Game কিনার বা Download করার আগেই জেনে নিন Game টি আপনার PC তে চলবে কিনা !

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

                                         Game কিনার বা Download করার আগেই জেনে নিন Game টি আপনার PC তে চলবে কিনা !

 

কোন গেম কম্পিউটার অথবা ল্যাপটপ এ চলবে কিনা । তা জানার খুব সহজ ও সুন্দর ২ টি উপায় আছে ।  আমি ধারাবাহিক ভাবে আলোচনা করছি । খুব ই সহজ ভাষায় এবং পুরোপুরি ধাপে ধাপে লিখার চেষ্টা করেছি । যাতে খুব অজ্ঞরাও বিষয়টি ধরতে পারে ।

১ম উপায় -

১- প্রথমে google.com এ যান ।

২- তারপর কাঙ্ক্ষিত game এর নাম এর শেষে লিখুন game-debate । যেমন - Batman arkham orgins game-debate ।

এবার search দিন ।

৩- http://www.game-debate.comএর যে লিংকটি প্রথমে এসেছে তাতে ক্লিক করুন ।

৪- এবার পেজ open হওয়ার পর দেখুন game এর requirement এর ৩ টি box এসেছে ।

৫- ঠিক তার নীচেই লেখা আছে - CAN I RUN IT ( সাথে game এর name )

৬- তার নীচে দেখুন বেশ কয়েকটা ঘর আছে ।

# আপনি laptop use করলে yes দিন ।

# আপনার CPU এর configuration দিন ।

# আপনার GPU এর configuration দিন

# তারপর Ram ও প্রাসঙ্গিক information দিয়ে proceed ক্লিক করুন ।

৭- এবার আপনি জানতে পারবেন আপনার game টি চলবে কিনা । 🙂

 

২য় উপায় - 

১- প্রথমে এই লিঙ্ক এ যান -

http://www.systemrequirementslab.com/cyri

 ২- তারপর '' search for a game '' এ আপনার game টির নাম লিখে সার্চ দিন ।

৩- গেমটি পেয়ে গেলে '' can i run it '' button এ ক্লিক করুন ।

৪- এখন দেখুন ৩ টি option এসেছে ।

# Automatic detection

# Desktop app

# View requirements

৫- আপনি '' desktop app '' এ ক্লিক করুন ।

৬- এরপর একটা software ডাউনলোড করতে বলবে তা ডাউনলোড করুন ।

৭- এবার setup দিন । মনে রাখবেন অবশ্যই C drive এ setup দিবেন ।

৮- এবার ঐ website এ ঢুকলে ওরা নিজেরাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর configuration detect করে নিবে ।

৯- আপনার আর কোন কাজ নেই , সরাসরি জানতে পারবেন game আপনার PC তে চলবে নাকি চলবে না । 😀

 

 

*** আমার বেক্তিগত মতামত অনুসারে আমি ২ নং উপায়টাই বেশি পছন্দ করি । 

*** এছাড়া যেকোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন । FB Id- https://www.facebook.com/Chisti.Shuvo

*** Hope For a Awesome Gaming Life Guyz !!!!! Be Cool n Be Happy !!!

Level 0

আমি CAKS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস