গেমস জোন [পর্ব-২৪৮] :: কল অফ ডিউটি: এডভান্সড ওয়ারফেয়ার (২০১৪) – প্রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

সিরিজের শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষপটকে ঘিরে। পরে সিরিজের মাঝামাঝি সময়ে তা পাল্টিয়ে বর্তমান যুগের যুদ্ধে ফোকাস করা হয়। আর সিরিজের শেষ কটি গেমসে প্রেক্ষপটকে ভবিষ্যৎ এর দিকে ফোকাস করিয়ে দেওয়া হয়েছে।

হ্যাঁ! দিন যায়, পাখিরা উড়তে থাকে, ঘাসেরা বড় হতে থাকে যেমনি তেমনি প্রতি বছরই কল অফ ডিউটি সিরিজের নতুন গেম বাজারে আসবে এটা এখন একটা প্রথা হয়ে গিয়েছে। আর এরই ধারাবাহিকতায় এ বছরের কল অফ ডিউটি গেমটি হচ্ছে “এডভান্সড ওয়ারফেয়ার”। মর্ডান ওয়ারফেয়ার তাহলে শেষ!!

কল অফ ডিউটি: এডভান্সড ওয়ারফেয়ার যেটি আগে কল অফ ডিউটি ২০১৪ নামে ডাকা হতো, এটি একটি আপকামিং ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম যেখানে রয়েছে ফিউচারিষ্টিক মিলিটারী ধাঁচের গেম-প্লে। গেমটি মূলত পরবর্তী প্রজন্মের গেমস কনসোলের জন্য রিলিজ হচ্ছে। তবে বর্তমান প্রজন্মের গেমস কনসোল সাথে পিসিতেও মুক্তি পাবে গেমটি। তবে তাহলে কি পিসিতে খেলতে হলেও দরকার উচ্চ মানের হার্ডওয়্যার???

গেমটি এখন স্লেডগহ্যামার গেমস কোম্পানির দ্বারা নির্মাণ কাজ চলছে এবং গেমটি এক্টিভিশন কোম্পানির আন্ডারে প্রকাশ পাবে। গেমটি নভেম্বর ৪, ২০১৪ সালে মুক্তির তারিখ দেওয়া হয়েছে।

  • নির্মাতাঃ স্লেডগহ্যামার গেমস
  • প্রকাশ করবেঃ এক্টিভিশন
  • সিরিজঃ কল অফ ডিউটি
  • মুক্তি পাচ্ছেঃ নভেম্বর ৪, ২০১৪
  • ধরণঃ ফার্স্ট পারসন শুটার, মিলিটারী থিম, ফিউচারিষ্টিক গেম-প্লে
  • খেলার ধরণঃ সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার ভিডিওঃ

http://www.youtube.com/watch?v=sFu5qXMuaJU

http://www.youtube.com/watch?v=tbIUqeWXNL4

এ বছরের কল অফ ডিউটি গেমটিকে তোমার HALO এবং CRYSIS গেমস সিরিজের মতো মনে হবে। কারণ গেম-প্লে, গেজেড, গাড়িবহর সহ অনেক কিছুই আমারা আগেই দেখেছি অন্যান্য সিরিজের গেমসগুলোতে।

অভিনেতা কেভিন স্প্যাসি এর কণ্ঠস্বরে এবারের কল অফ ডিউটি গেমসটির antagonist  চরিত্রে থাকছে জোনাথান আইরনস। গেমটির কাহিনীচক্র সেট করা হয়েছে ২০৫৬ সালকে ঘিরে।

জোনাথান আইরনস তখনকার বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট মিলিটারী করপোরেশনে ফাউন্ডার। গেমটিতে তোমাকে ভবিষ্যৎতের এডভান্ড সোল্জারের ভূমিকায় খেলতে হবে। সাথে রয়েছে ভবিষ্যৎতের সকল অস্ত্র, গাড়ি, গেজেড সহ নতুন গুলি ফায়ারিং সিস্টেম।

