প্রফেশনাল ভাবে গেইম বানাতে চান কিন্তু বুঝতে পারছেন কীভাবে এবং কোথায় থেকে শুরু করবেন? তাহলে এই টিউনটি শুধুই আপনার জন্য ৫টি টুলসের সাহায্যে খুব সহজেই তৈরী করুন অসাধারন সব গেইমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আমাদের চারপাশে এরকম অনেক ব্যতিক্রমী মানুষ আছে যারা সব সময় একধাপ এগিয়ে চিন্তা করে। আপনি যখন মুগ্ধ হয়ে কোন কিছু দেখছেন তখন হয়তো সে চিন্তা করছে কাজটা কীভাবে করা হলো। যেমন ছোটবেলা থেকেই গেইম জিনিসটার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। মোবাইল গেইম কিংবা পিসি কোন না কোনটার সাথে আমরা সবাই পরিচিত।

গেইম খেলতে গিয়ে রাতকে দিন এবং দিনকে রাত করে দিয়েছেন অনেকেই। কিন্তু তাদের মাঝে শতকরা ১ ভাগ হলেও কিছু মানুষ আছে যারা গেইম খেলতে খেলতে নিজের অজান্তেই গেইম তৈরীর চিন্তা মনে লালন করে ফেলেছেন। কিন্তু সঠিক দিক নির্দেশনা এবং উপযুক্ত উপকরণের অভাবে তাদের এই সুপ্ত বাসনাকে পূর্ণতা দেওয়া সম্ভব হয়নি।

আপনাদের যাদের মনে এরকম সুপ্ত বাসনা আছে তাদের এই সুপ্ত বাসনাকে জাগ্রত করার জন্যই আমার আজকের টিউন। আমি কিছুদিন আগে কম্পিউটারে খুব সহজেই গেইম তৈরীর উপায় নিয়ে একটি টিউন করেছিলাম। কিন্তু সেটা ছিলো প্রাথমিক লেভেলে যারা আছেন তাদের জন্য। আজ আমি দেখাবো কীভাবে আপনি প্রফেশনালভাবে হাই কোয়ালিটি গেইম তৈরী করতে পারবেন।

গেইম তৈরী করার জন্য বিশ্বসেরা গেইম ডেভেলপারদের প্রশ্ন করা হয়েছিলো যে তারা তাদের নিজস্ব গেইম তৈরীর জন্য কোন টুলসগুলো ব্যবহার করে। তাদের দেওয়া তথ্য মতে সেরা ৫টি টুলস নিয়ে আমার আজকের আয়োজন। মজার ব্যাপার হলো আপনার কাজকে সহজ এবং আনন্দময় করার জন্য প্রত্যেকটা টুলসের সাথে সাথে অসংখ্য ভিডিও টিউটরিয়াল, প্রজেক্ট ফাইল থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু পাবেন।

কোন টুলস থেকে শুরু করবেন সেটা ভাবতে যাতে সমস্যা না হয় সে জন্য আমি সহজ থেকে কঠিনের দিকে আমার যাত্রা শুরু করলাম। আশা করি এটা আপনার মনে গেইম তৈরীর ব্যাপারে সঠিক আইডিয়া জেনারেইট করতে সহযোগিতা করবে।

Twine (গেইম তৈরীর সবচেয়ে সহজ অ্যাপ্লিকেশন)

Twine হলো একটি ওপেন সোর্স গেইম মেকিং টুলস। শুধুমাত্র টেক্সট ভিত্তিক গেইম হওয়াতে ব্যবহার পদ্ধতি খুবই সহজ। আপনি এর সাহায্যে এডভেঞ্চার টাইপ গেইম তৈরী করতে পারবেন। যার সাহায্যে কোন গেইমার খুব সহজে টেক্সট পড়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছে অ্যাওয়ার্ড পেতে পারে। গেইমটিকে দৃষ্টিনন্দন করার জন্য আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ইমেজ এবং কিছু ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেমন CSS, JavaScript ইত্যাদি।

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে আপনার জন্য দুটো অপশন আছে। প্রথম অপশন হলো পিসিতে Twine সফটওয়্যারটি ইনস্টল করে ব্যবহার করা আর দ্বিতীয়টি হলো অনলাইনে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা। আপনার পছন্দ যেটাই থাক, এখানে ক্লিক করে অফিশিয়াল ডাউনলোড বা ব্যবহার অপশন দেখে নিন।

Scratch (শিক্ষামূলক গেইম তৈরীর পথিকৃত)

যারা শিক্ষামূলক গেইম তৈরীতে আগ্রহী তাদের জন্য Scratch খুব জনপ্রিয় একটি একটি মাল্টিমিডিয়া টুলস এবং গেইমিং প্লাটফর্ম। বিশেষ করে বাচ্চাদের জন্য গেইম তৈরীতে এই অ্যাপ্লিকেশনটি খুব গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। আপনি এর সাহায্যে বিনামূল্যে বর্ণাঢ্য সব গেইম তৈরী করতে পারবেন। যার সাথে যুক্ত করতে পারবেন নিজের প্রতিকৃতি, সাউন্ড এবং অনেক কিছু। সব মিলিয়ে অ্যাপ্লিকেশনটি গেইমারদের জন্য অনেক ভালো মানের একটি সহযোগি হবে বলে আশা করা যায়।

গেইম তৈরীর প্রজেক্ট ফাইল, প্রয়োজনীয় টিউটরিয়াল সহ সব কিছু পাবেন অ্যাপ্লিকেশনটির অফিশিয়াল সাইটে। তাহলে দেরি না করে এখানে ক্লিক করে এখনি ঘুরে আসুন অনলাইন এবং অফলাইন সুবিধাযুক্ত অ্যাপ্লিকেশনটির স্টোর হাউজ থেকে।

