টাইটেলটা সংক্ষিপ্ত করতে হল! পুরান বোতল বলতে আমি বুঝিয়েছি যে পুরান কম্পিউটার আর নতুন বোতল বলতে আমি বুঝিয়েছি যে নতুন কম্পিউটার!
মাফিয়া যারা খেলেননি তারা জানেননা কি রকম গেম এটি!আমার সারা জীবনে খেলা সবচে জটিল গেম এটি!
মাফিয়া পুরান কম্পিউটার এর জন্য সবচে বেস্ট গেম!
কিছু Screenshots:
এর মধ্যে কি নেই!সব আছে!এমঙ্কি গাড়ির পেট্রোল পর্যন্ত আপনার ভরা লাগবে!আর খুতিনাতি নাই দিলাম!সব কিছু আসল!
এখান থেকে ডিরেক্ট ডাউনলোড করুন!
এবার আসছি মাফিয়া ২ তে,
মাফিয়া ১ প্রচুর জনপ্রিয় হওয়াতে মাফিয়া ২ ২০১০ এ বের করা হয়!মাফিয়া ১ সবার কাছে ভাল লাগলেও মাফিয়া ২ খুব কমই জনপ্রিয়তা পেয়েছে।মাফিয়া ২ এর গ্রাফিক্স আগের থেকে আরও উন্নত করা হয়েছে।
মাফিয়া ২ এর কিছু Screenshots:
এই গেমে আরও নতুন কিছু যোগ করা হয়েছে।এখানে আপনি জুতা মুছা থেকে পাউরুটি,কফি,পানি খাওয়া থেকে সব করতে পারবেন!
ডিরেক্ট ডাউনলোড করতে এখানে যানঃ
ধন্যবাদ!
optional:
আপনারা এই গেমের মত আরও ডিরেক্ট গেম পেতে হলে এইখানে ভিসিট করুনঃ http://www.dlbox.cz.cc
আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
BLA...BLA...BLA!
সুফি আমি কয়দিন আগে মাফিয়া ২ খেলেছি। অসাধারণ গ্রাফিক্স আর অপুর্ব কাহিনীর সাথে দারুণ গেমপ্লে। রাস্তায় গাড়ি চালানোর সময় এমনকি স্কিড করলে বৃষ্টিভেজা রাস্তা থেকে পানি স্কিড করে !!
আরো মজা লাগছে পুলিশ ধাওয়া করলে ঘুষ (হায় হায়) দেওয়া যায় বাচার জন্য।