টেকটিউনসের সকল টিউনারদের জানাই '' শারদীয় শুভেচ্ছা '' 😀 , গেমস ওয়ার্ল্ডকে সঙ্গে নিয়ে আমি প্রতি পর্বে আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি । আজকেও একটি নতুন ধরনের টিউন করলাম । আশাকরি ভালো লাগবে 🙂
লারা ক্রফট Vs নাথান ড্রেক !!!
এবারের E3তে হয়ে গেছে পরবর্তী টম্ব রাইডারের আনুষ্ঠানিক ঘোষণা । নতুন এই গেমটির নাম হবে "Rise of the Tomb Raider" । Tomb raider 2013'র মত এই সিক্যুয়েলটি নির্মাণের দায়িত্বে আছে ক্রিস্টাল ডাইনামিক এবং প্রকাশ করবে স্কোয়ার ইনিক্স । গেমপ্লে এখনো অপ্রকাশিত , তাই এখন বিস্তারিত বলতে পারছি না ।
অন্যদিকে নটি ডগ আবার নতুন রুপে আবির্ভূত হয়েছে নাথান ড্রেককে সঙ্গে নিয়ে । অন্যবারের মত ব্যবসায়িক কারনে নাথান ড্রেককে নিয়ে নতুন অভিযানের সঙ্গী হতে যাচ্ছে প্লেস্টেশন অধিকারী বন্ধুরা । গেমটির নাম হবে ''Uncharted 4: A Thief's End'' । কিন্তু নটি ডগের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা লারা ক্রফটকে পিছে ফেলে এক ধাপ উপরে উঠে যাবে ।
যেহেতু Tomb Raider'র পাশে রয়েছে মাইক্রোসফট আর এক্সবক্স এবং আনচার্টেডের পাশে রয়েছে Sony Computer Entertainment আর নটি ডগ তাই লারা ক্রফট আর নাথান ড্রেকের যুদ্ধ এবার বেশ জমবে ।
শুধু লারা ক্রফট vs নাথান ড্রেক বললে ভুল হবে । এক্সবক্স vs প্লেস্টেশন বললে সুন্দর দেখাবে । যদিও "Rise of the Tomb Raider" অন্যান্য কনসোলের জন্য আসছে কিন্তু ''Uncharted 4: A Thief's End'' শুধুমাত্র প্লেস্টেশনের জন্য তাই এই দিকটি লারা কাছে প্লাস পয়েন্ট । আবার নেক্সট জেনারেশনের চমক দেখাতে প্রস্তুত আছে নটি ডগ । ফলে বুঝা যাচ্ছে না কে জিতবে আর কে ছিটকে পড়বে !!!
অনেকের মনে হয়ত প্রশ্ন থাকতে পারে কে এই নাথান ড্রেক ?
নাথান ড্রেক হলেন জনপ্রিয় প্লেস্টেশন গেমস আনচার্টেডের মূল চরিত্র । বাংলাদেশের বেশির ভাগ গেমার পিসিতে গেমস খেলতে অভ্যস্ত , তাই আমাদের অনেকে নাথান দ্রেককে চিনে না । আনচার্টেড গেমসের সাথে টম্ব রাইডার গেমসের অস্থির মিল রয়েছে । তাই অনেক গেমাররা আনচার্টেড কে টম্ব রাইডারের পুরুষ ভার্সন বলে অবহিত করে 😛
যে দিকগুলোতে লারা ক্রফট এগিয়ে আছে -
১ । টম্ব রাইডারের আগের গেমস '' Tomb Raider 2013 '' ২০১৩ সালের অন্যতম জনপ্রিয় এবং ব্যবসাসফল গেমস ! যার রেটিং ৯.১ । শুধু রেটিং এ সেরা নয় গেমটি বেশ কয়েকটি অ্যাওয়ার্ড এবং বিভিন্ন গেমিং ওয়েবসাইটে ২০১৩ সালের সেরা গেমসের জন্য মনোনীত হয়েছিল । ফলে সেই জনপ্রিয়তা লারা ক্রফটকে এগিয়ে রাখবে ।
২ । আনচার্টেড এত জনপ্রিয় গেমস হওয়া সত্ত্বেও এই গেমস সিরিজের একটিও পিসির জন্য বের হয়নি 🙁 । কিন্তু অন্যদিকে '' রাইজ অফ দ্যা টম্ব '' পিসি সহ প্রায় সকল গেমিং কনসোলের জন্য রিলিজ পাবে । ফলে এটিও লারার পক্ষে একটি প্লাস পয়েন্ট !!!
৩। ১৮ বছর ধরে গেমারদের হৃদয় জয় করে আসছে টম্ব রাইডার , তাই এবারো লারার পক্ষে কম ভক্ত আছে এমন ধারনা সম্পূর্ণ ভুল ।
যে দিকগুলোতে নাথান ড্রেক এগিয়ে আছে -
১। ১৮ বছর ধরে লারা গেমারদের হৃদয় জয় করেছে ঠিকই , কিন্তু ১৮ বছরে মাঝ সময়ে লারার পথচলা সবাইকে সন্তুষ্ট করতে পারেনি । তবে ব্যর্থতা লারার নয় ব্যর্থটা গেমস ডেভেলপারদের । সেই সময় টম্ব রাইডার সিরিজের কোন পেয়েছিল অসাধারন সাফল্য , আর কোন গেমস তেমন সাফল্য পায়নি । তাই নাথান ড্রেককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টিও একদম ফেলে দেওয়া যায় না ।
২। নেক্সট জেনারেশন গ্রাফিক্সের চমক দেখার জন্য প্রস্তুত আছে নটি ডগ ! অর্থাৎ , অসাধারন গ্রাফিক্সের মায়াজালে সবার মন জয় করে নিবে নাথান ড্রেক । ফলে নেক্সট জেনারেশন গ্রাফিক্সের চমক লারা ক্রফটের জন্য দুঃস্বপ্ন হতে পারে ।
যাইহোক , সব শেষে লারা ক্রফট ও নাথান ড্রেকের জন্য শুভ কামনা রইল !
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh
The evil within,middle earth:shadow of mprdor,ai superhit games gulo khelsen?khelle ofcourse valo lagse?