গেমটির অফিসিয়ালী কিছু তথ্য জানা যাকঃ

  • কল অফ ডিউটিঃ এডভান্সড ওয়ারফেয়ার গেমটি নির্মাণ করছে স্লেডগহ্যামার গেমস, যারা মর্ডান ওয়ারফেয়ার ৩ গেমটির কো-ডেভেলপারস ছিল। গেমটি ভবিষ্যৎতের শক্তিশালী পটভূমিতে রচনা করা হয়েছে। গেমটিতে ভয়েস এবং অভিনয় করেছেন একাডেমি এওর্য়াড বিজয়ী অভিনেতা কেভিন স্প্যাসিই।
  • গেমটি পটভূমি ২০৫৬ সালের ভবিষ্যৎ দুনিয়ায় সেট করা হয়েছে। যেখানে বর্তমান যুগের মিলিটারী এক্সপেরিয়েন্সের সাথে নতুন নতুন গেডেজ যুক্ত করা হয়েছে।
  • বহু সিনেমা, অন্যান্য ফিউচারিষ্টিক গেমসের উপর গবেষণা করেই গেমটির ভবিষ্যৎ পটভূমি সাজানো হয়েছে।
  • গেমটির প্রতিটি সৈন্যের রয়েছে শক্তিশালি Exoskeletons স্যূট। এর মাধ্যমে মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা এখন করা যাবে!
  • গেমটিতে প্লেয়ারের নতুন ফিচার হিসেবে থাকছে এডভান্সড এবং নতুন আরমর ও অস্ত্র, বুষ্ট জাম্প, ক্লকিং সিস্টেম এবং শক্তি, স্পিড ও সহ্য ক্ষমতা বাড়ানো আলাদা সিস্টেম।
  • গেমটি তুমি তোমার নিজের মতো করে খেলতে পারবে। যদি তুমি চাও তাহলে গেজেডগুলো ব্যবহার না করেও তুমি মর্ডান ওয়ারফেয়ারের মতো করে গেমটি খেলতে পারবে।
  • গেমটিতে গুলি টাইপ রয়েছে দু ধরণের। একটি হচ্ছে নরমাল গুলি সিস্টেম। আর আরেকটি হচ্ছে ডাইরেক্টেড-এনার্জি গুলি সিস্টেম। অনেকটা NFS Hot Pursuit গেমটির EMP অস্ত্রের মতো।

গেজেডঃ

The Exo Suit:

গেমটির গেম-প্লের প্রধাণ উপকরণ হচ্ছে এই নতুন ধারা স্যূট। এটি কমাবাট এবং মোবালিটি দুটোতেই ভালো পারফরমেন্স দিবে। এর সাহায্যে সৈন্যরা দ্রুততা, শক্তি, উচ্চ লাফ ইত্যাদি সুবিধা উপভোগ করতে পারবে।

Wall Climbing:

ব্ল্যাক অপস ২ গেমটিতেও এই ধাঁচের ফিচার ছিলো। আমার এই ধাঁচের ফিচার মিশন ইমপোসিবল: গোষ্ট প্রোটোকল, বলিউডের প্রিন্স ইত্যাদি ছায়াছবিতেও দেখিছি। তবে টাইটানফল গেমটির ওয়াল রানিং সিস্টেমের মতো নয় এই ফিচারটি।

The Mech Suit:

হেভি আরমর এবং বৃহৎকার ধাঁচের স্যূট হচ্ছে এই মেচ স্যূটটি। এটিতে রয়েছে বিল্ট-ইন গেটিং অস্ত্র। এই টাইপের ফিচারটি মূলত গেমটির মাল্টিপ্লেয়ারে দেখা যাবে তাই সিঙ্গেল প্লেয়ারে এটি রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

Invisibility:

ক্রাইসিস এবং হালো সিরিজে আমরা অনেক আগে থেকেই ক্লকিং মোড সম্পর্কে জেনেছি এবং ব্যবহারও করেছি। এবার কল অফ ডিউটি সিরিজেও আসছে এই অদৃশ্য সিস্টেম। দেখা যাক অন্যান্য গেমস সিরিজের চেয়ে এই গেমে ফিচারটির কতটা আপগ্রেড করা হয়েছে।

Infrared Grenades:

বর্তমান যুগের গ্রেণেডের ধ্বংস ক্ষমতা নিদির্ষ্ট ছোট এরিয়ার মধ্যে সীমাবন্ধ থাকে। তবে গেমটির এই মাল্টিপ্লেয়ার ফিচারটির সাহায্যে অনেক দূর পর্যন্ত গ্রেণেডর ধ্বংস করার ক্ষমতা থাকবে।

Light Net:

প্রাথমিক ভাবে এই গেজেডের সাহায্যে শত্রুর এরিয়াকে পূর্ণাঙ্গভাবে স্ক্যান করা যাবে সাথে শত্রুর মুভমেন্ট নির্ণয়ও করবে। এছাড়াও ল্যান্ড মাইন ছাড়াও অন্যান্য যন্ত্রকেও সনাক্ত করতে ব্যবহার করা হবে এই গেজেড।

