মোবাইল ডিভাইসে অনলাইন গেমসগুলো এখনকার যুগে ব্যাপক জনপ্রিয়! তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি অনলাইন গেম হচ্ছে Heroes Charge. এটি একটি অনলাইন RPG মাল্টিপ্লেয়ার গেম। তবে আজকের গেমস জোনে আমি কিন্তু গেমটির রিভিউ নিয়ে আসি নি, নিয়ে এসেছি গেমটির চিটকোড নিয়ে!!!
তবে আমি নিজেও নিশ্চিত নই এই পদ্ধতিকে চিটকোড বা হ্যাক কোনটা বলে আখ্যায়িত করা যায়, যেহেতু কিছু কোড টাইপ করে এই পদ্ধতি কাজ করে তাই আমি এই গুলোকে চিটকোড বলেই আখ্যায়িত করেছি।
এ জন্য আপনার দরকার হবে একটি রুটেড এন্ড্রয়েড ডিভাইস কিংবা জেলব্রোকেন আইফোন !
তো আসুন শুরু করি!!
এন্ড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মের জন্যই এই গেমটির Heroes Charge এবং Heroes Charge HD এই দুটি সংস্করণ রয়েছে। আর আমার এই পদ্ধতি এ দুটি গেমেই কাজ করবে।
এ জন্য আপনার দরকার হবে Game Hacker নামের একটি Hex এডিট সফটওয়্যার। সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। (নাম পরিবর্তন করে আপলোড দিয়েছি যাতে মিডিয়াফায়ার হতে ফাইলটি ডিলেট না হয়ে যায়)
লিংক:
http://www.mediafire.com/?oqudnca3n3domn5
> এপপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার এপপটি চালু করুন। রুট পারমিশন চাইবে, রুট পারমিশন দিন।
> এবার Heroes Charge HD কিংবা Heroes Charge গেমটি চালু করুন।
ঝুঁকিমুক্ত চিটকোডঃ
ঝুঁকিমুক্ত চিটকোড বলতে আমি এখানে এটাই বুঝিয়েছি যে, এই কোডগুলো ব্যবহার করলে আপনার গেম আইডি ব্যান হবে না। যেহেতু এটি একটি অনলাইন গেম এবং এই গেমের সকল তথ্য গেমটির ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে তাই নিচের এই চিটকোডগুলো শুধু মাত্র গেমটির সিঙ্গেল প্লেয়ার গেম মোড গুলোতে প্রয়োগ করা যাবে। যেমন Campaign, Trials, Time Rift এই কটি মোডে এই চিটকোডগুলো ব্যবহার করা যাবে। ভূলেও অন্যান্য মোড যেমন Crusade, Arean, Grand Area, Outland Portal ইত্যাদি মাল্টিপ্লেয়ার মোডে প্রয়োগ করতে যাবেন না।
এই চিটকোড এর সাহায্যে আমরা হিরোদের পাওয়ার বহুগুণে বাড়িয়ে নিতে পারি। আসো দেখাচ্ছি কিভাবে করবে।
ধাপসমূহঃ
game hacker এপপটি চালু করে তার পর গেমটি চালু করুন। এবার ডান দিকের অপশন ট্যাব থেকে Heroes আইকনে ক্লিক করুন।
এবার যে হিরোটির পাওয়ার বাড়াতে চাও তাকে নির্বাচন করো। আমি Admiral হিরোকে নির্বাচন করলাম।
> এবার নিচের Stats ট্যাবে ক্লিক করো।
এখানে তুমি Strength Growth, Intellect Growth এবং Agility Growth এই তিন অপশনকে হ্যাক করতে পারবে। কিভাবে??? আসে দেখাচ্ছি
এখানে লক্ষ্য করো, Admiral হিরোটির Strength Growth 3.3 দেখাচ্ছে। এটাকে হ্যাক করতে গেলে আগে থেকে অন করা game hacker এপপটি চালু করো।
> এবার game hacker এপপটি তে লিখতে হবে এই কোডটি ১০৭৪৪২৩৩৯৮
এবার সার্চ বাটন প্রেস করো।
> ২৪ কিংবা এর বেশি রেজাল্ট আসবে। Modify Now বাটনে প্রেস করো।
> Modify Selected Value to? ঘরে লিখো এই কোডটি ১০৯৫০০৩৪৮৬
> Modify বাটনে প্রেস করো। Modification Success ধাঁচের একটি বার্তা আসবে! কাজ হয়ে গেছে!
