গেমস জোন [পর্ব-২৩৯] :: ফারক্রাই ৩ (২০১২) – Walkthrough (৫ম খন্ড)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

ভাসকে হত্যা করা হয়েছে গত পর্বে! তাহলে কি ফারক্রাই ৩ গেমটি শেষ!!?? নাহ! এবার সময় এসেছে ভাস এর বস হোয়েটকে খুন করার! চলো আবারো চলে যাই ফারক্রাই ৩ এর দুনিয়ায়।

Citra’s Favor

আমরা গেমটির ২৭তম মিশনে চলে এলাম। গত মিশনে ভাসতে নাটকীয় ভাবে খুনের পর চিত্রার তোমাকে অনুরোধ করবে ভাস এর খারাপ হওয়া পথে যিনি দায়ী, ভাস এর বস হোয়েট তাকে খুন করার।

Objectives:

  •  চিত্রার সাথে আলোচনা করো
  •  চিত্রার মন্দির পরিত্যাগ করো
  •  তোমার বন্ধুদের সাথে কথা বলো

ভাস কে খুনের পর তুমি নিজেকে চিত্রার পাশে শোয়া অবস্থায় আবিস্কার করবে। যেখানে চিত্রা তোমাকে ভাস এর খারাপে নেপথ্যে যে রয়েছে, হোয়েটের কথা তোমায় জানাবে। এবং তখনই তুমি চিত্রাকে আশস্ত করবে যে, তুমি থেকে যাবে এই আইল্যান্ডে, , , , চিত্রার সাথে।

তার সাথে কাটসিন শেষ হলে তার মন্দির থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এবার তোমার বন্ধুদের তোমার সিদ্ধান্তের কথা জানানোর সময় এসে গেছে। ডাক্তারারের ম্যানশনের নিচে অবস্থিত গুহাতে যাও।

গুহাতে গিয়ে আরেকটি কাটসিন শুরু হবে। যেখানে দেখাবে যে, তুমি তোমার ভাইয়ের হত্যা এবং চিত্রার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবার জন্য এই দ্বীপে থেকে যেতে চাও। খুবই আবেগঘন দৃশ্য!

Fly South

তোমার বন্ধুদের সাথে আলোচনার পর গুহা হতে বেরিয়ে আসলেই পরবর্তী মিশনের ডাক আসবে তোমার কাছে।

Objectives:

  •  গুহা হতে বের হও
  •  উলিসের সাথে কথা বলো
  •  এয়ারস্ট্রিপে যাও
  •  উলিসকে বাঁচাও
  •  উলিসকে রক্ষা করো
  •  বেঁচে থাকা পাইরেটদের হত্যা করো
  •  উলিসের সাথে কথা বলো

এবার তোমাকে উলিসের সাথে কথা বলতে হবে। কারণ সেইই তোমাকে হোয়েটের আইল্যান্ডে নিয়ে যাবে, , , ,  উড়িয়ে!

উলিসের সাথে দেখা করার জন্য এয়ারস্ট্রিপে যাও। সেখানে গিয়ে দেখবে যে উলিসকে আক্রমণ করতে আসছে অনেক পাইরেট। উলিসকে পাইরেটদের হাত থেকে রক্ষা করো। এরপর উলিস প্লেনটিকে ঠিক করতে থাকবে এবং এখনো উলিস এবং প্লেন দুটোকে পাইরেটদের হাত থেকে রক্ষা করতে হবে। প্লেন ঠিক করা হয়ে গেলে বেঁচে থাকা পাইরেটদের খুন করো এবং উলিসের সাথে কথা বলো।

একটি কাটসিন শুরু হবে যেখানে তুমি এবং উলিস বিমানে করে উড়ে যাবে। উলিস যাবে রাশিয়ায় এবং পথিমধ্যে তোমাকে হোয়েটের আইল্যান্ডে ছেড়ে দিবে। সমুদ্রের উপর ঝাঁপ দিয়েই মিশনটি শেষ হবে।