Deploy-able Cover:

এবার তুমি এবং তোমার দলের সদস্যরা প্রায় সব জায়গাতেই কভার সিস্টেম বানাতে পারবে। গেজেডটির ব্যাপারে বিস্তারিত জানায়নি।

Hoverbikes:

হালো সিরিজের কথা মনে পড়ে যায় এই গাড়ির ধরণটি দেখলে। পয়েন্ট টু পয়েন্ট যাত্রার জন্য ব্যবহার করা হবে এই ফিউচারিষ্টিক বাইট। এতে রয়েছে বিল্ট ইন গুলি সিস্টেম।

New Drones:

ড্রোন! এগুলোকে এভাটার ছবিতে আগেই দেখিছি আমরা। এবার গেমটিতে এগুলো দেখতে পাবো! তবে কল অফ ডিউটি সিরিজে আগেও ড্রোন ব্যবহার করা হয়েছে। এবার তাহলে আরো আপগ্রেডেড ড্রোন ব্যবহার হবে কি??

Spider Tanks:

এটাকে খুবই পছন্দ হয়েছে আমার! ট্যাংক জগতে নতুন মাত্রা! স্পাইডার ট্যাংক! মানে স্পাইডারের মতো পা থাকবে এই ফিউচারিষ্টিক ট্যাংকগুলোতে। দেখা যাক এদের ডেমেজ সহ্য করার ক্ষমতা বাড়ানো হয়েছে কিনা।

দেখা যাক, এ বছরের কল অফ ডিউটিতেও কি আমরা র‌্যামের চক্করে ফেঁসে যাবো কিনা :mrgreen:

জ্ঞাতব্য:

  • গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
  • গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
  • গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
  • গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
  • ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
  • সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
  • গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।

গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad

সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের  সাইট থেকে : http://www.gamewala.net

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো, তবে আমার ল্যপটপে আমি বেশি গেমস্ খেলতে পারি না। অতিরিক্ত গরম হয়ে যায়, কুলার থেকে খুব জোরে শো শো শব্দ হয়। তাই যতো দিনে ডেক্সটপ না কিনতে পারি ততো দিন মনে হয় এসব গেমস্ থেকে ১০০ গজ দুরত্ব নীতি অবলম্বন করে চলতে হবে। তবে কোনদিন খুলনা আসলে আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে, আশা করি আশাহত করবেন না।

    অবশ্যই দেখা করবো 🙂 আর ল্যাপটপে ভুলেও গেমস খেলবেন না। কারণ একবার স্লো হয়ে গেলে আর স্পিড বাড়াতে পারবেন না । তবে গেমিং ল্যাপটপ এর ক্ষেত্রে আলাদা কথা 😉

Level 0

ভাই আপনি কি গেম টা হাইলি কমপ্রেস করে আপলোড করে দিতে পারবেন

    আগে রিলিজ পাক 🙂

      Level 0

      @গেমওয়ালা: sorry আমি মনে করে ছিলাম এ মাসে রিলিজ পাবে

লাষ্ট সিরিজটা খেলতে পারি নি ৮ জিবি র‌্যাম এর জন্য। এটা এমন হলে কি যে করবো। সুন্দর হইছে।।।

    সেটা এবছরের E3 প্রেস কনফারেন্সে জানতে পারবে!

      @গেমওয়ালা: ভাই Helo 2 Games টার মেইন ফাইল সহ ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন??? গেমস টা খুব দরকার। দিতে পারলে অনেক খুশী হবো।

ভাইজান আপনার কাছে মন থেকে একটা রিকোয়েস্ট দয়া করে টিউন এর শুরুতে এই লম্বা টিউন লিস্ট না দিলে ভাল হয়। আমার মনে হয় আমরা সবাই জানি আপনি গেম নিয়ে সবচেয়ে বড় টিউনার। সুতরাং যারা আপনার অন্য টিউন গুলো পরতে চায় তারা আপনার প্রোফাইল এ গিয়ে পরে নিতে পারবে।

    @হাসান উজ্জামান: সহমত।

    ভাই এটা আমার হাতে নেই। এটা টেকটিউনস এর নিয়ম 🙂 আশা করি কতৃপক্ষ ব্যাপারটা দেখবে 🙂

স্লেডগহ্যামার না, “স্লেজহ্যামার” 🙂