GameSalad (জনপ্রিয় গেইমিং প্রজেক্ট)

GameSalad মুলত একটি জনপ্রিয় গেইমিং প্রজেক্ট প্লাটফর্ম যা আপনাকে সুন্দর সুন্দর গেইম তৈরী করে সেটাকে বিভিন্ন প্লাটফর্মে ফ্রিতে পাবলিশ করার সুযোগ করে দিবে। এই প্লাটফর্মের বেসিক টুলসটি সম্পূর্ণ ফ্রি হলেও হাই কোয়ালিটি গেইম তৈরী করার জন্য যে ফুল ফিচারগুলো লাগবে সেগুলোর জন্য আপনার একটা প্রফেশনাল একাউন্ট থাকতে হবে। অ্যাপ্লিকেশনটির সবচেয়ে মারদাঙ্গা সুবিধাটি হলো এর কমিউনিটিতে সারা বিশ্বের প্রায় ৭ লক্ষ ডেভেলপার যুক্ত আছে যারা প্রায় ২ লাখের উপর গেইম তৈরী করেছেন। শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ করেই বেসিক কাজ করতে পারলেও জটিল কিছু করার জন্য একটু জটিল পরিশ্রমতো লাগবেই, তাইনা?

ডাউনলোড, বিশেষ ফিচার, ব্যবহার পদ্ধতি, টিউটরিয়াল সহ সব তথ্যের জন্য সফটওয়্যারটির অফিশিয়াল সাইট ভিজিট করতে পারেন। সফটওয়্যারটির অফিশিয়াল সাইটের জন্য এখানে ক্লিক করুন

GameMaker: Studio (প্রয়োজনের চাইতে বেশি কিছু)

GameMaker: Studio এডভান্স গেইম ডেভেলপমেন্টের জন্য এক অসাধারন সফটওয়্যার। আপনি শুধুমাত্র ড্রাগ এণ্ড ড্রপ, কিছু স্ক্রিপটিং ল্যাংগুয়েজ এবং আর একটু পরিশ্রম করে খুব সহজেই দৃষ্টিনন্দন গেইম তৈরী করতে পারবেন। সফটওয়্যারটির ফুল ফিচার পাওয়া যাবে এর প্রো ভার্সনে। সফটওয়্যারটিতে প্রাথমিক ভাবে 2D গ্রাফিক্স থাকলেও আপনি কিছু সীমাবদ্ধতা সাপেক্ষে 3D গ্রাফিক্স সুবিধা পাবেন।

ডাউনলোড, বিশেষ ফিচার, ব্যবহার পদ্ধতি, টিউটরিয়াল সহ সব তথ্যের জন্য সফটওয়্যারটির অফিশিয়াল সাইট ভিজিট করতে পারেন। সফটওয়্যারটির অফিশিয়াল সাইটের জন্য এখানে ক্লিক করুন। এছাড়াও সফটওয়্যারটির ফুলভার্সন ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন

Unity (একতাই বল – গেইম ডেভেলপারদের জন্য তো অবশ্যই)

Unity প্লাটফর্মে গেইম তৈরী করতে হলে আপনাকে সামান্য প্রোগ্রামিং বিষয়ক ধারনা থাকতে হবে। তবে বেশি কিছু না, আপনি যদি সি-শার্প (C#) কিংবা জাভাস্ক্রিপ্ট (JavaScript) বিষয়ে জানেন তাহলে খুব সহজেই চমৎকার গেইম তৈরী করতে পারবেন। এর রয়েছে বিশাল এক কমিউনিটি যা আপনাকে সদা সাহায্য করতে প্রস্তুত। আশা করি আপনার প্রচেষ্টা একদিন সফল হবেই।

ডাউনলোড, বিশেষ ফিচার, ব্যবহার পদ্ধতি, টিউটরিয়াল সহ সব তথ্যের জন্য সফটওয়্যারটির অফিশিয়াল সাইট ভিজিট করতে পারেন। সফটওয়্যারটির অফিশিয়াল সাইটের জন্য এখানে ক্লিক করুন

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ইচ্ছা টা অনেক দিনের । বেশ কিছু সফট দিয়ে চেষ্টাও করেছি । তবে খুব একটা ভাল লাগেনি , এখন এই সফট গুলো ইউস করে দেখি । থ্যাংকস ।

গেমস সম্পর্কে তেমন আইডিয়া নাই…
আপনার টিউন দেখে উৎসাহ পেলাম গেম খেলার এবং গেম বানানোর…
ধন্যবাদ সব সময় অসাধারন সব টিউনের জন্য 🙂

অনেক কিছু জানলাম, ধন্যবাদ,

নিয়ম মতো এক অসাধারন টিউন

ভাই আমার সাইটে পোষ্ট টা দিলাম… তবে ইংরেজীতে…। আপনার দেয়া ছবিগুলো ও লিংকগুলো ব্যবহার করলাম।

ভাল লাগলো । আশা করি এরকম টিউন আবারো আপনার কাছে থেকে পাব।

@সানিম মাহবীর ফাহাদ: হ্যাঁ । পেয়েছি ও শুরু করে দিয়েছি ।

unity 3d ami use kortesi……………..problem e porley google er sahajjo nei.ar jader unlimited internet use er subidha asey, tara youtube theke 98% help paben……. kajey lege porun bro…osthir ekta software…………UNITY 3D
kono problem holey janatey paren………………………sayef pasha@yahoo& FB