গেমস ওয়ার্ল্ড [পর্ব-৩৭] :: Niko Bellic রিভিউ – ( জিটিএ ফোর )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস ওয়ার্ল্ড

Hi , আমি নভোজিত ( dj ndd forever ) গেমস ওয়ার্ল্ডকে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হলাম 🙂 । আশাকরি তোমরা সবাই আছো । আমিও ভালো আছি , কিন্তু পড়ালেখা নিয়ে কিছুটা ব্যস্ত আছি । তাই তোমরা গেমস ওয়ার্ল্ডের নতুন টিউন পাচ্ছ না 🙁 । তবে খুব তাড়াতাড়ি আবার নিয়মিত হয়ে ফিরে আসব 🙂 । আজকে  নতুন ধরনের কিছু লিখতে যাচ্ছি । হয়ত কেউ আগে কখনো ভাবেনি 😛  । এখন মুল কথায় আসা যাক 😀 ।

আজকের রিভিউ অন্য ধরনের শিরোনাম দেখে হয়ত ভাবছ , এটা আবার কি ? হ্যাঁ , আমি কোন গেমসের রিভিউ লিখতে যাচ্ছি না । আমি জিটিএ ফোর গেমসের জনপ্রিয় চরিত্র নিকো বেলেক সম্পর্কে রিভিউ লিখতে যাচ্ছি । যেহেতু এটি গেমসের রিভিউ নয় , গেমসের চরিত্রের রিভিউ তাই এই রিভিউ কিছুটা ভিন্ন ধরনের হবে ।

নিকো বেলেক , জিটিএ সিরিজের প্রধান চরিত্র । এখনো নিকোকে জিটিএ সিরিজের সবচেয়ে জনপ্রিয় এবং স্মার্ট চরিত্র হিসেবে বিবেচনা করা হয় । নিকো যুগোশ্লাভিয়ার অধিবাসী ছিল । সে একজন দক্ষ গাড়ি চালক এবং নিশানাবাজ ছিল । সে ব্যবহারে অত্যন্ত ভদ্র এবং শত্রুর নিকট ঠাণ্ডা মাথার কিলার ছিল । তার অত্যন্ত সুগঠিত বডি এবং স্টাইলিশ লুক ছিল । নিজের দেশে থাকা অবস্থায় সে দেশের জন্য যুদ্ধ করেছিল । তবে তার জীবনে অনেক দুঃখকর ঘটনা ছিল ।

যুদ্ধ বিধ্বস্ত দেশে নিকো কোন ভালো কাজ পাচ্ছিল না । নিকো তার কাজিন ( ভাই ) রোমানের সাথে কথা বলে । রোমান জানায় , লিবার্টি সিটিতে টাকার ছড়াছড়ি । সে এখানে এলে একটা ভালো কাজ পেয়ে যাবে । কিন্তু রোমান মিথ্যা বলেছিল , সে নিজেকে রক্ষা করার জন্য নিকোকে ব্যবহার করতে চাইছিল । পরবর্তীতে লিবার্টি সিটিতে আসার পর নিকো জানতে পারে সেখানে বেঁচে থাকার জন্য অন্য ধরনের যুদ্ধ করতে হয় । সেই যুদ্ধ হল “সন্ত্রাসী কর্মকাণ্ড” ।

লিবার্টি সিটিতে আসার পূর্বে নিকোর দেশে একটি যুদ্ধ হয়েছিল । যুদ্ধে নিকোর আন্টি অর্থাৎ রোমানে মা শত্রু পক্ষের হাতে ***** শিকার হয় এবং নিহত হন । “ ***** “ বিষয়টি সে রোমানের কাছ থেকে গোপন রাখে । সে এই দুঃখের কথা গুলো তার গার্লফ্রেন্ড কেটকে বলেছিল ।

গেমসের একেবারে শেষ তার প্রিয় গার্লফ্রেন্ড কেটকে হত্যা করা হয় । ফলে সে প্রচণ্ড কষ্ট পায় এবং প্রতিশোধের আগুনে জ্বলে উঠে । এছাড়াও কয়েকজন তার সাথে বিশ্বাসঘাতকতা করে । আবার দিমিত্রি রেসকল্ভের লোকেরা তাদের দোকান আর এপার্টমেন্ট পুড়িয়ে দিয়েছিল ।

নিকো অনেকের সাথে কাজ করেন । তারা হলেন মিখাইল ফাউস্টিন , দিমিত্রি রেসকল্ভ , ভ্লাড , প্লেবয় এক্স , লিটেল জ্যাকব , এলিজাবেথ , প্যাটরিক ম্যাকরেরী , ডোয়াইন , গ্রে ম্যাকরেরী , ফ্রান্সিস ম্যাকরেরী , ডেরিক ম্যাকরেরী , রে বচিনো , জিমি পিগোরিনো , ফিল বেল , বার্নি সহ আরো অনেকে ।

নিকোর আনন্দের সময় -

নিকো তেমন একটা ভালো সময় কাটায়নি , তবুও গবেষণা করলে তার কিছু আনন্দময় স্মৃতি পাওয়া যায় ।
যেমন মিশেলের সাথে তার প্রথম প্রেম , ম্যাকরেরী পরিবারের সাথে পরিচয় , রোমানের নতুন জমজমাট ক্যাব ব্যবসা , কেট ম্যাকরেরীর সাথে পরিচয় , ম্যাকরেরী ভাইদের সাথে ব্যাংক ডাকাতি , প্লেবয় এক্সকে মারার পর নতুন এপার্টমেন্ট , বহু কাজের পর বিপুল অর্থ তাকে সুখ এনে দিয়েছিল ।

নিকোর অন্যতম প্রধান শত্রু দিমিত্রি রেসকল্ভ সেটা অবশ্যই স্বীকার করতে হবে ।

নিকো বেলেক আমার অন্যতম প্রিয় চরিত্র । আমি চাই রকস্টার গেমস যেন এই স্মার্ট কিলারকে আবার ফিরিয়ে নিয়ে আসে 🙂 । যদিও জানি সেটা সম্ভব নয় তবুও নিকো আমাদের মনে বেঁচে থাকবে সারাজীবন 😀 ।

সুযোগ পেলে বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক গেমিং গ্রুপ থেকে ঘুরে আসতে ভুলো না , @গেমস ওয়ার্ল্ড ফ্যানস থাকবে তোমাদের প্রতীক্ষায় !

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো।

    @শৌভিক তালুকদার: ধন্যবাদ 🙂

ভাল লিখেছেন।

Level 0

ধন্যবাদ ফিরে আসার জন্য 😀