উল্লেখ্য যে, এয়ারস্ট্রিপে গুটি কয়েক হেভি আরমর এবং মেশিনগান ওয়ালা পাইরেট থাকবে। এদের কে সহজে বশে আনার জন্য এয়ারস্ট্রিপে একটি আলাদা Turret থাকবে। এর সৎ ব্যবহার করতে হবে।

Doppelganger

আইল্যান্ডে উলিসের পরিচিত একজন সৈন্য রয়েছে যার নাম স্যাম। তার সাথে তোমাকে দেখা করতে হবে। আর এই মিশনে তুমি একটি পাইরেট স্যুট পাবে। এটি পরিহিত অবস্থায় অন্য পাইরেটরা তোমার উপর আক্রমণ করবে না যতক্ষণ না তুমি আগে ওদেরকে আক্রমণ করছো।

Objectives:

  •  স্যামকে খুঁজে বের করো এবং তাকে হোয়েটের সর্ম্পকে জিঙ্গেস করো
  •  Cenote তে সর্তকতার সাথে প্রবেশ করো
  •  সিঁড়ির ব্যবহার উত্তম!
  •  ডকের প্রবেশ পথে যাও
  •  ডকের প্রবেশের অন্য পথ বেঁচে নাও
  •  হোয়েটের শিপে উঠো
  •  পাইরেটকে নিশব্দে হত্যা করো এবং তার পোষাক টি পড়ে নাও
  •  পাইরেট অফিসারকে তোমার আইডি স্ক্যান করতে দাও
  •  অন্যান্য পাইরেটদের সাথে হোয়েটের অরিয়েন্টেশনে যোগ দাও
  •  বোট ব্যবহার করে Cenote এরিয়াটি পরিত্যাগ করো

ওহ! বড় মিশন! নতুন আইল্যান্ডে এসে একটি ট্রাক পাবে কয়েকশ গজ সামনে। ট্রাকে উঠে স্যামকে খুঁজে বের করো। স্যাম সামনের একটি ক্যাম্পে রয়েছে।

স্যামের সামনে আসতেই একটি কাটসিন শুরু হবে এবং তুমি সেটি দেখে কাহিনীর সবকিছুই বুঝতে পারবে।

স্যামের সাথে আলোচনা শেষ হলে, ডেনিসের একটি ফোন আসবে, চিত্রা তোমাকে আল্টিমেইট ওয়ারিওর বানাতে চায় সেটা জানাবে, যাই হোক এবার তোমাকে একটি পাইরেটদের পোষাক সংগ্রহ করতে হবে।

Cenote এরিয়াতে আসার পর তোমাকে সাবধানে এগাতে হবে। কেউ যাতে তোমাকে স্পট না করতে পারে যতক্ষণ না পোষাকটি সংগ্রহ করে পড়েছো। এবং এর আগে কাউকে তুমি হত্যাও করতে পারবে না। তাই পাথরের সাহায্যে শত্রুদের অন্যমনস্ক করে এগিয়ে যেতে হবে এখন থেকে।

সিনোটে থেকে গভীরে যেতে হলে অবশ্যই পাথর এবং তোমার ক্যামেরার সৎ ব্যবহার করতে হবে। এবং C বাটন চাপ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হবে।

এভাবে নিশব্দে যেতে যেতে এক সময় সমুদ্রের পানির সংযোগ স্থলে এসে পড়বে। তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দাও কেউ দেখে ফেলার আগেই। এখন সামনের জাহাজটির দিকে সাঁতারাতে থাকো। জাহাজটিতে উঠে টার্গেট পাইরটকে পেছন থেকে ছুঁড়ি দিয়ে খুন করো এবং তার পোষাকটি পড়ে নাও।

পোষাকটি পড়ে নেবার পর স্যামকে তুমি কল করবে এবং ফোনে স্যাম তোমাকে বলবে কিভাবে এই পোষাক পড়ে আচরণ করতে হয়। স্যামের সাথে কথা বলা শেষ হলে তোমার হাতের ডান সাইডের দিকে হেঁটে যাও এবং অপারেটরকে তোমার আইডি চেক করতে দাও। চেক করা হলে হোয়েটের অরিয়েন্টেশনে যোগ দাও। একটি বিশাল কাটসিন দেখার জন্য তৈরি তো??

কাটসিন টি শেষ হলে যেকোনো পথে আবারো সমুদ্রের পানিতে ঝাঁপ দাও এবং চিহ্নিত বোটে উঠো আর সিনোটে এরিয়া থেকে চলে আসো।

Triple Decker

Objectives:

  •  পুরাতন মন্দির এ যাও
  •  তিনজন VIP কে খুন করো এবং প্রমাণ খোঁজো তাদের শরীলে
  •  এরিয়াটি পরিত্যাগ করে আসো

পাইরেটদের পোষাক সংগ্রহ করে পরিধান করার পর এবার তোমাকে হোয়েটের আরো কাছে যেতে হলে হোয়েটকে খুশি করতে হবে। আর তা করতে হলে আগে তোমাকে হোয়েটের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের কে খুন করতে হবে। এতে করে হোয়েট এর বিশ্বাস তোমার উপর অনেকটাই বেড়ে যাবে।

এবার তোমাকে একটি বেস ক্যাম্পে যেতে হবে। এখানে তোমাকে তিনজন তারকা চিহ্নিত লোককে খুন করতে হবে এবং তাদের বডি চেক করতে হবে প্রমাণের জন্য।

এই মিশনটি হয় সাইলেন্ট বা ভায়োলেন্ট ভাবে খেলতে হবে!! সাইলেন্ট ভাবে খেলতে হলে সাইলেন্সার অস্ত্র এবং প্রচুর ধৈর্য্য থাকা লাগবে।

তিনজন ভিআইপির একজন কে ক্যাম্পের মাঝখানের টং ঘরে পাবে। আর বাকি দুজনকে পাহাড়ের উপরে মানে উচ্চ লেভেলে পাবে। সাইলেন্ট মোডে খেললে প্রতিটি খুনের পর বডিগুলোকে সরিয়ে নিতে হবে কুইট। আর ভায়োলেন্ট ভাবে খেলতে তোমার নিজের ইচ্ছে মতো তাদের উপ্রে ঝাঁপিয়ে পড়ো!!

তিনজন কে হত্যার পর তাদের বডি চেক করো E বাটন চেপে। তোমার কাছে লিষ্টটি থাকবে না তবে একটি মিটিং এর টাইম এবং ডেট জানতে পারবে। এবং তখনই স্যাম তোমাকে ফোন করে একটি মিশনে সাহায্য চাইবে। আর তখনই পরবর্তী মিশন শুরু।

Defusing the Situation

  •  আলফা ক্যাম্পের নাসার্রি তে যাও
  •  স্যামে ফলো করে বোমের লোকেশনে যাও
  •  স্যাম কে রক্ষা করো যখন সে ৩টি বোমকে ডিফিউজ করবে

প্ল্যান্টেশনের গেটের সামনে স্যামের সাথে দেখা করো। সেখানে সে তোমাকে মিশনের বিস্তারিত ব্রিফিং দিবে। সম্প্রতি হোয়েটের বিপক্ষের পাইরেটরা এই প্ল্যান্ট এরিয়াতে তিনটি বোম ফিট করেছে। এখন তোমাকে এবং স্যামকে সেগুলো ডিফিউজ করতে হবে।

স্যামকে ফলো করে প্রথম বোমের কাছে যাও। স্যাম যখন বোমটি ডিফিউজ করবে তখন কিছু পাইরেট তোমাদেরকে আক্রমণ করতে আসবে। স্যামকে রক্ষা করতে হবে তোমায় পাইরেটদের হাত থেকে। আর তা না পারলে স্যাম বোম ফেলে চলে যাবে নিজেকে রক্ষা করতে এবং আবার পুনরায় বোম ডিফিউজ করতে হবে।

পাইরেটদের কাছে অতিরিক্ত পরিমাণে পেট্রোল বোম বা মটোলভ থাকবে। তাই সাবধান।

একে একে তিনটি বোম ডিফিউজ করতে স্যাম সাহায্য করো । মিশনটি শেষ হয়ে যাবে!

