এই টাইপের গেমস কমই খেলা হয় আমার! অন্যভাবে বলা যায় এই টাইপের গেমসগুলো তেমন মজা লাগে নি আমার তবে এই ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটি খেলে মজাই পেলাম আর বসে গেলাম টিউন করতে!
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গেমস জোনের আরেকটি নতুন পর্ব। গেমস জোনের বয়স এখন আড়াই বছর। দেখা যাক আর কত দিন চালাতে পারি!
ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটি একটি একশন-এডভেঞ্চার ধাঁচের গেম। গেমটি ২০১০ সালের ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো গেমটির সিকুয়্যাল আর ক্যাস্টেলভ্যানিয়া গেমস সিরিজের ৩৫তম সংস্করণ এটি।
ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটি নির্মাণ করেছে মারকুরিস্ট্রিম এবং প্রকাশ করেছে কোনামি। গেমটি এ বছরের ফেব্রুয়ারী (২০১৪) মাসে মুক্তি পেয়েছে। আর গেমটি DLC মুক্তি পেয়েছে মার্চে!
গেমটির স্টোরিলাইন সেট করা হয়েছে মেডিভ্যাল এবং মর্ডান এই দুই যুগে। গেমটিতে তোমাকে একজন দুর্বল ড্রাকুলার হয়ে খেলতে যে তার সাবেক শত্রু “Satan” কে পরাজিত করতে চায়। গেমটির গেম-প্লে অরিজিনাল লর্ডস অফ শ্যাডো এর মতোই কিন্তু এবার ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটিতে যোগ করা হয়েছে ওপেন ওর্য়াল্ড। ড্রাকুলার রয়েছে মাল্টিপল পাওয়ার এবং অস্ত্র যার সাহায্যে সে তার লক্ষ্যে পৌঁছাবে! গেমটির “আল্টিমেইট গোল্ড এডিশন” এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
গেমটি শুরু হয় লর্ডস অফ শ্যাডো এবং মিরর অফ ফেইট এর রিকেপ দিয়ে যেখানে গ্যাব্রিয়েল বেলমন্ট এর ড্রাকুলা হয়ে উঠা এবং তার ছেলের সাথে সংর্ঘষ এবং ছেলে হত্যা করা ইত্যাদি দেখানো হবে। আর গেমটির কনট্রোল তোমার হাতে আসে তখনই যখন Knight রা ড্রাকুলার ক্যাস্টল আক্রমণ করতে আসে।
এবার ড্রাকুলা শয়তান (Satan) এর বিরুদ্ধে লড়বে মর্ডান সিটিতে। সিরিজের আগের গেম ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো এর মতোই ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটিতে তুমি ড্রাকুলা “গ্যাব্রিয়েল বেলমন্ট” এর ভূমিকায় খেলবে যেখানে সে ওপেন ওর্য়াল্ডে যুদ্ধ করে। গেমটির শুরুতেই তুমি ড্রাকুলাকে নিয়ন্ত্রণ করতে পারবে তবে তখনও সে তার সকল পাওয়ার এবং অস্ত্র পায় নি। ড্রাকুলার প্রধান অস্ত্র হলো তার শ্যাডো উইপ। অস্ত্রটি লর্ডস অফ শ্যাডো গেমটির কমবাট ক্রস এর মতোই। আগের গেমটির ম্যাজিক সিস্টেমের পরিবর্তে ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটিতে এসেছে Void Sword এবং Chaos Claws। Void Sword অস্ত্রটি ব্যবহার করে ড্রাকুলার হেলথ রির্চাজ করা যাবে অন্যদিকে Chaos Claws অস্ত্রটি শত্রুর ডিফেন্স ভাঙ্গতে এবং পাওয়ারফুল আক্রমণ করতে ব্যভহার করা যাবে।
গেমটিতে যেহেতু ওপেন ওর্য়াল্ড ফিচার করা হয়েছে এর মানে গেমটির অবজেক্টটিভসগুলো তুমি তোমার ইচ্ছে মতো উপায়ে পূরণ করতে পারবে। এছাড়াও ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটিতে নতুন ফিচার হিসেবে এসেছে Movable Camera যেটি ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো গেমটিতে ছিলো না।
গেমটির এনাউন্স হয় ২০১২ সালে ই৩ প্রেস কনফারেন্সে। নির্মাতা গেমটিতে ড্রাকুলার হয়ে খেলা যাবে এটার উপর জোড় দিয়েছেন। যা ক্যাস্টেলভ্যানিয়া সিরিজের এই প্রথম। সিরিজের আগের গেমটির থেকে ক্যাস্টেলভ্যানিয়া: লর্ডস অফ শ্যাডো ২ গেমটির কুইক-টাইম ইভেন্টে Over-reliance কমানো হয়েছৈ এবং ফিক্সড ক্যামেরা মুছে ৩৬০ ডিগ্রির ক্যামেরা মুভমেন্ট লাগানো হয়েছে।
মার্চ মাসে “Revelations” নামে একটি DLC মুক্তি দেওয়া হয়। DLC তে গেমটির স্টোরিলাইনের প্রিকুয়্যাল হিসেবে সাজানো হয়েছে যেখানে ড্রাকুলার ছেলেকে নিয়ে DLC টির কাহিনী সাজানো হয়েছে।
নির্মাতাঃ মারকুরিস্ট্রিম
প্রকাশ করেছেঃ কোনামি
সিরিজঃ ক্যাস্টেলভ্যানিয়া
ইঞ্জিণঃ Mercury Engine 2
খেলা যাবেঃ মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
মুক্তি পেয়েছেঃ ফেব্রুয়ারী, ২০১৪
ধরণঃ একশন-এডভেঞ্চার, থার্ড পারসন
মিনিমামঃ পেন্টিয়াম ৪ ২.৪ গিগাহার্জ গতির প্রসেসর ২ গিগাবাইট র্যাম, জিফোর্স ৮৮০০ জিটিএস কিংবা রাডিয়ন এইচডি ৫৪৫০ গ্রাফিক্স কার্ড, উইন্ডোজ এক্সপি (সার্ভিস প্যাক ৩) – ৩২ বিট অপারেটিং সিস্টেম, ডাইরেক্ট এক্স ৯.০ সাথে শেডার মডেল ৩.০, ১০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস
ভালোভাবে খেলতে হলেঃ কোর ২ কোয়াড ২.৩৩ গিগাহার্জ গতির প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম, জিফোর্স জিটি ৭৪০ কিংবা রাডিয়ন এইচডি ৬৬৭০ গ্রাফিক্স কার্ড, উইন্ডোজ সেভেন – ৬৪বিট অপারেটিং সিস্টেম, ডাইরেক্ট এক্স ১১ সাথে ১০ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস
কোপা!!
মজাই আলাদা!
অনেকটা ডিএমসির মতো!
একাকি . . . .
ড্রাগন বল জি এর মতো পশুটা!
গোল্ডেন শত্রু!
গেমটির শুরুর দিকে . . .
একটি কুইক টাইম ইভেন্ট
গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের সাইট থেকে : http://www.gamewala.net
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!