ভিডিউ গেমস্‌ এর দোকানে সেই প্রিয় গেমস্‌ গুলো।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

welcomeclipart16

সালাম টেকটিউন্সের সবাইকে। আছেন কেমন আপনার সবাই। ভাল থাকেলেই ভাল। আপনাদের মাঝে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা ছোটকালে ভিডিউগেমের দোকানে গিয়ে গেমস খেলেছি। এজন্য অনেক পিটুনি ও বকুনি খেতে হয়েছে। এখন আমরা আর গেমস্এর দোকানে যাই না কারন সেই গেম গুলো বা তার চেয়ে আরো উন্নত মানের গেম আমরা এখন আমাদের পিসিতে খেলি।

ভিডিউ গেমসের দোকানের সেই গেম গুলো নিয়ে টিউন করতে বসলাম। আসলে পুরান হলে যে গেম ভাল লাগবে না তা না। পুরোনো গেম গুলো পিসিতে ইনস্টল দিয়ে খেললে নতুনের মতই লাগে। আমি যেই গেম গুলো দিবো তা আপনার পিসিতে ইনস্টলের কোন প্রয়োজন নেই শুধু এক ক্লিক করেই খেলতে পারবেন।

মোস্তফা, স্টিট ফাইটার, ফাইনালফাইট, কেপ্টেন কমান্ডো এই গেম গুলো খেলেননি ভিডিও গেমস্ এর দোকানে এমন গেমার কমই আছে। এই গেম গুলোর সাথে আরো কয়েকটি গেম মিলিয়ে টোটাল পেকজটির নাম দেয়া হয়েছে CALLUS95। এখানে মোট ৩১ টি গেম ছিল যেগুলো আমার কাছে ভালো লাগেনি আমি কেটে দিয়েছি। মোট এখন আপনার পাবেন ২০ টি গেম।

গেমস্‌ সাইজ ৩৬.১৭এমবি।

গেমগুলো নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

down psd

খেলার নিয়ম

ডাউনলোড শেষে রার ফাইলটিকে Extract  করে নিন ।

mostofa 1যেই ড্রাইভে আপনি রার ফাইলটি extract করলেন সেই ফেল্ডারটি ওপেন করে address বার থেকে লোকেশনটি মাউস দিয়ে সিলেক্ট করে কপি করে নিন।

mostofa 2এবার আপনি CALLUS 95 আইকনটিতে ক্লিক করুন।

mostofa 3

কালো একটি স্কিন আসলে স্পেস চাপ দিন। ।game মেনু থেকে Directories এ ক্লিক করুন।

mostofa 4

ROM এ আপনি এড্রেস বার থেকে কপি করা লোকেশনটি পেস্ট করে দিন। এবং ওকে দিন।

mostofa 5

আবার স্পেস চাপ দিয়ে গেমস্ থেকে লোড ক্লিক করুন।

মনে রাখবেন ডাইরেক্টরিস এ লোকেশন ঠিক মত না দিলে আপনি লোড চাপ দিলে গেম গুলো শো করবে না।

mostofa 6

লোড এ চাপ দেয়ার পর গেম গুলো শো করলে আপনার পছন্দ অনুযায়ি গেম গুলো খেলতে পারবেন।

গেমস্স সিলেক্ট করে লোড এ ক্লিক করুন। এর পর গেম রান হবে।

F3 ক্রেডিট নিবেন এবং F1 দিয়ে কয়েন নিবেন।

Ctrl কি দিয়ে শত্রুদের আক্রমন করবেন। Alt কি দিয়ে লাপ দিবেন। আর সামনে এবং পেছনে যাওয়ার জন্য এরো কি গুলো ব্যবহার করবেন।

mostofa 7

গেম স্ক্রিন সাইজ ঠিক করে নিবেন।

আমার পরের টিউন গুলো করবো ফটোশপ প্লাগিন নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। আমার জন্য প্রান খুলে দোয়া করবেন।

aniyrose22

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জ্বি মোস্তফা আগেই ডালো করেছিলাম।ভালো গেম।আপনাকে ধন্যবাদ।

http://gamedownload-games.blogspot.com/

ভিসিট করুন এখুনি

    ভাই আপনার সাইট থেকে দুই টা গেম ডাউনলোড করলাম সারাদিন বসে কিন্তু দুঃখের বিষয় হল দুইটার rar ফাইল extract করার সময় error দেয়,……
    সারাদিন পুরা মাটি……মাফ চাই দোয়াও চাই আর এই website থেকে গেম ডাউনলোড এ নাই…..

    Level 0

    কারন এগুলো সাইট এডমিনের আপলোড করা নয়

আমার ল্যাপটপে সিডি বা ডিভিডি রম নেই, আমি কি সবগুলো গেম খেলতে পারব? অনেক গেম আছে যেগুলো সিডিরম ছাড়া খেলা যায় না।

    আমার মনে হচ্ছে পারবেন। আর ডিভিডি রোম নেই কেন? লাগিয়ে নিন।

    Level 0

    ইলিয়াস ভাই,আপনে নেরো ইমেজ ড্রাইভ সেটআপ করে নিয়ে ভাচুয়াল ড্রাইভ করে নিন,তাহলে ই হবে, ধন্যবাদ,,,,,।

Level 0

হেরার আলো ভাই,ধন্যবাদ পুরানো দিনের কথা মনে করে দেয়ার জন্য,

ওয়েলকাম………………………………

বেশ ভালো টিউন। আপনি যদি MAX PAYNE গেম এর ডাউনলোড সাইট জানেন তবে ([email protected]) আমাকে কষ্ট করে মেইল করবেন। ধন্যবাদ সুন্দর একটি টিউনের জন্য।

আপনার টিউন দেখে আমার নতুন করে খেলতে ইচ্ছা করতেছে ডাউনলোড মারতে হবে ।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

সুন্দর টিউন। কখনো এই গেমস্‌গুলো খেলা হয়নি। তবে টিউনটি দেখার পর খুব খেলতে ইচ্ছে করছে। দেখি একবার ট্রাই করবো।
ধন্যবাদ 🙂

    আপনাকেও ধন্যবাদ পাইন মন্তব্যের জন্য……………………..

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ডাউনলোড করবো । অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    আপনাকেও ধন্যবাদ আমার টিউনে মন্তব্য দেয়ার জন্য। পুরনো গেমস বলে আসলে অনেকেই ডাউনলোড করতে চায় না আপনি ডাউনলোড করবেন দেখে আমার খুব ভাল লাগছে। আবার ও ধন্যবাদ।

ধন্যবাদ গেম গুলো দেয়ার জন্য।

আমার প্রিয় গেম ।এত এটা খুজছিলাম।দেখি ডাউনলেড করে

vai plz mediafire ba onno kono direct download link dila kub upokar hoto