গেমস জোন [পর্ব-২৭৯] :: এসো PSP গেমসগুলো এবার পিসি এবং স্মার্টফোনে খেলি!

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

গেমস জোন

অনেকদিন আগে থেকেই পিসিতে পিএস২ বা প্লে-স্টেশন ২ এর এমুলেটর দিয়ে প্লে-স্টেশন ২ এর গেমসগুলো কোনোভাবে খেলা যায়। তবে সেজন্য দরকার হতো শক্তিশালী পিসি। তবে আজকের পিএসপি এমুলেটরের জন্য কোনো শক্তিশালী পিসির দরকার নেই এবং পিসির পাশাপাশি স্মার্টফোনেও এখন পিএসপি বা প্লে-স্টেশন পোর্টেবলের গেমসগুলো সুন্দর ভাবেই খেলা যাবে।

প্রথমেই জানিয়ে রাখি কি কি সিস্টেম রিকোয়ারমেন্টস লাগবেঃ

পিসিতে পিএসপির এমুলেটর PPSSPP চালাতে হলে দরকার হবে ---

> পেন্টিয়াম ৪ কিংবা ডুয়াল কোরের প্রসেসর

> ২ গিগাবাইট র‌্যাম

> ইন্টারনাল কিংবা এক্সটারনাল গ্রাফিক্স কার্ড (এক্সটারনাল হলে ভালো)

আর মোবাইলে খেলার জন্য ডুয়াল কোর বিশিষ্ট ৫১২ মেগাবাইট র‌্যামের ফোন হলেই হবে তবে কোয়াড কোর এবং ১ গিগাবাইট র‌্যাম থাকলে স্পিড নিয়ে কোনো টেনশন থাকবে না। আর হাই ফাই সেট যেমন এক্সপেরিয়া জেড, আইফোন ৫, গ্যালাক্সি এস৪ হলে তো কথাই নেই!

ধাপসমূহঃ

পিসির জন্যঃ

> প্রথমে তোমাকে পিএসপি এর গেমস ডাউনলোড করতে হবে। যেগুলো নেটে সাধারণত iso কিংবা cso ফরমেটে মিলবে। আমি টিউনের জন্য নিড ফর স্পিড মোষ্ট ওয়ান্টেড গেমটি ডাউনলোড করে নিয়েছি।

> এবার PPSSPP সফটটি ডাউনলোড করোঃ http://www.ppsspp.org/downloads.html

> সফটটি ইন্সটল হলে এমুলেটরটি চালু করো।

অরিজিনাল পিএসপির স্বাদ!

> এবার সরাসরি সেটিং য়ে গিয়ে সবকিছু ঠিক ঠাক করে নিতে হবে।

সেটিং বাটনে ক্লিক করো

> প্রথমেই গ্রাফিক্স অপশনটি আসবে। এখানে Rendering Mode টি যেভাবে রয়েছে সেভাবেই রেখে দেওয়া ভালো। আর আপনার পিসির গতির উপর ভিক্তি করে Performance অপশনগুলো টিক চিহ্ন দিতে কিংবা উঠিয়ে নিতে পারেন।

এই সব সেটিং যদি না বুঝে থাকো তাহলে ধরার দরকার নেই

> অডিও অপশনটি রেখে দিয়ে এবার কনট্রোলস অপশন থেকে Control Mapping য়ে গিয়ে আপনার নিজের পছন্দমত কীবোর্ড সেটিং করে নিতে পারেন।

নিজের পছন্দমত কনট্রোল ঠিক করে নাও

> এবার আপনার ডাউনলোড কৃত গেমসটি ওপেন করুন।

পিএসপির গেমস হলে সরাসরি লোগো দেখাবে

স্মার্টফোনের জন্যঃ

এনড্রয়েড , আইফোন কিংবা অন্য যেকোনো ওএস ব্যবহারকারী রা PPSSPP সফটটির তাদের নিজস্ব সংস্করণটি ডাউনলোড করে এপপটি ফোনে ইন্সটল করুন। http://www.ppsspp.org/downloads.html

তারপর গেমস ডাউনলোড করে আপনার মেমোরী কার্ডের PSP ফোল্ডারের ভিতর Game ফোল্ডার রয়েছে সেখানে কপি পেষ্ট করে রাখুন।

তবে স্মার্টফোনের জায়গা বাঁচানোর জন্য iso ফরমেটের গেমসগুলোকে cso ফরমেটে কনর্ভাট করে নিতে পারো। এতে গেমসগুলোর সাইজ অনেক কমে আসবে। যেমন মোষ্ট ওয়ান্টেড গেমটির সাইজ ৯০০ মেগাবাইট আর cso ফরমেটে কনর্ভাট করার পর সাইজ ২৩০ মেগাবাইটে গিয়ে পৌছেছে।

যেভাবে স্মার্টফোনের জন্য পিএসপি গেমসগুলোর সাইজ কমপ্রেস করবেনঃ

> প্রথমে UMD কমপ্রেসর সফটটি পিসিতে ডাউনলোড করে নাও এবং সফটটি চালু করো

Link: http://www.mediafire.com/download/he2r71etntjmhgf/UMDGen_v4.00.rar

সাইজ বেশি না , ২ মেগাবাইট

> সেখান থেকে সরাসরি Batch Image Converter অপশনে ক্লিক করো

কারন এইভাবে সহজ হয়

> এবার মাঝের খালি জায়গায় গেমটির ফাইলটি ড্রাগ এন্ড ড্রপ করো।

> এবার Convert To অপশন থেকে CSO তে টিক দিয়ে Start Batch Conversion বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করো।

কমপ্রেস করতে বড়জোড় ২/৩ মিনিট লাগবে

> এবার কমপ্রেসকৃত গেমটির ফাইলটি আপনার মেমোরী কার্ডের PSP ফোল্ডারের ভিতর Game ফোল্ডার রয়েছে সেখানে কপি পেষ্ট করে রাখুন।

> আর ফোন থেকে PPSSPP এপপ থেকে গেমটি চালু করুন।

কোয়াড কোরের মোবাইল হলে ২জিবি র‌্যামের নিচে খেলে মজা নেই
এমনটি সিম্পোনি এইচ৫০ সেটেও ল্যাগ দিবে! ! !

ব্যাস! হয়ে গেল!

আর পিএসপি গেমসগুলো iso আকারে ডাউনলোড করতে নিচের সাইটটি ব্যবহার করতে পারো:

http://www.emuparadise.me/Sony_Playstation_Portable_ISOs/44

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া এই গেমটির cso format ফাইলের লিঙ্ক টা যদি শেয়ার করেব তাহলে খুব ভাল হয় ।
পিসি নাই, তাই iso ফাইল নামালেও কনভার্ট কর‍্যে পারবো না।
প্লিজ

    ভাই নেটে cso ফরমেটের গেমস মনে হয় পাবেন না, আপনাকে নিজে থেকে iso থেকে cso তে Convert করে নিতে হবে 🙁

.cso ফরম্যাটের কিছু গেম পেলে ভাল হতো ।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।