ঢাকা-চট্টগ্রাম রোড , বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক । আমার হোমটাউন চট্টগ্রামে , তাই মাঝে মধ্যে সেখানে যাওয়া হয় । শেষ বার যখন কালিপূজাতে অংশগ্রহন করে ফিরছিলাম তখন ঢাকা-চট্টগ্রাম রোডের চারপাশের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গাড়ি ড্রাইভ করার ইচ্ছা জাগল । কিন্তু ঢাকা-চট্টগ্রাম রোডের মত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়কে ড্রাইভ করার অনুমতি আমাকে আমার পিতামাতা এবং ড্রাইভার ভাইয়া কখনোই দিবে না সেটা আমি ভালো করেই জানতাম ।
কিন্তু এখন সেই আশা কিছুটা হলেও পূরণ করতে যাচ্ছে বাংলাদেশী গেমস ডেভেলপারদের পরিচালিত LAI MASSIVE । শুধু তাই নয় , Next-Gen গ্রাফিক্সের ছোঁয়ায় আপনি পাবেন সেই বাস্তবিক অনুভূতি যা আপনাকে সত্যি সত্যি না হলেও নিয়ে যাবে কাল্পনিক ঢাকা-চট্টগ্রাম রোডে ।
সবচেয়ে আনন্দের বিষয় হলো , এই প্রথম আমি কোন গেমসের প্রিভিউ লিখতে যাচ্ছি সরাসরি গেমস ডেভেলপারের সাথে কথা বলে !!!
আগে আমি যতগুলো প্রিভিউ লিখেছি , সেগুলো লেখার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমিং ওয়েবসাইটের সাহায্য নিতাম । তবে আজকের লেখা প্রিভিউ , সম্পূর্ণ গেমস ডেভেলপারে সাক্ষাৎকার নিয়ে লেখা । তাই এই লেখা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে ।
প্রথমেই গেমসটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা অর্জন করে আসি । গেমসটা কি ধরনের হবে ? LAI MASSIVE এর নির্মিত এই গেমসটি একটি সিঙ্গেল প্লেয়ার রেসিং গেমস , যা বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত । গেমসটিতে ঢাকা , ফেনী ছাড়াও বন্দর নগরী চট্টগ্রামে খেলা যাবে । এই প্রথম বাংলাদেশী ইন্ডি গেমস ডেভেলপাররা কোন Next-gen গেমস বানাচ্ছে । যা পিসি ছাড়াও এক্সবক্স ৩৬০ এ খেলা যাবে ।
একটা বিষয় স্মরণ করিয়ে দেওয়া উচিত ! গেমসটি LAI MASSIVE নিজেরা পাবলিশ করবে । তারা গেমসটি নির্মাণের জন্য কোন পাবলিশারে সাহায্য / সমর্থন পায়নি । তারা নিজেদের খরচে নির্মাণ করছে এবং নিজেরাই গেমসটি ডিজিটাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করছে ।
২০০ টাকা !!!
লিড গেমস ডেভেলপার মেহেরাজ নিশ্চিত করেছেন , গেমসটির দাম মাত্র ২০০টাকা হবে ! সাধারণত একটি অরিজিনাল গেমস কিনতে গেলে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা খরচ করতে হয় । যারা মাল্টিপ্লেয়ার খেলার জন্য ব্যাটেলফিল্ড কিনে থাকেন তাদের এই ধারনা আছে । কিন্তু the reels এর দাম মাত্র ২০০ টাকা হবে । কেন জানতে চাইলে লিড গেমস ডেভেলপার মেহেরাজ জানান , এটা তাদের প্রথম প্রোজেক্ট এবং তারা আরো ৪টি গেমস নির্মাণে কাজ করছে । এছাড়াও তারা বাংলাদেশের গেমারদের অর্থনৈতিক অবস্থা এবং সামর্থ্যর কথা চিন্তা করে তারা গেমসের মূল্য কম রাখছেন । গেমসের স্টোরিলাইন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান , গেমসটিতে জ্যাসন নামের একজন কাল্পনিক চরিত্রকে দেখা যাবে । যিনি একজন টুরিস্ট এবং তিনি বাংলাদেশ ভ্রমণে এসেছেন । সাথে থাকছে একটি অসাধারন থ্রিলার স্টোরি । স্টোরিলাইন সম্পর্কে আর বিস্তারিত বললাম না , নাহলে সবার মজা নষ্ট হয়ে যাবে 😉
গেমসের গেমপ্লে ভিডিও দেখে আমার ভালোই লেগেছে । বালির রাস্তা থেকে স্বল্প জাম্প করে পিচ ঢালা পথে উঠার দৃশ্য আমার কাছে অসাধারন লেগেছে । এছাড়াও মধ্যরাতে ঢাকার রাস্তায় গাড়ি চালানো , খুব ভোরে ঢাকা-চট্টগ্রাম রোডে কুয়াশা ভেজা রাস্তায় গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে । গেমপ্লে ভিডিও দেখে আরো যা বুঝতে পেরেছি , বাস্তবিক পরিবেশের সাথে গেমসের অনেক সামাঞ্জ্য রাখা হয়েছে । এটি নির্মাণে Unity 3d 4 ব্যবহার করা হয়েছে ।
গেমসের নির্মাণ কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন -
১। লিড গেমস ডেভেলপার - মেহেরাজ
২। কো ফাউন্ডার - জিয়া এবং মেহেরাজ
৩। সাউন্ড পরিচালক - নিহাল এবং সাজিয়া
৪। মডেলারস - মিনা আসাদ , মেহেরাজ
৫। প্রোগ্রামার - মেহেরাজ এবং জিয়া
৬। গেম টেস্টার - আবি , সামিন , আবুল
'' Sometimes , something small can also give a Massive Impact , thats why we are LAI MASSIVE ''
সকল বাংলাদেশী গেমারদের ভালোবাসার প্রার্থী এই গেমসটি এই মাসের শেষ দিকে ( ফেব্রুয়ারী , ২০১৫ ) পিসি এবং এক্সবক্স ৩৬০ এর জন্য রিলিজ পাচ্ছে ।
গেমস সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এবং নতুন নতুন তথ্য পেতে গেমস ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে ভুলবেন না 😀
গেমস এবং গেমারদের সাহায্যে সবসময় পাশে আছে গেমস ওয়ার্ল্ড !
ফেসবুক পেজ - https://www.facebook.com/games.world.bangladesh
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
Good Job