রিক্সা চালাবেন ? কিন্তু কোন ভাড়া পাবেন না, যারা যারা চান এদিকে আসেন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

কেমন আছেন সবাই? অনেক গরম পড়ছে, কেউ কি ভাড়া ছাড়া রিক্সা চালাবে? শিরোনাম দেখে বুঝে গেছেন কোথায় রিক্সা চালাবেন, আজকে একটা মজার গেম নিয়ে আসলাম ।এটা ২ডি গেম।এই গেম খেলা শুরু করলে খেলা না শেষ হওয়া পরযন্ত শান্তি নাই,আপনার গেম লেভেল পার হইতে ইচ্ছা করবে, লেভেল পার হইতে না পারলে রাগ উঠবে ,গেম টা হল একটা লাল রাস্তার উপর দিয়া রিক্সা চালাইতে হবে, উচা নিচা ,গোল রাস্তা মানে আপ্নে রোলার কোস্টার গেম খেলছেন না ?অইরকম সাবধানে চালাইতে হবে, এক সময় আপনার গন্তব্যে পওছবেন।রিক্সাওয়ালা যেভাবে প্যাডেল ঘুরায় ঠিক অইভাবেই গেমেও দেখবেন, এই রিক্সা চালাইতে গেলে আপনার কোন সময় হাসবেন আবার রাগও লাগবে,মাঝে মাঝে দেখবেন রিক্সার সামনের চাকা উপরে উঠে গেছে কিন্তু রিকসা থেমে নাই, এটার অনেকগুলা পর্ব আছে, কিভাবে গেম খেলবেন ছবিতে দেখায় দিছি।

এই গেম এর তথ্য

গ্রাফিক্স সুন্দর
লো এবং হাই রেসুলেশন ডিভাইস এর জন্য (ট্যাব এও খেলা যাবে)
এনিমেশন অনেক ভাল।
একটা প্রব্লেম গেমের exit অপশন খুজে পেলাম না, মোবাইলের হোম বুতাম চেপে বের হয়ে আসতে পারছি।
গেম সাইজ ২০ এম বি,ডাউনলোড এইখানে

গেমের কিছু স্ক্রীন শট দেখেন

যদি প্যাডেল চেপেই রাখেন রিক্সা উচা রাস্তা দিয়া যাওয়ার সময় আকাশে উইড়া কয়েক টা ডিগবাজি খাবে,তাই ধীরে খেলেন

 দেখেন  রিক্সা কই বসে আছে

আজকে এই পজন্তই ,ভাল থাকবেন।
ধন্যবাদ

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস