আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অনেকেই NFS ll গেইমটি খেলেছেন রেসিং গেমস হিসেবে এটি একটি অত্যন্ত জনপ্রিয় গেমস ছিল আজ এটি অনেক পুরনো। তার পরেও এই গেমসটির কথা মনে পরলে খেলতে ইচ্ছে করে। আগে সুন্দর ভাবে এক্সপিতে খেলাটি চালানো যেত এখন উই:7 এটা চালাতে গেলে গ্রাফিক্স সমস্যা দেখা দেয়, তাই খেলার ইচ্ছা থাকা সত্তেও খেলতে পারি না।
আমি আপনাদের এই সমস্যাটি দুর করার জন্য নিম্নে দুটি টিপস দিলাম ঠিক মত করতে পারলে আপনার প্রিয় গেমসটি খেলতে পারবেন। আপনার কম্পিউটারে যদি গেমসটি ইন্সটল বা পোর্টেবল অবস্থায় থাকে তাহলে নিম্নের টিপসটি লক্ষ করুন।
১নং ধাপে নোট প্যাড টি ওপেন করুন নিম্নের কোডগুলি কপি করে নোট প্যাডে পেষ্ট করুন।
(taskkill /F /IM explorer.exe
NFS2SEN.exe
start explorer.exe)
তার পর সেভ করুন NFS2SEN.bat
এই ব্যাচ ফাইলটি রাখবেন যে ফোল্ডারে গেমসটি ইন্সল করা আছে সেখানে।
২নং ধাপে আপনার গেইমটি যদি পোর্টেবল হয়ে থাকে অথবা যেই ফোল্ডারে গেমসটি ইন্সল করা হয়েছে সেই ফোল্ডারটি ওপেন করুন সেখানে অনেকগুলি ফাইল আছে তার মধ্যে থেকে NFS2SEN এই ফাইলটির উপর রাইট ক্লিক করে প্রোপ্রাটিজ এ ক্লিক করুন
নিচের মত NFS2SEN Properties নামে একটি উইনডো পাবেন সেখান থেকে চিত্রের মত Compatibly তে ক্লিক করুন চিত্রে নিচে দেখুন Run this program in compatibility mode to বক্সে টিক চিহ্ন দিন তারপর ড্রপবক্সে ক্লিক করে Windows Vista (Service Pack2) সিলেক্ট করে দিন। এবার ওকে দিয়ে বেরিয়ে আসুন কাজ শেষ।
এবার যখনি গেমসটি চালু করবেন, আপনার সেভ করা ব্যাচ ফাইলটিতে ডাবল ক্লিক করলেই আগের অবস্থায় আপনার প্রিয় গেমসটি খেলতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
পুরাতন জিনিস নিয়া টিউন করলাম তাই কেউ খারাপ মন্তব্য করবেন না।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল হইসে ভাই এক্তা solution দিতে পারবেন আমার google chrome এ font একতার উপর আরেকটা আসে মাঝে মাঝে আর মযিল্লার মত ক্লিয়ার বাঙলা দেখতে পারি না