সবার জন্য গেমস (একসময় যে গুলো আমরা গেমস এর দোকানে গিয়ে খেলতাম)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে ঈদের শুভেচ্ছা।

তানজিল ভাই এর সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 টিউনটি দেখে খুব অনুপ্রাণিত হয়ে আমিও কিছু গেম উপহার দিতে ইচ্ছে হলো আপনাদের। আপনারা নিম্নোক্ত ফোর শেয়ার্ড ফোল্ডার থেকে আপনাদের পছন্দ মতো বা সবগুলো গেম খেলতে পারবেন। দয়া করে তানজিল ভাইয়ের টিউন থেকে ইমিউলেটর টা ডাউনলোড করে পরে এখান থেকে আপনাদের পছন্দমতো গেমগুলো ডাউনলোড করে নিন।

তারপর তানজিল ভাইয়ের টিউন থেকে যে ইমিউলেটর টা ডাউনলোড করেছেন তা আনজিপ করে সেই ফোল্ডারে গিয়ে এখান থেকে যে গেম গুলো ডাউনলোড করেছেন তা roms ফোল্ডারে পেস্ট করে দিন।

গেমগুলো পেস্ট করার পর ekmamelite32en.exe ফাইলটি ওপেন করুন। তারপর ফাইল মেনুতে গিয়ে Audit all roms এ ক্লিক করুন।

অডিট শেষ হলে roms ফোল্ডারে রক্ষিত সব গেমের তালিকা ইমুলেটর দেখাবে।

আশা করি টিউনটি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষন্নতা এক নীরব ঘাতক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই লিঙ্কে সমস্যা হয়েছে,ঠিক করে দেন

ঠিক করে দিলাম।

    ভাই ঠিক হয় নাই লিঙ্কে ঢুকলে কোন ডাউনলোড লিঙ্ক আসেনা,লগিন পেজ আসে আর নিচের মেসেজ আসে

    Member Login
    Please log in to access your 4shared account

    সরি ভাই,পাইসি।অনেক ধন্যবাদ

    gta4 eflc এর crack ফাইল টির ডাওনলোড লিঙ্ক দিতে পারবেন ভাই
    তাহলে ভাই আমাকে একটু সাহায্য করেন

      gta4 eflc এর crack ফাইল টির ডাওনলোড লিঙ্ক দিতে পারবেন ভাই?
      তাহলে ভাই আমাকে একটু সাহায্য করেন

      REPLY

আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ শামীম রাহমান ভাই… 🙂

    টিউনটি আপনাদের ভালো লেগেছে এটা জেনেই আমি আনন্দিত।

Mostofa-র জন্য কোনগুলা ডাউনলোড করবো

    Mostofa গেমটি আপনার আলাদা করে ডাউনলোড করতে হবে না। একদম উপরে তানজিল ভাইয়ের টিউন থেকে ইমুলেটর টি ডাউনলোড করলেই আপনি মোস্তফা গেমটি পেয়ে যাবেন। আর যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে dinoh এবং dinou এই দুটো ফাইল ডাউনলোড করে নিন।

    Thanks, ভাই তানজিল ভাইয়েরটা আগেই নামিয়েছিলাম কিন্তু Process জানতাম না, তাই আপনাকে বিশেষ ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য. একটু সময় পার করা যায়.

চমৎকার এবং মারাত্মক উপকারী পোষ্টের জন্য ধন্যবাদ। আমার পিসি নষ্ট থাকায় স্ক্রিণশট দিয়ে ভালোমত সবাইকে হেল্প করতে পারিনি। আপনার পোষ্টের লিংক অ্যাড করে দেব আমার পোস্টে।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার টিউনটি দেখেই আমি অনুপ্রেরণা পেয়েছি।

Level 0

বেশ ভাল লেগেছে। dl দিয়েছি। আশা করি ভাল লাগবে। আপনার জন্য রইল শুভ কামনা।

Level 0

মোস্তফা গেমসটা নামানো গেছে।কিন্তু কি -বোর্ড দিয়ে খেলার টিপস বলে দিলে সুবিধা হত। আপনার ফাইলটা নামানো গেল না।একটু দেখবেন কি?

ভাই ডাউনলোড হয় না………………. প্রিমিয়াম account চায় ………….. কি করব ?

    @Rashed Kamal: কই, কোন সমস্যাই তো দেখছিনা। হুমম, একটা ব্যাপার, 4shared থেকে ডাউনলোড করতে হলে এখন থেকে আপনার নিজস্ব একাউন্ট থাকতে হবে। সুতরাং, একটা একাউন্ট খুলে নিন, আর ডাউনলোড করে উপোভোগ করুন গেমস গুলো। ধন্যবাদ।

Level 0

vaia, apnr download link bole ” This account has been banned due to breaking 4shared terms od use ” 🙁
emon ki krsilen ha ? 😉
notun link den plzzzzzzzzz

    @hridoy: সরি, অনেকদিন রিপ্লাইগুলো দেখা হয়নি। তাই উত্তর দিতে পারিনি। আপনি http://www.romnation.net বা http://www.rom-world.com থেকে খুব সহজেই MAME রমগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।