যে Games গুলো কখনও Boring করে না! হতে পারে সব সময়ের সঙ্গী

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

যখন স্কুল কলেজ এ থাকতে গেম খেলতাম তখন একটা গেম পেলেই হয়েছে game over না করা পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে যেতাম। মনে আছে টানা বসে ২-৩ দিন sanandreas শেষ করেছিলাম :D। তখন shooting বা adventure সব ই এক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে খেয়াল করছি রুচির পরিবর্তন হচ্ছে। বিশেষ করে এটা শুরু হয় কলেজ এর last এর দিকে। এখন শুধু একটার পর একটা নতুন place এ যাওয়া আর enemy র সাথে ঠুস ঠুস করা গেম আর ভাল লাগে না। আরও ভাল লাগে না শুধু puzzle solve করে রাস্তা তৈরি করে নেয়ার conceptual game গুলা। এখন game ডাউনলোড এর পর প্রথম মনোযোগ ই থাকে story আর concept এর দিকে। story ভাল না লাগলে কিছুখন পর সেই গেম চলে যায় Recycle Bin এ। তবে কিছু game আছে যা খেলে বোরিং লাগে না কখনই আর Uninstall করার ও দরকার হয় না কারন যখন bore লাগে তখনও এগুলো খেলা যায় -
* CoD এর সব Series (1st person)
* Unreal Tournament এর সিরিজ গুলো (1st person, Battle Field এর মত But এর চেয়ে অনেক বেশি মজার)
*Quack 3 (Battle Field Style এর তবে গাড়ি টারি নেই)
*virtual tennis 4 (না খেললে বুঝা যাবে না মজাটা)
*Counter Strike Source (Single player খেললেও ভাল লাগে)
*Nfs Mostwanted Black edition (Racing কিন্তু গেম ওভার করার পরও Random Racing করতে ইচ্ছে করবে)
*Nfs carbon  (Racing কিন্তু গেম ওভার করার পরও Random Racing করতে ইচ্ছে করবে)
*Nfs Run  (Racing কিন্তু গেম ওভার করার পরও Random Racing করতে ইচ্ছে করবে)
*Age of Mythology with Titan expension (Strategy game মানে উপর থেকে যেগুলোর Camera, Game over করলেও random match খেলতে ইচ্ছে করে)
*warcraft 3 (Strategy game মানে উপর থেকে যেগুলোর Camera, Game over করলেও random match খেলতে ইচ্ছে করে)
* empire earth 3 (Strategy game, Game over করলেও random match খেলতে ইচ্ছে করে)
*Rise of nation legends (Strategy game, Game over করলেও random match খেলতে ইচ্ছে করে)
*empire earth 3 (Strategy game, Game over করলেও random match খেলতে ইচ্ছে  করে)

*Starcraft 1 (Graphics খারাপ হলেও খুব মজার গেম এবং strategy)

 

* এছাড়া যারা common ধাঁচের গেম খেলতে খেলতে bored হয়ে গেছ। তারা ২ টি ভিন্ন ধাঁচের গেম try করতে পার। যদি english ভাল বুঝো এবং Movie দেখার অভ্যাস থাকে তাহলে এই গেম নিঃসন্দেহে তোমার অন্যতম প্রিয় গেম হবে। গেমগুলো হল -

* The walking Dead - Seasn 1

* The walking dead - Season 2

* the wolf emong us - season 1

 

* এ গুলো সব ই আমার বেক্তিগত মতামত। এবং আমি জানি নিঃসন্দেহে এই গেমগুলো সবার ভাল লাগবে। আর এই প্রথম catagory  তে যে সকল গেম গুলো আছে তার মধ্যে COD (Call Of Duty) বাদে আর কোন গেম ই তোমার uninstall করতে মন চাবে না। কারন তুমি যখন খুশি এই গুলো Randomly খেলতে পারো।

* যদি কোন গেম এর review লাগে বা কোন সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো -

আমার ফেসবুক ID - https://www.facebook.com/Chisti.Shuvo

* Hope For A Cool Gaming life 🙂

Level 0

আমি CAKS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস