ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৪ (১.৫ জিবি)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ডন ব্র্যাডম্যান ক্রিকেট ১৪ এর ডিস্কে একটা কথা লেখা আছে-
The legend continues...
Sir Don Bradman, a revolution in cricket and now an evolution in gaming.
কথাটা বারবার পড়তে কেন যেন খুব ভালো লাগে। Revolution আর evolution কথাটার শাব্দিক অর্থ আমার জানা নেই, তবুও কথাটা বারবার পড়ি।
সিডির কভারে ফিচারগুলো পড়লেই চোখ কপালে উঠে যায়। ফিচারগুলো হলো-
১. সর্বোচ্চ ২০ বছরের ক্যারিয়ার খেলা যাবে।
২. ইউনিক ব্যাটিং এবং বোলিং কন্ট্রোল। শট মার্কার থাকবে না, লাইন এন্ড লেন্থ ডিলেভারি আর ৩৬০ রকম শট।
৩. ম্যানুয়াল ফিল্ডিং।
৪. বলের ধর্মকে বাস্তবতা দেওয়া হয়েছে। বলের মুভমেন্ট এবং কট বিহাইন্ডের ক্ষেত্রে এই ফিচারটি কার্যকর হবে।
৫. অবশ্যই থাকছে নেট প্রাকটিস।
৬. আবহাওয়াও সময় অনুযায়ী পরিবর্তন হবে।
৭. ক্রিকেট একাডেমী। যেখানে ম্যাচ, ট্যুর ইত্যাদি তৈরি করা যাবে।
৮. ৪০০০ এর বেশি কম্যুনিটির তৈরি করা প্লেয়ার এবং মড ডাউনলোড করার জন্য প্রস্তুত।
৯. মাল্টিপ্লেয়ার মোড।
শেষ কথাটা ইংরেজীতেই লিখছি-
And lots more...
Seriously!
এই আরো অনেক ফিচারের মধ্যে কয়েকটা হলো-
১. অসাধারণ কমেন্ট্রি।
২. খেলোয়াড় তৈরি।
৩. ব্যাটিং আর রানিং ক্যামেরায় প্রো মোড। এই ক্যামেরা হলো এমন একটি ক্যামেরা যার দ্বারা তুমি সব কিছুু দেখতে পাবে এমনভাবে যেন নিজের চোখে দেখছ।
https://www.youtube.com/watch?v=9lJ1PwbUvI8
And lots more...
Seriously!
শেষ কথা: ফিফা আর পেস প্রতি বছরই ভালো মানের ফুটবল গেম বের করলেও আমরা যারা ক্রিকেটপ্রেমী তাদের দূর্ভাগ্য যে তারা একটা ভালো ক্রিকেট গেম অনেক বছর পরপর পায়।
তাই প্রতিটা ক্রিকেট গেম আমাদের নিকট অত্যন্ত মূল্যবান।

গেমটি ১.৫ জিবি সাইজ। চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তবে নিজ ঝুঁকিতে ডাউনলোড করতে হবে। লিংকটি আমি চেক করে দিইনি। কাজ না করলে কোনভাবেই আমাকে দায়ী করা যাবে না।

Level 0

আমি মোঃ ওমর ফারুক দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

my name is md omar faruk dipu i am from joypurhat....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গেমটি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন কমপ্রেসড করা মাত্র ৫০০ এমবি এবং ১০০% ওয়ার্কিং সাইট http://www.downloadmuch.tk/don-bradman-cricket-14-pc-game/

Level 0

গেমটা ভালই তবে পিসিতে খেলতে গেলে হাজার রকমের আয়োজন করে নিতে হয় কি-বোর্ড সাপোর্ট করার জন্য

How to play it with keyboard ??

Level 0

কেউ কি জানেন ভিডিও গেম এর দোকানে যে জয় স্টিক (হ্যান্ডল) ও সুইচ বাটন থাকে সেগুলো ঢাকা পাইকারি দামে কোথা থেকে পাওয়া যাবে? আপনাদের মাঝে কেউ যদি জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে জানান ভাই । আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকিব। ঠিকানা সহ বহুল তথ্য সম্বলিত উত্তর দিলে খুব উপকার হবে ভাই আমার জন্য । আমি জানতাম “ডলফিন প্লাস” নামক দোকান থেকে সংগ্রহ করা যাবে কিন্তু আমি দোকানটার ঠিকানাটা জানিনা… কেও যদি আমাকে ঠিকানাটা সংগ্রহ করে দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম…।

@নীলোৎপল বেদী: থাঙ্কস ।