Clash of Clans পাগলারা আসুন দেখি কিভাবে ১ দিনে Champion হওয়া যায়!!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

Clash of Clans গেমটিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকেই অনেকভাবে ট্রাই করে। চ্যাম্পিয়ন হওয়া  সহজ নয় যাদের হ্রাস ভিলেজ রয়েছে। কারণ গেমটি খেকে অফলাইন এ চলে গেলেই আপনার এনিমি আপনার ভিলেজে রেইড দিয়ে পয়েন্ট মাইনাস করে দেয় অথচ সারাদিন অনলাইনে থাকাও সম্ভব নয়। অথচ চ্যাম্পিয়ন না হলে মন খুত খুত করে।

কারণ এতো কষ্ট করে শেষ এ চ্যাম্পিয়ন হতে না পারলে একটু কষ্ট তো লাগবেই।

আর এ জন্যই আমি একটি পদ্ধতি অনুসরণ করে অসাধ্য কাজটি সাধ্য করলাম মাত্র একদিনে। তাই যাদের হ্রাস ব্যাজ আছে অথবা টাউন হল ৩ কিংবা ৪ যাদের আছে তারাও আমার পদ্ধতি অনুসরণ করে এখন চ্যাম্পিয়ন হতে পারবে।

তো যাই হোক সহজ এক পদ্ধতি অনুসরণ করি এবং চ্যাম্পিয়ন হই।

এবার আসল কথায় আসি কিভাবে কি করবো আসুন দেখি।

আসুন আমার পিছে। 😆

Clash of Clans গেমটিতে champion হয়ে ২০০০ জেমস এর জন্য ট্রিকসটি ব্যবহার করতে পারেন এবং এচিভমেন্ট কম্পিলিট করে ভাব নিতে পারেন বন্ধুদের সাথে।

তো সহজে চ্যাম্পিয়ন হতে হলে প্রথমে আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে এবং এক্সমুড ইন্সটল করা থাকতে হবে।

এক্সমুড ইন্সটল করার পর সেখান থেকে গেম এ গিয়ে এক্সমুড সেটিংস থেকে কিভাবে কাজ গুলো করতে হবে। এক্সমুডের যে নতুন ভার্সন এবং মুড এসেছে সেটি ব্যবহার করে দেখতে পারেন। আমি ব্যবহার করেছি আগের ভার্সনটি।

 

ইউটউবে দেখুন:

https://www.youtube.com/watch?v=L2GICOJW-s8

 

 এক্সমুড ডাউনলোড করতে হলে এই লিঙ্কে যান:
 তবে ফোনটি রুট থাকতে হবে এক্সমুড ডাউনলোড করে ইন্সটল দিয়ে পুরো ফিচারটি এনেবেল করুন মুড ডাউনলোড দিয়ে। আর কোন সমস্যা হলে আওয়াজ দিয়েন।
অনেকেই সন্দহ করছে যে আসলে এভাবে চ্যাম্পিয়ন হওয়া যায় নাকি যাদের এখোনো সন্দেহ আছে তারা নিচের  স্কিনশর্ট গুলো দেখতে পারেন আমি হ্রাস ব্যাস নিয়ে এভাবেই চ্যাম্পিয়ন  হয়েছি।
 

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

xuimod এর লিংকটা দিলে ভালো হতো

google এ লিখে সার্চ দেন।

eita ki hoilo vai !! youtube e viewers baranor new style !!!!

    এইটা আপনে বুঝবেন না যারা গেমটি খেলে তারা বুঝবে ট্রিকসটি।

পুরোটা লিখে দিলে আরো ভাল হত,

    ঠিক আছে পুরোটা দেওয়ার চেষ্টা করছি আপডেট করে দিবো।

ভিডিওটা ভাল হয় নি, বাংলায় ভয়েস রেকড করলে ভাল কারন ইংরেজি ঠিকমত বোঝা যাচ্ছে না।

ভিডিও টিউটোরিয়ালটা বেশী ভাল হয়নি।

    এরপর আরো ভাল করার চেষ্টা করবো ধন্যবাদ মন্তব্যের জন্য।

এম্নে টিউন করে নাকি ভাই? ডিটেইলস বলবেন। ইউটিউবের লিঙ্ক দিয়া নাই হয়ে গেলে কেম্নে হবে?

    আসলে এতো রেসপন্স পাবো ভাবিনি তাই কোনরকম দিয়ে দিয়েছিলাম আপডেট করে দিচ্ছি ডিটেলশ দিয়ে। ধন্যবাদ।

পুরাই ভুয়া টিউন ছয় মাস হলো এক্সমোড ইউজ করতেছি…চ্যাম্পিয়ন এ যেতে পারলাম না..নতুন ফিচার আসার পরও সর্বোচ্চ ক্রিস্টালে এ আসতে পারছি এক্স মোড এর হেল্প নিয়ে..শুধু শুধু টেকটিউন এর পরিবেশ নষ্ট..

    ভুয়া হলে আমি চ্যাম্পিয়ন হলাম কিভাবে উপরে দেখুন টাউনহল ৯ এবং হ্রাস ব্যাস নিয়ে চ্যাম্পিয়ন এচিভমেন্ট ক্লিয়ার।

এসব আজাইরা টিউন করবেন না। দুই লাইনের টিউন করে পোস্ট লিখবেন না। পাবলিকদের যদি বোঝাতেই না পারেন তাইলে আপনার টিউন করে কি লাভ হলো? ভিডিও টিউটরিয়াল তো ভালো হয়ই নি অযথা হয়রানি।

    লিঙ্ক আপডেট করে দিয়েছি এরপরও কারো বুঝতে সমস্যা হলে জানাবেন, ধন্যবাদ।

এই গেমটা এখন ও বোঝলাম না! 🙁

lvl 6 ballon, lvl5 hog, lvl10 king queen thakle champion e jete xmode lage??

koi vai? amr to hossa na.xmod taka launch dila soja COC open hoya jay.r kisso to asa na

ভাই দেখি আস্ত রাশার।।।আর Xmod ইউস করলে coc এর আসল মজা পাবেন তো???