Deepthroat

  •  আইল্যান্ডটি এক্সপ্লোর করো কিংবা জর্জে যাও
  •  নদী পাড় হয়ে মাইনিং ক্যাম্পে যাও
  •  ক্যাম্পে প্রবেশ করো এবং এর্লাম না বাজিয়ে আগাতে থাকো
  •  ক্যামেরার সাহায্যে মিটিং টি পর্যবেক্ষণ করো
  •  ক্যামেরার সাহায্যে মিটিংয়ের একটি ছবি তোলো
  •  একটি আরপিজি সংগ্রহ করে তাদের 4x4 গাড়িটি ধ্বংস করে দাও
  •  এবার পাইভেট বসের কাছ থেকে রোল শীটটি সংগ্রহ করো

মাটি হতে একটু নীচু ভূমিতে এই ক্যাম্পটি অবস্থিত এবং এর মাঝখানে একটি ছোট নদী বয়ে গেছে। এর্লাম না বাজিয়ে মানে কাউকে হত্যা না করে ক্যাম্পে প্রবেশ করো এবং আগাতে থাকো পয়েন্ট অনুসারে।

শেষে উপরে উঠার পর একজন পাইরেট বিড়ি খাচ্ছে উপরে তাকে হত্যা করতে হবে তা না হলে ক্যামেরা বার করলেই এর্লাম বাজিয়ে দেবে সে।

এবার Z বাটন টিপে দুরে একটি ব্রিজের উপরে অনুষ্ঠিত মিটিংয়ের উপর নজর রাখো এবং সঠিক সময়ে ছবি তুলো ।

এবার তাদের গাড়িটি আরপিজির সাহায্যে উড়িয়ে দিতে হবে। যদি তোমার কাছে আগে থেকে আরপিজি না থাকে তাহলে সামনের জীপলাইনের সাহায্যে নিচে নেমে যাও এবং একটি ক্রেটের পাশেই একটি আরপিজি পাবে। উল্লেখ্য যে, জীপলাইনের সাহায্যে নিচে নামলেই এর্লাম বেজে উঠবে তাই তোমার কাছে তেমন বেশি সময় থাকবে না তাই তাড়াতাড়ি করে গাড়িটি উড়িয়ে দিতে হবে।

এবার ব্রিজের উপরে যেতে হবে। কোনো কিছু না ভেবে নদীতে ঝাঁপ দাও। ব্রিজ ক্রস করে উপারে পাড় রয়েছে। এবং ব্রিজের উল্টো দিক হতে তোমাকে ঘুরে উপরে উঠতে হবে। ব্রিজে এসে মৃত বসের কাছ থেকে রোল শীটটি সংগ্রহ করো। এবার ব্রিজ হতে আবারো লাফ দাও, তোমার কস্টিউমে একটি বিল্ট-ইন Wingsuit রয়েছে। এটির সাহায্যে নদীর উপারে অবস্থিত গাড়িটির কাছে যাও। এবং মিশন শেষ!

