গেমস ওয়ার্ল্ড [পর্ব-৪২] :: THE REELS™ Welcome To Bangladesh ( বাংলাদেশীদের বানানো প্রথম next-gen গেমস !!! )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ঢাকা-চট্টগ্রাম রোড , বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক । আমার হোমটাউন চট্টগ্রামে , তাই মাঝে মধ্যে সেখানে যাওয়া হয় । শেষ বার যখন কালিপূজাতে অংশগ্রহন করে ফিরছিলাম তখন ঢাকা-চট্টগ্রাম রোডের চারপাশের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গাড়ি ড্রাইভ করার ইচ্ছা জাগল । কিন্তু ঢাকা-চট্টগ্রাম রোডের মত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়কে ড্রাইভ করার অনুমতি আমাকে আমার পিতামাতা এবং ড্রাইভার ভাইয়া কখনোই দিবে না সেটা আমি ভালো করেই জানতাম ।

কিন্তু এখন সেই আশা কিছুটা হলেও পূরণ করতে যাচ্ছে বাংলাদেশী গেমস ডেভেলপারদের পরিচালিত LAI MASSIVE । শুধু তাই নয় , Next-Gen গ্রাফিক্সের ছোঁয়ায় আপনি পাবেন সেই বাস্তবিক অনুভূতি যা আপনাকে সত্যি সত্যি না হলেও নিয়ে যাবে কাল্পনিক ঢাকা-চট্টগ্রাম রোডে ।

সবচেয়ে আনন্দের বিষয় হলো , এই প্রথম আমি কোন গেমসের প্রিভিউ লিখতে যাচ্ছি সরাসরি গেমস ডেভেলপারের সাথে কথা বলে !!!
আগে আমি যতগুলো প্রিভিউ লিখেছি  , সেগুলো লেখার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমিং ওয়েবসাইটের সাহায্য নিতাম । তবে আজকের লেখা প্রিভিউ , সম্পূর্ণ গেমস ডেভেলপারে সাক্ষাৎকার নিয়ে লেখা । তাই এই লেখা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে ।

প্রথমেই গেমসটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা অর্জন করে আসি । গেমসটা কি ধরনের হবে ? LAI MASSIVE এর নির্মিত এই গেমসটি একটি সিঙ্গেল প্লেয়ার রেসিং গেমস , যা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত । গেমসটিতে ঢাকা , ফেনী ছাড়াও বন্দর নগরী চট্টগ্রামে খেলা যাবে । এই প্রথম বাংলাদেশী ইন্ডি গেমস ডেভেলপাররা কোন Next-gen গেমস বানাচ্ছে । যা পিসি ছাড়াও এক্সবক্স ৩৬০ এ খেলা যাবে ।

একটা বিষয় স্মরণ করিয়ে দেওয়া উচিত ! গেমসটি LAI MASSIVE নিজেরা পাবলিশ করবে । তারা গেমসটি নির্মাণের জন্য কোন পাবলিশারে সাহায্য / সমর্থন পায়নি । তারা নিজেদের খরচে নির্মাণ করছে এবং নিজেরাই গেমসটি ডিজিটাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করছে ।

২০০ টাকা !!!

লিড গেমস ডেভেলপার মেহেরাজ নিশ্চিত করেছেন , গেমসটির দাম মাত্র ২০০টাকা হবে ! সাধারণত একটি অরিজিনাল গেমস কিনতে গেলে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা খরচ করতে হয় । যারা মাল্টিপ্লেয়ার খেলার জন্য ব্যাটেলফিল্ড কিনে থাকেন তাদের এই ধারনা আছে । কিন্তু the reels এর দাম মাত্র ২০০ টাকা হবে । কেন জানতে চাইলে লিড গেমস ডেভেলপার মেহেরাজ জানান , এটা তাদের প্রথম প্রোজেক্ট এবং তারা আরো ৪টি গেমস নির্মাণে কাজ করছে । এছাড়াও তারা বাংলাদেশের গেমারদের অর্থনৈতিক অবস্থা এবং সামর্থ্যর কথা চিন্তা করে তারা গেমসের মূল্য কম রাখছেন । গেমসের স্টোরিলাইন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান , গেমসটিতে জ্যাসন নামের একজন কাল্পনিক চরিত্রকে দেখা যাবে । যিনি একজন টুরিস্ট এবং তিনি বাংলাদেশ ভ্রমণে এসেছেন । সাথে থাকছে একটি অসাধারন থ্রিলার স্টোরি । স্টোরিলাইন সম্পর্কে আর বিস্তারিত বললাম না , নাহলে সবার মজা নষ্ট হয়ে যাবে 😉

