কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে আপনাদেরকে আমি একটি মজার বোর্ড গেম এর সাথে পরিচয় করিয়ে দেব। আর তা হল MONOPOLY. আসলে পরিচয় করিয়ে দেয়ার কিছু বোধহয় নেই। আপনারা সবাই বোধকরি গেমটির সাথে পরিচিত আছেন।
চাইলে গেমটি আপনি কম্পিউটার এর সাথে কিংবা বন্ধুদের সাথেও খেলতে পারেন। রয়েছে মাল্টিপল প্লেয়ার অ্যাড করার সুযোগ।
কিছু স্ক্রীনশট
আশা করি গেমটি আপনাদের ভাল লাগবে।
15.4MB গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Packman: অত্যন্ত জনপ্রিয় একটি ফ্লাশ গেমও সাথে দিয়ে দিলাম। সাইজ মাত্র 59KB. ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
রাইট ক্লিক করে save link as চাপুন।অপশন আসলে save দিবেন। ফ্লাশ প্লেয়ার থাকলে তা দিয়ে ওপেন হবে। আর ফ্লাশ প্লেয়ার না থাকলে যেকোন ব্রাউসার দিয়ে ওপেন করুন।
গেমগুলো কেমন লাগল জানাবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।
আমি বাকের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই monopoly টা ডাউনলোড দিতেছি কিন্তু ziddu ? current চলে গেলে খবর আছে….