
২. Supper Mario Bros ফোল্ডোরের VirtuaNES.exe ফাইলে ডাবলক্লিক করুন
৩. File মেনু থেকে Open এ ক্লিক করুন
৪. Super Mario Bros. (E).nes সিলেক্ট করুন
৫. ব্যাস হয়ে গেল!! গেম ওপেন হবে। হ্যাপি গেমিং।
</a
বাটনঃ Inter চেপে খেলা শুরু করুন। কিবোর্ডের Up, Down, Left, Right এবং X বাটন দিয়ে খেলতে হবে
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমে লিংক পাইনি, কমেন্টটি করার পর পাইছি । আপডেড করছেন মনে হয়, এক লেখা দু’বার দেখছি ।