Gta San Andreas খেলুন অনলাইনে !

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামুআলাইকুম।
এটা আমার Techtunes এ প্রথম টিউন।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমরা সবাই কম বেশি Rockstar Games এর Gta San andreas গেইমটির সাথে পরিচিত।যারা আগে খেলেছেন অলাইনে তারাও দেখেন,যারা খেলেননি তারা ভালো মত দেখেন  😀

প্রথমত আপনার লাগবে সাধারন একটা Gta San andreas গেইম। তারপর লাগবে samp-san andreas multiplayer । এটাই হলো আসল জিনিস। ডাউনলোড লিন্ক
এটাতে আপনি san andreas এর ইনস্টল করা যায়গা টি সিলেক্ট করুন।তারপর স্ক্রিনসটের মত samp.exe file টি তে ডাবল ক্লিক করুন 
তারপর সফ্টওয়্যার টা চালু হবার পর লাল দাগ দেয়া যায়গা ক্লিক করুন

তারপর ছবির মত এই ফাকা যায়গা টি তে 167.114.169.6:7777 লিখুন।তারপর ok তে চাপ দিন।
তো এখানে বিভিন্ন সার্ভার রয়েছে,তো এই frc freerom city আমার খেলা সবচেয়ে ভালো সার্ভার।আর এখানে খেললে আমাকে পাবেন 😀

তারপর লাল মার্ক করা যায়গায় ডাবল ক্লিক করবেন।
আর কোনো সমস্যা হলে আমি তো আছিই 😀 তারপর খেলুন,আর গেইম এর মধ্যে কিছু লাগলেও আমি আছি।আমার নাম এখানে "Roy180" আমাকে দেখলে গেইম এর ভিতরে ম্যাসেজ দিয়েন।ম্যাসেজ দিতে হলে "T"/"~" তে চাপ দিবেন।তারপর আপনার নাম চাবে সেটা দিবেন তারপর খেলা শুরু।এখানে অনেক কিছু এক্সট্রা জিনিস আছে,stunt,deathmatch,fun সহ বিভিন্ন রকমের জিনিস পাবেন।আর কোনো command দিতে হলে তা ও শিখিয়ে দিচ্ছি।"T" তে চাপ দিয়ে /v লিখে enter চাপলে গাড়ির আনার অপশন পাবেন। /w দিলে অস্ত্র পাবেন।আর বিশেষ কথা এই যে আপনি চিট কোড ব্যবহার করতে পারবেন না ।কারন করার পর এডমিন জানলে ব্যান! অবশ্য দরকার ও লাগে না।আরো কিছু জানতে চাইলে কমেন্ট করুন।আর যাদের টেকটিউনস এ একাউন্ট নাই তারা ফেইসবুক এ যোগাযোগ করুন: Aman

Level 0

আমি আমান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

link কাজ করে না।

এখন দেখুন