টানা ১০ বছর ধরে নির্মাণ কাজ করার পর স্মরণকালের সবচেয়ে ভয়াবয় গ্রাফিক্স নিয়ে আসছে Project CARS গেমটি। প্রজেক্ট কারস একটি রেসিং সিমুলেটর ধাঁচের ভিডিও গেম (যেমন GRID 2)। গেমটি নির্মাণ করছে স্লাইটলি ম্যাড স্টুডিও। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, এক্সবক্স ওয়ান, প্লে-স্টেশন ৪ সহ বহু প্লাটফর্মে ২০১৪ সালের শেষের দিকে মুক্তির শিডিউলে রয়েছে। উল্লেখ্য যে, অর্থসংঙ্কটের কারণের গেমটির প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ সংস্করণ বাতিল দেওয়া হয়েছে।
নির্মাতাঃ স্লাইটলি ম্যাড স্টুডিওস
ইঞ্জিণঃ Galileo
খেলা যাবেঃ বহু প্লাটফর্মে
মুক্তি পাচ্ছেঃ ২০১৪ সালের শেষের দিকে
ধরণঃ সিমুলেটর রেসিং
খেলার ধরণঃ সিঙ্গেল-প্লেয়ার এবং মাল্টি-প্লেয়ার
ট্রেইলার ভিডিওঃ http://www.youtube.com/watch?v=4NSjfaSw4_M
নির্মাতারা গেমটির ফিজিক্স মানে গ্রাফিক্সের উপর খুব জোড় দিচ্ছেন। হতে পারে ফোরজা ৫ এর চেয়েও আরো আর্কষণীয় গ্রাফিক্স নিয়ে আসতে পারে এই প্রজেক্ট কারস। অফিসিয়ালি ভাবে বলা হয়েছে যে, গেমটির টার্গেট হচ্ছে Gran Turismo এবং Forza Motorsport কে টেক্কর দেওয়া। এর জন্য গেম-প্লে এবং মূলত গ্রাফিক্সের দিকে জোড় দিচ্ছেন নির্মাতারা। এরই কারণে গেমটির মুক্তির শিডিওল ২ বার পেছানো হয়েছে।
গেমটিতে ব্যবহার করা হয়েছে Galileo গেম ইঞ্জিণ, যেটি NFS Shift গেমটির Madness ইঞ্জিণের সিকুয়্যাল।
গেমটিতে থাকছে ৬০টি লাইসেন্স করা গাড়ি এবং ৩৫টি রেস রাস্তার সমাহার যেটি প্রথম রিলিজে থাকছে। আর এক্সট্রা বোনাস হিসেবে আরো কিছু থাকবে DLC তে ডাউনলোড করার জন্য। এখন মূলত গেমটিতে রেলি রেসিং নেই তবে DLC তে থাকতে পারে।
প্রজেক্ট কারস গেমটিতেই তুমি প্রফেশনাল গাড়ি চালানো আসল মজাটি পেতে পারো। কারণ বাস্তবমুখি অনেক ফিচারই থাকছে এতে।
গেমটিতে গাড়ি হিসেবে থাকছে Lotus 72D, The Sauber C9, Mercedes 2012 AMG C-Class DTM racecar, Ginetta G40 Junior, Pagani ZOnda Cinque Roadster ইত্যাদি উল্লেখ যোগ্য।
বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
আপনার পোষ্টগুলো প্রায়ই দেখি। কিন্তু একটা কথা না বললেই নয়। পোষ্টের শুরুতেই এতগুলো লিঙ্ক না দিয়ে শেষে দিলে অনেক ভাল হত। কয়েক সেকেন্ড লাগে স্ক্রল করতে।
ধন্যবাদ।