যখন Action-adventure গেমস খেলতে খেলতে বিরক্ত হয়ে গেলাম তখন গেমস জগতে প্রবেশ করল লুসিয়াস !
লুসিয়াস ২০১২ সালের সাইকোলজিকাল হরর গেমস । গেমসটির মূল চরিত্র ৬ বছর বয়সী ছোট বালক , যার নাম লুসিয়াস । এই ছোট বালককে দিয়ে আপনাকে মারতে হবে ২০ জন জীবিত ব্যক্তিকে !
শুরুতেই গেমসের ঘটনায় আসা যাক । গেমসের একেবারে শুরুতে একটি অতিপ্রাকৃতিক ভিডিও দেখা যাবে , যেখান থেকে বুঝা যায় যে লুসিয়াসের পিতা লুসিফার তার শয়তানি শক্তি তার সদ্য জন্মানো পুত্র লুসিয়াসের নিকট প্রদান করে । পরে লুসিয়াসের বয়স যখন ৬ হয় তখন লুসিফার লুসিয়াসের সাথে দেখা করে এবং লুসিয়াসের বাড়ির সবাইকে খুন করতে বলে । নিচের ছবিটিই সেই স্মরণীয় মুহূর্ত ।
কিন্তু এর আগেই লুসিয়াস তার প্রথম খুন করে বসে । সে তার গৃহপরিচালিকা কে কোল্ডস্টোরেজের মধ্যে আটকে রেখে হত্যা করে । কিন্তু আসলে সবই লুসিফারের কুচক্র ।
প্রতি লেভেল বা চ্যাপ্টারে লুসিয়াসকে নিয়ে আপনাকে একটি বা দুইটি হত্যাকাণ্ড করতে হবে । আর এই কাজের লুসিয়াস কিছু টুলস ব্যবহার করে ।
আর এই গুলোর মধ্যে অন্যতম হলো লুসিয়াসের নোটবুক । লুসিয়াস তার প্রত্যেকটি কুকর্মের কোন প্রমান রাখতে চায় না । তাই সে , খুব ঠাণ্ডা মাথায় কাজ করবে । আর লুসিয়াস তাদের বাড়ির প্রত্যেকটি অংশ ঘুরে ঘুরে ক্লু সংগ্রহ করবে, যা আপনাকে পরবর্তী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।
শুধু তাই নয় , আপনাকে বিভিন্ন Chore সম্পন্ন করতে হবে । লন্ড্রির জন্য সবার কাপড় একত্র করা , ময়লা সংগ্রহ করে ডাস্টবিনে ফেলা , নিজের খেলনা গুছিয়ে রাখা ......। এই কাজ গুলো ঠিক মত সম্পন্ন করলে আপনি পাচ্ছেন বিভিন্ন উপহার , এর মধ্যে সুন্দর একটা সাইকেলও আছে । 😛
আমি মনে করি , লুসিয়াস অন্য সাধারন গেমসের মতো নয় । এর গেমপ্লেতে রয়েছে অনেক ভিন্নতা । আপনাকে সব সময় মাথা খাটিয়ে বিভিন্ন বিষয়ের সমাধান করতে হবে । যদি আপনি না পারেন তাহলে আপনি আপনার স্টোরি সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না । ফলে আপনি পরবর্তী লেভেলে অগ্রসর হতে ব্যর্থ হবে । তবে একটু চেষ্টা করলেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন । যদি না পারেন তাহলে কোন সমস্যা নেই , আপনি ইউটিউব বা অন্য সাইট হতে Walkthrough এর সাহায্য নিতে পারেন । এটা আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে 😀
কিন্তু দুঃখের বিষয় , লুসিয়াস গেমসটি শুধু তাদের কাছেই ভালো লেগেছে যারা মাথা খাটিয়ে সকল বাঁধার সমাধান করে সামনে এগিয়ে যেতে পেরেছে । খারাপ তাদের লেগেছে , যারা পারেনি ।
তবুও আমি গেমসটিকে ১০এ ৬ এর বেশি দিবো না । কারন গেমসটিতে কিছু সংখ্যক গ্লিচ এবং বাগ রয়েছে । তবে গেমসটি আমার অনেক ভালো লেগেছে , আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে ।
OS:Windows XP, VISTA, 7
Processor:Pentium 4 1.5GHz or Athlon XP equivalent
Memory:1.5 GB RAM
Graphics:NVIDIA 8600 Series or ATI equivalent DirectX®:9.0c
Hard Drive:3 GB HD space
Sound:DX9.0c compatible
OS:Windows XP, VISTA, 7
Processor:Pentium Dual Core 2.6GHz or AMD equivalent
Memory:2 GB RAM
Graphics:NVIDIA 260 GT Series or ATI equivalent with 512MB of Graphics Memory DirectX®:9.0c
Hard Drive:3 GB HD space
Sound:DX9.0c compatible
আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh