অনেকদিন পর নটি ডগের হাত ধরে ফিরে আসছে নাথান ড্রেক ! এবারের আনচার্টেড সিরিজের গেমসের নাম হবে '' Uncharted 4: A Thief's End '' । নির্মাণ কাজ চলছে ... গেমসটি এ বছরের শেষ দিকে রিলিজ পেতে পারে ।
Uncharted 4: A Thief's End গেমপ্লে দেখে ভালোই লাগলো । তবে ইউটিউবের contrast একটু অন্যরকম থাকায় মুল গ্রাফিক্স সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব হলো না তবে গেমপ্লে এবং মুভমেন্ট অনেকটা বাস্তব বলে মনে হয়েছে। কারন তারা ব্যাকগ্রাউন্ডের লেভেল অফ ডিটেইলসে নতুন প্রযুক্তি ব্যবহার করছে , যার ফলে সুন্দর পারফর্মেন্স এবং আরো রিয়েলস্টিক গেমপ্লে উপহার দিতে সক্ষম । গেমসে swing, rappel, climb , jump দেখে অনেকটা বাস্তব মনে হচ্ছে , কারন এবার তারা অ্যানালগ মুভমেন্ট এবং রিয়েল বডির ইফেক্টকে অ্যানিমেশনের সাহায্যে গেমসে উপস্থাপন করতে যাচ্ছে ।
পাহাড়ের কেভে যখন নাথান টর্চ মেলে ধরেছে তখন আলো-ছায়ার খেলা দেখে সবার মনে একটা ভিন্নমাত্রার অনুভূতি সৃষ্টি করবে আশাকরি । ঝর্নার পানির ধারা , পাহাড়ের পাথর এবং দূরের কুয়াশা অসাধারন লাগছে !!!
ভিডিও এর মাঝে যখন নাথান কিছু দুর্বৃত্তদের হাতে ধরা পরে তখন তার সিনেমেটিক কমব্যাট অ্যাকশন সত্যিই প্রশংসনীয় । ছাড়াও stealth, melee অ্যাটাক , gunplay ভালোই লাগবে । ঝোপ-ঝাড়ের মধ্যে গোপনে চলার সময় পাতার সরে যাওয়া এবং বাতাসে পাতা দোলার দৃশ্য গেমারদের কাব্যিক দৃষ্টিভঙ্গি বিকাশে সাহায্য করবে বলে আমি মনে করি tongue emoticon । নাথানের ড্রেস-আপ আগের মতই আছে তবে তার চুলের স্টাইলে পরিবর্তন এসেছে । নিঃসন্দেহে বলা যায় , গেমপ্লের কারনে টম্ব রাইডার ২০১৩ থেকে গেমসটা আরো ভালো হবে । এছাড়াও নটি ডগ গেমারদের উদ্দেশ্য করে জানিয়ে দিয়েছে যে এবার তাদের টার্গেট ৬০ fps । Uncharted 4: A Thief's End এর ফ্রেমরেট অবশ্যই ৩০ এর উপরে থাকবে সেটা গেমপ্লে দেখেই বুঝা যাচ্ছে ।
স্টোরিলাইন সম্পর্কে তেমন কিছু বিস্তারিত বলা হয়নি , তবে নাথান একটি বিলিয়ন ডলারের ট্রেজারের সন্ধানে এবারের অভিযান শুরু করছে । কিছুদিন পরে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারব । প্লেস্টেশনের টম্ব রাইডার নামে খ্যাত এই গেমসটি নির্মাণ করছে নটি ডগ এবং প্রকাশনার দায়িত্বে আছে সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট । গেমসটি প্লেস্টেশন এক্সক্লুসিভ । মানে গেমসটি শুধু প্লেস্টেশন ফোরের জন্য রিলিজ পাবে ।
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
Nyc post