গেমস ওয়ার্ল্ড [পর্ব-৩৮] :: যেভাবে Saints Row সিরিজের ভরাডুবি ঘটল !

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

আর হয়ত খেলা হবে না saints row , আর হয়ত ভেসে যাওয়া হবে না সেই কল্পিত জগতে , আর হয়ত উপভোগ করা হবে না সেই মজাদার স্টোরিলাইন , আর হয়ত চালানো হবে সেই অসাধারণ গাড়িগুলো !

স্বপ্ন ছিল একদিন জিটিএ সিরিজকে প্রথম স্থান থেকে সরিয়ে জায়গা দখল করে নিবে THQ আর Volition এর জনপ্রিয় গেমস সিরিজ saints row । কিন্তু স্বপ্ন শুধু স্বপ্ন রয়ে গেল 🙁 ।

আজকে আমি Saints row সিরিজের মান কিভাবে খারাপ হল তাই খুঁজে বের করব ।

Saint Row - The Third

প্রথমেই , সেন্টস রো থ্রি মানে সেন্টস রো - দ্যা থার্ড  নিয়ে কথা বলা যাক । সেন্টস রো - দ্যা থার্ডের প্রকাশক হল THQ । আর সেই গেমটির নির্মাতা হল  Volition । Volition আর THQ নিজেদের মধ্যে সুন্দর এক পার্টনারশীপ মতাবেগ সেন্টস রো সিরিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিল । সেন্টস রো ওয়ান থেকে থ্রিতে তাদের ক্রমান্বয়ে উন্নয়ন দেখলে বুঝা যায় । ২০১২ সালের ১৩ নভেম্বরে তারা জানায় , তারা একটি ব্যাংক থেকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে কিন্তু তারা দেওলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে আছে । তাই তারা মেট্রো লাস্ট লাইট এবং কোম্পানি অফ হিরোসয়ের রিলিজ ডেট পিছিয়ে দেয় ।

তারা তাদের বিভিন্ন নামীদামী গেমসের প্রকাশনার সত্ত্ব অন্য কোম্পানিদের কাছে বিক্রি করা শুরু করে দেয় । crytek তাদের জনপ্রিয় গেমস হোমফ্রন্টের প্রকাশনার সত্ত্ব কিনে নেয় । এভাবে সেগার কাছে Warhammer 40,000 সিরিজ , টেক টু ইন্টারঅ্যাক্টিভের কাছে wwe সিরিজ সহ আরো কয়েকটি সিরিজ বিক্রি করে দেয় । তারা তাদের নানা গেমস প্রকাশের সত্ত্ব বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেয় । ডীপ সিলভার তাদের কাছ থেকে সেন্টস রো সিরিজের প্রকাশনা কিনে নেয় এবং সেন্টস রো সিরিজের দুঃস্বপ্নের শুরু হয় ।

ডীপ সিলভার সেন্টস রো সিরিজের দায়িত্ব পাওয়ার পর পরই তারা নিজেদের মত সিরিজটিকে পরিচালনা শুরু করে । তারা সেন্টস রো থ্রিয়ের জনপ্রিয় স্টোরি লেখক স্টিভ জ্যারসের পরিবর্তে নতুন লেখক নেয় । কিন্তু নতুন লেখক জ্যাসন সেন্টস রো সিরিজের জনপ্রিয়তার ধারা বজায় রাখতে ব্যর্থ হয় । ফলে সেন্টস রো ফোরের স্টোরি পরিণত হয় নিম্নমানে । ছাড়াও ডীপ সিলভারে কিছু বেখেয়ালী পদক্ষেপ সেন্টস রোর আজকের অবস্থার জন্য দায়ী ।

এছাড়া ডীপ সিলভারে ব্যর্থতা গুলো হল -

১। সেন্টস রো দ্যা থার্ড থেকে তাদের সেন্টস রো ফোরে গ্রাফিক্সস কোয়ালিটির উন্নয়ন হয়নি বললেই চলে ।

২। সেন্টস রো দ্যা থার্ড যে রকম চমক দেখিয়েছিল তেমন চমক ডীপ সিলভার সেন্টস রো ফোরে দেখাতে পারেনি ।

৩। নতুন ম্যাপ নেই , অনেক তো অভিযোগ করেছে যে আগে গেমসের বিভিন্ন জায়গা এডিট করে দিয়ে দেওয়া হয়েছে । কিন্তু অভিযোগটি ভিত্তিহীন ।

৪। নিম্নমানে স্টোরিলাইন ।

৫। অভিজ্ঞ টিম মেম্বারদের বাদ দিয়ে সাহায্য ছাড়া সাধারন টিম মেম্বারদের দিয়ে গেমস নির্মাণ করানো ।

৬। সাউন্ড ইফেক্টে Armageddonকে নিয়ে সমসাময়িক গেমসে পরিণত করা ।

৭। স্টোরিলাইনে অদ্ভুত এলিয়েন নিয়ে আসা , যা অনেক গেমারদের পছন্দ হয়নি ।

৮। জাঁকজমকহীন ডাউনলোডেবল কন্টেন্ট ( DLC )

৯ । গেমপ্লের কিছু ল্যাগ এবং মাল্টিপ্লেয়ারে উন্নত সরঞ্জামের অভাব

১০ । ব্যর্থ প্রচারণা বা ভুল মার্কেটিং ।

সুযোগ পেলে বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক গেমিং গ্রুপ থেকে ঘুরে আসতে ভুলো না , @গেমস ওয়ার্ল্ড ফ্যানস থাকবে তোমাদের প্রতীক্ষায় !

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য