> এবার Hero Stats এ গিয়ে দেখো সব কিছু কত বেড়ে গেছে!!!! হাহাহাহাহা!
এবার ক্যাম্পেইন / টাইম রিফট / ট্রায়াল যেকোনো মোডে গিয়ে Admiral হিরো কে নিয়ে খেলো এবং যাদু দেখো!!
এই কোড পরিবর্তনের মাধ্যমে তুমি উক্ত হিরোটির পাওয়ার এবং হেলথ দুটোই বাড়িয়ে নিলে!! এবং এটি শুধুমাত্র গেমটির সিঙ্গেল প্লেয়ার মোডগুলোতে কাজ করবে।
এবার তুমি তোমার পছন্দের হিরোর পাওয়ার এভাবেই বাড়িয়ে নিতে পারো। নিচে পাওয়ার ভেদে কিছু কোড দিয়ে দেওয়া হলোঃ
ধরো তুমি তোমার যেকোনো একটি হিরোর পাওয়ার বাড়াতে চাও। ওই হিরো Stats ট্যাবে গিয়ে প্রথমে লক্ষ্য করবে যে বর্তমান পাওয়ার পয়েন্টটি উপরের পয়েন্টগুলো সাথে মিলে কিনা। যেমন ধরো তুমি যদি একটি হিরোর পাওয়ার বাড়াতে চাও আর তার Stats ট্যাবে গিয়ে দেখলে যে ওই হিরোটির পাওয়ার রয়েছে 4.95 তাহলে game hacker এপপটিতে প্রথমে যে কোডটি দিয়ে সার্চ করবে সেটি হলো 1075039436 আর সেটিকে ১০৯৫০০৩৪৮৬ এই কোডটির সাথে মোডিফাই করে নিবে ব্যাস!!
আশা করি বুঝাতে পেরেছি।
এই কোডগুলো ব্যবহার করে তুমি একাধিক হিরো পাওয়ার বাড়িয়ে নিতে পারো এবং গেমটি সিঙ্গেল প্লেয়ার মোডগুলো খুব সহজেই খেলতে পারো আর এটার মাধ্যমে তুমি আইটেম, সোল ডাইমন্ড ইত্যাদি সংগ্রহ করে তোমার টিম এর এক্সপেরিয়েন্স বাড়াতে পারো এবং আরো অনেক সুবিধা ভোগ করতে পারবে!!