All In

  •  হোয়েটের হের্ড কোয়াটারে যাও
  •  স্যামের সাথে কথা বলো
  •  স্যামের সাথে বেসমেন্টে দেখা করো
  •  বন্দির জবানবন্দি নাও

হোয়েটের ম্যানশনে আসতেই দেখবে যে গেটের বাহিরে স্যাম তোমার জন্য অপেক্ষা করছে। তার কাছে যেতে একটি কাটসিন চালু হবে এবং তুমি হোয়েটে সাথে হোয়েটের অফিসে যাবে। সেখানে তার কাছ থেকে তোমার প্রশংসা পাবে এবং একজন বন্দির জবানবন্দি নিতে হোয়েট তোমাকে আদেশ দিবে।

বন্দিটি আর কেউ নয় তোমার আরেক বন্ধু। প্রিজন সেলে এসে স্যাম তোমাকে বলবে যে সবসময় হাসিমুখে থাকতে কারণ সিসিটিভির সাহায্যে হোয়েট সব কিছুই পর্যবেক্ষণ করছে।

বন্দির সাথে কিছু কুইক টাইম ইভেন্ট হবে। এগুলো হয়ে গেলে সেল থেকে বেরিয়ে আসো এবং স্যাম একটি পরিকল্পনা তোমাকে জানাবে কিভাবে হোয়েটকে দুর্বল করে হত্যা করতে পারো সে ব্যাপারে আলোচনা করবে তোমার সাথে। মিশন শেষ!

Paint It Black

  •  কমিউনিকেশন সেন্টারে যাও
  •  দরজায় বোম ফিট করো
  •  বাঙ্কারে প্রবেশ করো
  •  স্যাটালাইট ডিশের উপরে যাও
  •  স্যাটালাইট এর উপর বোম ফিট করো
  •  পাইরেটদের বোম ডিফিউজ করা হতে বিরত রাখো
  •  হেলিক্পটারে উঠো এবং বোমটি ফাটিয়ে দিয়ে স্যামের সাথে চলে যাও

এই মিশনে কোনো সাইলেন্ট পদ্ধতি নেই তাই তোমাকে ভায়োলেন্ট পদ্ধতিই  অনুসরণ করতে হবে। তাই অস্ত্র এবং গুলি চেক করে নিয়ে মিশনে যাও।

স্যাম তোমাকে কমিউনিকেশন আউটপোষ্টে উপরে নিয়ে যাবে। এবং তোমাকে নিচে ফেলে দিবে তুমি Wingsuit এর সাহায্যে মাটিতে নামতে হবে।

এবার তোমার বুদ্ধি খাটিয়ে স্যাটালাইট ডিশের কাছে যাও। উল্লেখ্য যে, এর্লাম না বাজিয়ে আগাতে থাকলে মাত্র ২জন হেভি গানার থাকবে তোমার বিপক্ষে আর অন্যথায় . . . . . .

স্যাটালাইট ডিশে বোম ফিট করা মাত্রই চারদিক হতে পাইরেটরা আসতে থাকবে বোম ডিফিউজ করার জন্য। তাদেরকে আটকাও মানে হত্যা করতে থাকো ।

কিছুক্ষণ পর স্যাম একটি হেলিক্পটার নিয়ে আসবে এবং তুমি হেলিক্পটারে উঠে যাও। হেলিক্পটারটি ডিশটি কাছ হতে দূরে চলে গেলে বোমটি রিমোটের সাহায্যে ফাটাও , , , , , মিশন সাকসেকফুল!

আমরা ফারক্রাই ৩ গেমের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী পর্বে শেষ খন্ডটি নিয়ে আমি চলে আসবো। সে পর্যন্ত সবাই বিদায় জানাচ্ছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি তো পুরা গেমসের ডিটেইল লিখেছেন। খুবই ভালো। তারপরও এতো ডিটেইল বেশীই মনে হচ্ছে। আমরা গেমস গুলি টরেন্ট ছাড়া নামাতে পারি না। আপনি গেমসের জন্য একটা সাইট খুলতে পারেন এবং ওখানে ডিরেক্ট লিংক দিতে পারেন। পাশাপশি Income ও হবে। আমার মতামত টুকু দিলাম, এই যা।।।।।