সবাইকে ঈদের শুভেচ্ছা।
তানজিল ভাই এর সবার জন্য উন্মুক্ত করলামঃ মোস্তফা গেম 20 টিউনটি দেখে খুব অনুপ্রাণিত হয়ে আমিও কিছু গেম উপহার দিতে ইচ্ছে হলো আপনাদের। আপনারা নিম্নোক্ত ফোর শেয়ার্ড ফোল্ডার থেকে আপনাদের পছন্দ মতো বা সবগুলো গেম খেলতে পারবেন। দয়া করে তানজিল ভাইয়ের টিউন থেকে ইমিউলেটর টা ডাউনলোড করে পরে এখান থেকে আপনাদের পছন্দমতো গেমগুলো ডাউনলোড করে নিন।
তারপর তানজিল ভাইয়ের টিউন থেকে যে ইমিউলেটর টা ডাউনলোড করেছেন তা আনজিপ করে সেই ফোল্ডারে গিয়ে এখান থেকে যে গেম গুলো ডাউনলোড করেছেন তা roms ফোল্ডারে পেস্ট করে দিন।
গেমগুলো পেস্ট করার পর ekmamelite32en.exe ফাইলটি ওপেন করুন। তারপর ফাইল মেনুতে গিয়ে Audit all roms এ ক্লিক করুন।
অডিট শেষ হলে roms ফোল্ডারে রক্ষিত সব গেমের তালিকা ইমুলেটর দেখাবে।
আশা করি টিউনটি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।
আমি শামীম রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষন্নতা এক নীরব ঘাতক।
ভাই লিঙ্কে সমস্যা হয়েছে,ঠিক করে দেন