পার্শ্ব-প্রতিক্রিয়া সমূহঃ
> এই পদ্ধতিতে Campaign মোডে খেলার সময় কিছু কিছু শত্রুর কাছেও তোমার মতো পাওয়ার এসে যাবে। কারণ ওই সব লেভেলগুলোতে গেমটি আগে থেকেই স্ক্রিপ্টেড করে রেখেছে। তাই গেমটি রিসেট করে নিতে হবে এই সব লেভেলগুলোতে আসার সময়।
> এই পদ্ধতি এক বার প্রয়োগ করার পর গেমটি বন্ধ করে দিলে এই সব কোডগুলোর ইফেক্ট বন্ধ হয়ে যাবে। আর এ জন্যই পরের বার গেমটি চালু করার সময় আবারো কোডগুলো প্রতিস্থাপন করতে হবে।
> আগেই বলেছি, এটি একটি অনলাইন গেম তাই এর সকল তথ্য এর ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে। তবে এই কোডগুলো যেহেতু একবার গেম বন্ধ করলেই মুছে যায় তাই এটি ব্যবহার করাতে ঝুঁকি তেমন থাকে না।
আইওএস ডিভাইসগুলোর জন্যঃ
আইওএস ডিভাইসগুলোতে একই পদ্ধতিতে কোডগুলো প্রতিস্থাপন করে নেওয়া যায়। শুধুমাত্র তোমার কাছে থাকতে হবে জেলব্রোকেন আইওএস ডিভাইস। এবার শুধুমাত্র তোমাকে Cydia থেকে Game Player নামক একটি এপপ ডাউনলোড করে নিতে হবে। Game Player এপপটি এন্ড্রয়েড এর Game hacker এর মতোই একটি Hex এডিট এপপ।
তাই আইওএস এর জন্য আলাদা করে ধাপগুলো দেখালাম না। তবে যেকোনো সমস্যার জন্য আপনি টিউমেন্টে জানাতে পারেন।
উপরের দেখানো পদ্ধতির চেয়ে আরো দুটি পদ্ধতি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তবে এই দুটি পদ্ধতি ঝুঁকিপূর্ণ এবং এগুলো ব্যবহার করলে আপনার গেম আইডি ব্যান হয়ে যেতে পারে।
১ম চিটঃ
নিচের ভিডিওটি আগে দেখুনঃ
https://www.youtube.com/watch?v=jdbeYXvAUq0
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে প্রতি ব্যাটল এ সবগুলো হিরোদের পাওয়ার বার ফিলআপ করা হচ্ছে Hex এটিড এপপ Game Hacker দিয়ে। এই পদ্ধতিতে আপনি সিঙ্গেল প্লেয়ার ছাড়াও গেমটির মাল্টিপ্লেয়ার মোডগুলোতেও প্রয়োগ করতে পারবেন তবে আপনার বিরুদ্ধে কেউ রির্পোট করে দিলে আইডি ব্যান!! তাই এই সমস্ত চিটগুলো অন্যান্য ফেইক আইডিতে প্রয়োগ করতে পারেন মজা নেবার জন্য!!
কিভাবে করবেন? :
> যেকোনো একটি ফাইটে জয়েন করুন। আপনার হিরোদের আল্টিমেট ফিল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার গেমটি Pause করে game hacker এপপটি চালু করে এই কোডটি সার্চ করুন 1083129856। ২০০/৩০০ টির মতো রেজাল্ট পাবেন। এরপর game hacker এপপটি মিনিমাইজ করে গেমটি unpause করুন। হিরোদের আল্টিমেইট পাওয়ার ইউজ করুন। এবার দ্রুত আবারো গেমটি Pause করুন। game hacker এপপটি চালু করে ডান পাশের খালি বক্সে লিখুন 0 এবং আবারো সার্চ করুন। এবার ২৩/২৬ টা রেজাল্ট পাবেন। এবার রেজাল্ট গুলো এই কোডটি দিয়ে প্রতিস্থাপন করে নিন 1083129856, এবার game hacker এপপটি মিনিমাইজ করে গেমটি আবারো unpause করুন এবং দেখুন যাদু!! আপনার হিরোদের আল্টিমেইট পাওয়ার বার নিজে নিজেই পুণরায় ফিলআপ হয়ে গেছে!!
উপরের পদ্ধতিটি যদি আপনি বুঝে থাকেন তাহলে এবার আপনার জন্য আমি নিয়ে এলাম গেমটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি হ্যাক।
নিচের ভিডিওটি মন দিয়ে দেখুনঃ
https://www.youtube.com/watch?v=aO0azqviL4U
কি দেখলেন!! আনলিমিটেড কয়েন, আনলিমিটেড স্ট্যামিনা এবং আনলিমিটেড ডায়মন্ড করে নিলাম!! হাহাহাহা! তবে এটি কখনোই আপনার অরিজিনাল আইডিতে ট্রাইও করতে যাবেন না।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শেষ করছি। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
vaia onek din por game niye tmar vlo post pelam tnx vaia tmar fb id dewa jabe ba fb page jdi jai link diyen and tnx again