গ্রাফিক্স দেখে মনে করেছিলাম বিদেশি কোনো কোম্পানি বানাচ্ছে। এদেশের পটভুমিতে।
ভালো করে পড়ে দেখলাম, বাংলাদেশিরাই নাকি বানাচ্ছেন।
তাও গেইমটি এক্সবক্স ৩৬০ও উইন্ডোজ সাপোর্ট করে।
এটি একটি স্টোরি লাইন ভিক্তিক রেসিং গেম যা নির্মানাধীন রয়েছে এবং এর নির্মাতা LAI MASSIVE।
টাইটেল মেনু |
গেমটির ডেভেলপমেন্ট শুরু হয় গত বছরের আগষ্ট মাসে এবং গেমটি এই মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও গেইমটির উন্নয়নের কাজের জন্য ডেভেলপার রিলিজ প্রায় ১ মাস পিছিয়ে দিয়েছিলেন।
গেমটির দাম রাখা হয়েছে মাত্র ২০০ টাকা।
২০১৫ সালের নববর্ষ!
নতুন বছরে বাংলাদেশে বেড়াতে আসে জেসন!
আর সে বাংলাদেশে এডভেঞ্চারের স্বাদ নিতেই ঘুরতে আসে...
কিন্তু তার সকল প্ল্যান উলোট পালোট হয়ে যায় . . . . .
স্টোরি সম্পর্কে শুধু এটুকুই বলা আছে।
গেমটিতে বাংলাদেশের রাজধানী ঢাকা, ফেনী এবং চট্টগ্রাম প্লট হিসেবে ব্যবহার করা হয়েছে।
গেমটিতে স্টোরির সাথে আমরা বিলাসবহুল গাড়ি নিয়ে রেসিং এবং ফ্রি রোমে ঘুরে বেড়াতে পারবো!
বাংলাদেশের গেমস হিসেবে গ্রাফিক্স চমৎকার। লিবারেশন ৭১ গেমটি দিয়ে বাংলাদেশের প্রথম অ্যাকশান গেইম গেইম এবং রিলস গেইমটির মাধ্যামে প্রথম বাংলাদেশী রেসিং গেম প্রকাশ পাবে।
গেমটির বেটা (BETA) সংস্করণে ফাস্ট পারসন ভিউ থাকলেও জানা গেছে পিট ক্যামেরা ভিউতে কিছু বাগ কারণে গেমটি থেকে এই ফিচারটি বাদ দিয়ে দেওয়া হয়েছে।
সর্বনিম্নে,
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার বাংলাদেশ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। গেমটা আসলে খেলবো