ভয় কি? এর উত্তর জানেন? হুম! ভূত এফএম শুনে ভয় যদি না পান তাহলে এই আউটলাষ্ট গেমস সিরিজটি ট্রাই করে দেখতে পারেন! হাহাহাহা!
ভূতদের সাথে লড়াই করতে হবে না, বেয়ার গিলস এর মতো জাষ্ট “টিকে থাকার লড়াই” করতে হবে গেমটিতে!
হ্যাঁ বন্ধুরা, গত মাসে বাজারে এসেছে ব্লকবাষ্টার গেম আউটলাস্ট এর DLC “Whistleblower”
আউটলাষ্ট Whistleblower একটি সুরভাইবাল হরর ভিডিও গেম । গেমটি নির্মাণ এবং প্রকাশ করেছে রেড ব্যারেল গেমস। গেমটি আউটলাষ্ট গেমটির প্রিকুয়্যেল এবং DLC। এই গেমটিতে ওই মানসিক হাসপাতালটির কাহিনী বলা হয়েছে এবং মাইলস এর মৃত্যুর পর হাসপাতালটির শেষ অবস্থা কি হলো তাও রয়েছে! গেমটি প্লে-স্টেশন ৪ এবং পিসির জন্য মুক্তি পেয়েছে ৬ মে, ২০১৪ সালে।
সো যারা যারা আউটলাষ্ট খেলেছো তারা তো অবশ্যই গেমটি খেলে দেখবে, আর যারা এখনো খেলোনি তাদেরকে বলবো আগে আউটলাষ্ট গেমটি খেলে আসতে।
আউটলাষ্ট গেমটির মতোই এই গেমটিতেও একই ধাঁচের গেম-প্লে থাকছে। যেখানে কমবাট করার কোনো সুযোগ নেই এবং প্লেয়ার মানে তোমাকে হয় শত্রুদের কাছ থেকে দৌড়াতে হবে অথবা পালিয়ে থাকতে হবে বেঁচে থাকার জন্য!
তুমি পালিয়ে থাকতে পারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে। যেমন লকারের ভিতর, খাটের নিচে, বিভিন্ন কর্নারে কিংবা সাধারণ বেশি অন্ধকারাছন্ন জায়গাগুলোতে। আর দরজা যুক্ত জায়গাগুলোতে দরজা লাগতে অবশ্যই ভুলো না যেন!! আর ধাওয়া থেকে বাঁচতে হলে ছোট ছোট জায়গাগুলো দিয়ে দৌড়িয়ে যেতে হবে যাতে বিশালাকার দেহের “শত্রু”গুলো আর তোমার পিছে পিছে ধাওয়া করতে না পারে।
গেমটিতে তোমার সাথি হবে তোমার ভিডিও ক্যামেরা টি । ক্যামেরাটি ব্যাটারী চালিত এবং এটিতে নাইট ভিশন ফিচার রয়েছে যার সাহায্যে গেমটির অন্ধকার অঞ্চলে তোমার পথ চলাতে কাজে আসবে। যেহেতু ক্যামেরাটি ব্যাটারী চালিত তাই ব্যাটারী শেষ হয়ে গেলে তোমাকে ব্যাটারী যোগাড় করতে হবে! গেমটিতে ব্যাটারী খুঁজে পাওয়া যাবে বিভিন্ন জায়গা হতে। যেমন বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস এর কাছে, বুকশেলের চিপায়, হারিকেনের পাশে মানে একটু গভীরতম স্থানে ব্যাটারী পাওয়া যাবে। তাই চলার পথে দুটি চোখ খোলা রেখে চলতে হবে।
ভিডিও ক্যামেরাটি যতক্ষণ একটিভ থাকবে মানে যতক্ষণ ভিডিও রের্কড হতে থাকবে ততক্ষণ প্লেয়ার তার চিন্তাগুলো নোটবুকে সংরক্ষণ করবে। আর গেমটিতে তুমি বিভিন্ন ধরণের ডকুমেন্ট কুড়িয়ে পেতে পারো। যেগুলোতে হাসপাতালটির সম্পর্কে বিভিন্ন তথ্য লিখিত আকারে থাকবে। ডকুমেন্টগুলো নীল ফোল্ডারে “CONFIDENTIAL” স্ট্যাম্পে থাকবে। ব্যাটারী ও ডকুমেন্ট সংগ্রহ করা ছাড়াও প্লেয়ারকে মাঝে মাঝে চাবি খুঁজতে হবে বিভিন্ন কাজের জন্য!
গেমটিতে মোট ৭টি লেভেল রয়েছে। কম কারণ এটি একটি DLC!
http://kickass.to/outlast-whistleblower-reloaded-t9077941.html
গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের সাইট থেকে : http://www.gamewala.net
বিশেষ দ্রষ্টব্যঃ টিউনটিতে রেডিও ফূর্তির “ভূত এফএম” প্রোগ্রামটিকে ছোট করার জন্য কথাটি লেখা হয়নি। শুধুমাত্র “বিনোদন” এর জন্য প্রোগ্রামটির নাম এখানে ব্যবহার করা হয়েছে!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!