ছোট আকারের গেমস হলে কি হবে গেমসটি খেলতে বেশ দারুন । এর জন্য যে কোন সাধারন কম্পিউটার হলেই চলবে ।Popcape -এর এই মজাদার গেমসটির নাম হলো Plants vs Zombies । আমার দেখা এবং খেলার অভিজ্ঞতার মতে এটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Arcade game ।
প্রথমে আপনাকে Adventure mode দিয়ে খেলা শুরু করতে হবে । পরবর্তীতে কিছু Level অতিক্রম করার পর আপনি mini- puzzele এবং survival Level গুলো খেলতে পারবেন । প্রত্যেকটি নতুন Level-এ আপনাকে ভিন্ন প্রকৃতির zombies এর মোকাবিলা করতে হবে । আপনাকে প্লান্ট করে বিভিন্ন রকমের হাতিয়ার সংগ্রহ করতে হবে । হাতিয়ারগুলো অনেক মজার । কুমড়া ,লাউ , আলু কোন কিছু বাদ রাখা হয়নি । খেলে দেখুন মজাটা আপনা আপনিই টের পাবেন ।
zombie গুলোর কাজই হলো আপনার করা plants ভেঙ্গে আপনার বাড়ির মালিককে হত্যা করা । আর আপনার কাজ হবে plants-গুলোর মাধ্যমে তাদেরকে প্রতিহিত করা ।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা এই গেমসটির খেলার প্রক্রিয়াটা পুরোপুরি বুঝবেন তাদের এই গেমসের সামনে থেকে উঠতেই মন চাইবেনা । কেননা এখানে প্রতিটা পর্বে আপনাকে বুদ্ধি খাটিয়ে plants করতে হবে ।
Operating system: Windows 2000/XP/Vista
Processor: 1.2GHz
Memory: 512 + MB of RAM
Graphics Card: 128MB memory video card, 16-bit and 32-bit color quality
DirectX: 8 or higher
Hard Drive: 65 + MB free hard disk space
Audio: DirectX compatible sound card
আমি shohel islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Intallation:
1.install Plants.Vs.Zombies-en.exe
2.open but dont start
3.open Plants.Vs.Zombies_KEYGEN-FFF.exe
4.click gen copy Serial
5.go back to PVZ click already purchase
6. paste serial
7.enjoy
২য়টা সম্ভবত ফুল ভার্সন। key দরকার নাও হতে পারে