গেমসের গেমপ্লে ভিডিও দেখে আমার ভালোই লেগেছে । বালির রাস্তা থেকে স্বল্প জাম্প করে পিচ ঢালা পথে উঠার দৃশ্য আমার কাছে অসাধারন লেগেছে । এছাড়াও মধ্যরাতে ঢাকার রাস্তায় গাড়ি চালানো , খুব ভোরে ঢাকা-চট্টগ্রাম রোডে কুয়াশা ভেজা রাস্তায় গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে । গেমপ্লে ভিডিও দেখে আরো যা বুঝতে পেরেছি , বাস্তবিক পরিবেশের সাথে গেমসের অনেক সামাঞ্জ্য রাখা হয়েছে । এটি নির্মাণে Unity 3d 4 ব্যবহার করা হয়েছে ।

গেমসের নির্মাণ কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন -
১। লিড গেমস ডেভেলপার - মেহেরাজ
২। কো ফাউন্ডার - জিয়া এবং মেহেরাজ
৩। সাউন্ড পরিচালক - নিহাল এবং সাজিয়া
৪। মডেলারস - মিনা আসাদ , মেহেরাজ
৫।  প্রোগ্রামার - মেহেরাজ এবং জিয়া
৬। গেম টেস্টার - আবি , সামিন , আবুল

'' Sometimes , something small can also give a Massive Impact , thats why we are LAI MASSIVE ''

সকল বাংলাদেশী গেমারদের ভালোবাসার প্রার্থী এই গেমসটি এই মাসের শেষ দিকে ( ফেব্রুয়ারী , ২০১৫ ) পিসি এবং এক্সবক্স ৩৬০ এর জন্য রিলিজ পাচ্ছে ।


গেমস সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এবং নতুন নতুন তথ্য পেতে গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে ভুলবেন না 😀
গেমস এবং গেমারদের সাহায্যে সবসময় পাশে আছে গেমস ওয়ার্ল্ড !
ফেসবুক পেজ - https://www.facebook.com/games.world.bangladesh

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও নভজিত ভাই টিউন করেন, কিন্তু বহুদিন ধরে আমি টিউন পড়িনি। আজকে পড়লাম। বরাবরের মত ভালোই লাগল। গেমস রিলিজ হলে অবশ্যই গেমসটা কিনব। ওদের ওয়েব সাইট থাকলে ঠিকানাটা একটু দিবেন আশা করি।
পরীক্ষার মদ্ধেও আমাদের জন্য এই টিউনটা করায় অসংখ্য ধন্যবাদ।

ভাই আপনি কি জানেন টাকা বাঁচানোর টুকিটাকি টিপস শিখে রাখুন কাজে লাগবে-http://goo.gl/dm43Pt

MD@মোঃখায়রুজ্জামান বাপ্পি: ki miah TT ta ke ki apnr fb er news feed vaben naki. Spam comment korar ekta sima ache.

এগুচ্ছে বাংলাদেশ 😀

বাংলাদেশের আরেকটি গেম আসছে জেনে খুশি হলাম।

Liberation 71 গেমটা কবে নাগাদ ফুল ভার্সন আসতে পারে, জানাতে পারেন?

Level 0

খেলবো অবশ্যই।