Subway Surfers Game এ নিয়ে নিন আনলিমিটেড কয়েন by Cheat Engine

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ad_idzone = "1656664";
ad_width = "300";
ad_height = "600";

আসসালামুয়ালাইকুম টেকি ভাই ও বোনেরা আমরা সাবওয়ে সারফার্স গেম খেলি নাই এমন মানুষ খুব কমই আছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ইউসারদের জন্য এ গেমটি যেন একটি কমন গেম। কিন্তু আজকে আমি অ্যান্ড্রয়েড এর নয় বরং পিসির গেমটি নিয়ে আলোচনা করব। আমি এখন পিসিতে কিভাবে Cheat Engine ব্যবহার করে Subway Surfers Game এ আনলিমিটেড কয়েন নেয়া যায় তা ধারাবাহিক ভাবে দেখাব।

১। প্রথমে Subway Surfers Game টি ওপেন করুন।

২। তারপর Play! তে ক্লিক করুন। এবার মূল গেম আসবে।

৩। এবার Cheat Engine ওপেন করুন।

৪। এখন Subway Surfers সিলেক্ট করুন।

৫। আগে দেখে দিন, এখন কয়েন ০।

৬। এখন Cheat Engine এ Value প্রবেশ করান।

৭। তারপর এরকম চিত্র আসবে।

 

৮। এখন কিছু কয়েন কালেক্ট করুন।

৯। কিছুক্ষণ গেম খেলে তারপর আউট হয়ে যান।

১০। এখন কিছু কয়েন জমা হল।

১১। তারপর আবার Cheat Engine এ নতুন Value প্রবেশ করান। 

১২। Next Scan এ ক্লিক করুন। তারপর নিম্নরূপ আসবে।

১৩। এরপর আবার কিছুক্ষণ গেম খেলুন। গেম খেলার পরে Cheat Engine এ আবার নজর দিন। 

১৪। এবার হচ্ছে আসল কাজের পালা। এখন তাহলে ছবির দিকে নজর দিন।

১৫। এবার Cheat Engine এর নিচের দিকে লক্ষ্য করেন।

১৬। এবার ইচ্ছামত Value দিয়ে দেন। যত Value দিবেন তত কয়েন পাবেন।

১৭। এবার আবার কিছুক্ষণ গেম খেলে আউট হয়ে যান।

১৮। এবার হাঁ করে তাকিয়ে থাকেন।

টিউনটি কষ্ট করে দেখা ও পড়ার জন্য ধন্যবাদ। পরিশেষে একটাই কথা বলতে চাই, নিজেও ভাল থাকবেন এবং অন্যকেও ভাল রাখবেন। টিউনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমার ওয়েবসাইটটি আপনারা ইচ্ছা করলে একটিবারের জন্য হলেও ভিজিট করতে পারেন। ভুলত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝতে কোন অসুবিধা হলে আমি তো ইনশা আল্লাহ আছিই।

ফেসবুকে আমি    ইউটিউবে আমি     টুইটারে আমি

Level 0

আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bai Cheat Engine ! downlode link koy?

না ভাই একদম সময় পাইনা গেম খেলেতে