Clash of Clans গেমটিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকেই অনেকভাবে ট্রাই করে। চ্যাম্পিয়ন হওয়া সহজ নয় যাদের হ্রাস ভিলেজ রয়েছে। কারণ গেমটি খেকে অফলাইন এ চলে গেলেই আপনার এনিমি আপনার ভিলেজে রেইড দিয়ে পয়েন্ট মাইনাস করে দেয় অথচ সারাদিন অনলাইনে থাকাও সম্ভব নয়। অথচ চ্যাম্পিয়ন না হলে মন খুত খুত করে।
কারণ এতো কষ্ট করে শেষ এ চ্যাম্পিয়ন হতে না পারলে একটু কষ্ট তো লাগবেই।
আর এ জন্যই আমি একটি পদ্ধতি অনুসরণ করে অসাধ্য কাজটি সাধ্য করলাম মাত্র একদিনে। তাই যাদের হ্রাস ব্যাজ আছে অথবা টাউন হল ৩ কিংবা ৪ যাদের আছে তারাও আমার পদ্ধতি অনুসরণ করে এখন চ্যাম্পিয়ন হতে পারবে।
তো যাই হোক সহজ এক পদ্ধতি অনুসরণ করি এবং চ্যাম্পিয়ন হই।
এবার আসল কথায় আসি কিভাবে কি করবো আসুন দেখি।
আসুন আমার পিছে। 😆
Clash of Clans গেমটিতে champion হয়ে ২০০০ জেমস এর জন্য ট্রিকসটি ব্যবহার করতে পারেন এবং এচিভমেন্ট কম্পিলিট করে ভাব নিতে পারেন বন্ধুদের সাথে।
তো সহজে চ্যাম্পিয়ন হতে হলে প্রথমে আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে এবং এক্সমুড ইন্সটল করা থাকতে হবে।
এক্সমুড ইন্সটল করার পর সেখান থেকে গেম এ গিয়ে এক্সমুড সেটিংস থেকে কিভাবে কাজ গুলো করতে হবে। এক্সমুডের যে নতুন ভার্সন এবং মুড এসেছে সেটি ব্যবহার করে দেখতে পারেন। আমি ব্যবহার করেছি আগের ভার্সনটি।
ইউটউবে দেখুন:
https://www.youtube.com/watch?v=L2GICOJW-s8
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
xuimod এর লিংকটা দিলে ভালো হতো