সুপার মারিও (ORIGINAL) খেলবেন নাকি?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আমার ১ম পোষ্ট আর্কেড গেম নিয়ে দেয়া সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 গান ভার্সনটি

অনেকের অতীত স্মৃতিকে নাড়া দিয়েছিল।

এবার আসি ৮০ ‘র দশকে। সেসময় ঘরে ঘরে টিভি গেমের প্রচলন ছিল। একটা গেমের সাথে মোটামুটি সবাই পরিচিত- সুপার মারিওবিশেষ করে মেয়েরা গেমটির মারাত্মক ভক্ত ছিল। ইদানীং নেটে যেই সুপার মারিও পাওয়া যায় সেটিতে আগের সেই “টুন টুন” আওয়াজ আর নেই। খেলতেও শান্তি লাগেনা। শৈশবের সেই ওরজিনাল গেমটি দিয়ে দিলাম। ডাউনলোড করুন আর মেতে উঠুন মারিও খেলার আনন্দে।
ডাউনলোডঃ সুপার মারিও (অরজিনাল) মিডিয়াফায়ার লিংক ৩৫৪ কিলোবাইট মাত্র ইমুলেটরসহ।

গেম ওপেন করার পদ্ধতিঃ
১. প্রথমে গেমটি ডাউনলোড করে Unzip করে নিন।
২. Supper Mario Bros ফোল্ডোরের VirtuaNES.exe ফাইলে ডাবলক্লিক করুন

৩. File মেনু থেকে Open এ ক্লিক করুন

৪. Super Mario Bros. (E).nes সিলেক্ট করুন

৫. ব্যাস হয়ে গেল!! গেম ওপেন হবে। হ্যাপি গেমিং।
</a

বাটনঃ Inter চেপে খেলা শুরু করুন। কিবোর্ডের Up, Down, Left, Right এবং X বাটন দিয়ে খেলতে হবে


Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমে লিংক পাইনি, কমেন্টটি করার পর পাইছি । আপডেড করছেন মনে হয়, এক লেখা দু’বার দেখছি ।

    হ্যা সার্ভারে সমস্যা ছিল মনে হয় পোষ্ট করার সময় বারবার হ্যাং হয়ে যাচ্ছিল।

    আমি শুরুটা পারছিনা.. জানাবেন..আনজিপ করছি তারপর ওপেন করছি তারপর আর……… কি করবো. প্লে হয়না..???

    উপরে স্ক্রিণশট দিয়েছি। দেখে নিন।

অতিতের কথা মনে করিয়ে দিলেন ভাই।ওই দিনগুলার কথা মনে হলে খুব ভালো লাগে।
আপনাকে অনেক ধন্যবাদ টিউনের জন্য।

thanx

Many many thanks. Go ahead………..

অনেক ভাল লাগলো….এই গেইম এর কি কোন চিট কোড আছে? ঠাকলে জানাবেন।

    চিট এনাবেল করতে নিচের ধাপ অনুসরণ করুন।
    ১. Tools মেনু থেকে Game Genie (G) তে ক্লিক করুন

    ২. Super Mario Bros (E).gen এ ক্লিক করে Open এ ক্লিক করুন।

    ৩. এবার Tool মেনু থেকে Cheat enable (E) এ ক্লিক করে খেলতে থাকুন।

puzzle game এর জগতে আপনাদের স্বাগতম।

http://puzzlegame007.blogspot.com/

তানজিল ভাই, অসাধারন। অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আপনি কি এটা টিভি গেমে শেষ করতে পেরেছিলেন? আমি পেরেছিলাম। হে হে হে। বন্ধুদের মধ্যে সবার আগে। এখনো খেলি। আমার মনে হয় গত শতাব্দীর শ্রেষ্ট ভিডিও গেম এটা…

    হ্যা আমি গেমটি ওভার করতে পেরেছিলাম। শেষে 1টা লেখা ওঠে Your quest has been over টাইপ কিছু।