এবার খেলুন নতুন ফিফা ১১

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ফিফা ১০ এর পর এল ফিফা ১১!ফিফা ১০ থেকে ফিফা ১১ এর গেমপ্লে আর উন্নত করা হয়েছে।আসুন জেনে নেয়া যাক ফিফা ১১ এর Feature গুলো।

১মেয়ই আসি পাসের ব্যাপারে

ফিফা ১০ এ একজন কে পাস মারলে সে ধরতে সময় নিত,এবং অনেক ভাবনা-চিন্তার পর,বল ধরত!কিন্তু ফিফা ১১ তে পাস এর ব্যাপারে খেলোয়াড়দের আর উন্নত করা হয়েছে।পাসের ব্যাপারে তাদের কৃত্রিম Intelligent বাড়ান হয়েছে!

এবার গোলকিপার এর ব্যাপারে;

ফিফা ১০ এর থেকে ফিফা ১১ এর গোলকিপার উন্নত করা হএছে।এখানে গোল দিতে হলে অনেক ভেবে দিতে হবে!গোলকিপার এর বুদ্ধি আরও বাড়ান হয়েছে!

তাই গোল দেয়ার সময় অনেক বুদ্ধি করে দিতে হবে।

আরেকটি কথা আপনি গোলকিপার হিসেবেও খেলতে পারবেন!

ফিফা ১০ থেকে ফিফা ১১ এর গ্রাফিক্স সম্পূর্ণ ভিন্ন!আরও উন্নত করা হয়েছে!

কাকা,মেসির ছবি দেখুন!

এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করুন।Click Here

Optional কথাঃ-

এখানে ভিসিট করুন ডাইরেক্ট গেম ডাউনলোড এর জন্য Click here

আপনি এখানে গেমের জন্য আবেদন করতে পারবেন! 😉

আপনি এই ওয়েব সাইটটিতে যোগদান করলে খুশি হব! 🙂

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রেজিস্টার করতে গেছিলাম, কিন্তু ক্যাপচার ব্যাপারটা কিছুতেই ঠিক করতে পারলাম না। এটা কিভাবে দিতে হয়?

    কিছু ছবি দেয়া আছে।ছবিগুলু উলটাপালটা দেয়া আছে।ছবিগলু ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করতে হবে!

আপনি যদিও আপনার সাইটের প্রচারের জন্য টিউনটা করেছেন তবুও আপনার সিস্টেমটা আমার পছন্দ হয়েছে। বিজ্ঞাপন করলে এভাবেই করা উচিত যাতে কেউ বিরক্ত না হয়। একটা সাইট খোলা হয় ভিজিটরের জন্য। ভিজিটর পাওয়ার মাধ্যম হল প্রচার। প্রচারের বেশিরভাগ মাধ্যমই বিরক্তিকর। মানুষকে বিরক্ত না করে প্রচার করা গেলে সেটা একটা সফলতা। সে দিক দিয়ে আপনি সফল কারন আপনি একটি লেটেস্ট গেম উপহার করার পাশাপাশি সাইটের প্রচার করেছেন। যদিও আমি কয়েকদিন আগেই গেমটি কিনে এনেছি তার পরও আপনাকে সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ। সবচেয়ে বড় কথা আপনি ২-৪ লাইনে টিউন শেষ করেননি। প্রচারণামূলক টিউন সাধারণত খুব ছোট হয়।

Level 0

ভাই আমার একটা আবদার রাখলে বলব (একটা গেম চাই আরকি)।

ভাইয়া খেলতে পিসির কিকি প্রয়োজন তাতো বললেন না।

ডাউনলোডের জন্য আপনার দেয়া লিঙ্কে গিয়ে কোথায় যেতে হবে কিছুই তো বুঝতে পারছিনা ।

    নিচেতো ডাউনলোড লিংক দেয়া আছে।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

    আমার দেয়া লিংকে গিয়ে ডাউনলোড লিংকটি IDM এ দিয়ে দিন এবং ডাউনলোড করুন । thanks