আমার লাইফে খেলা বেষ্ট প্রফেশনাল রেসিং গেম এই গ্রিড ২! যেমন গ্রাফিক্স, সেইরকম হ্যান্ডেল! আবার গেমটি ইন্টেল এইচডি সিরিজের গ্রাফিক্স কার্ডের জন্য তৈরি। মানে এবার বিল্ট ইন গ্রাফিক্স এবং ল্যাপটপেও সুন্দর ভাবে গেমটি চলবে!! গ্রিড ২ একটি রেসিং ভিডিও গেম নির্মাণ এবং প্রকাশ করেছে কোডমাষ্টার। গেমটি ২০০৮ সালের রেস ড্রাইভার গ্রিড গেমটির সিকুয়্যাল।
সব কিছুই ঠিক আছে তবে ফ্ল্যাশব্যাক সিস্টেম টি দিয়ে গেমটির বাস্তবতার মজা টা চলে গেল আরকি! ফ্ল্যাশব্যাক হচ্ছে গাড়ি যদি ক্র্যাশ খায় তাহলে এই ফিচারের মাধ্যমে সময়কে পিছনে নিয়ে ক্র্যাশ এড়ানো সম্বব। অনেকটা টাইম মেশিনের মতো!
নির্মাতা:
কোডমার্ষ্টার,
সোউথাম
প্রকাশক:
কোডমাষ্টার
ডিস্ট্রিবিউটর:
ন্যামকো
ইঞ্জিণ:
EGO 3.0
খেলা যাবে:
মাইক্রোসফট উইন্ডোজ,
প্লে-স্টেশন ৩ এবং
এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
মুক্তি পেয়েছেঃ
২৮শে মে ২০১৩ তে আমেরিকায়,
৩১শে মে ২০১৩ তে ইউরোপে।
Pre-order এ পাওয়া যাচ্ছে ৬ই March, 2013 থেকে**
ধরণ:
রেসিং
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=nzXgBWGnOMo
http://www.youtube.com/watch?v=8yKCS8B6_SA
http://www.youtube.com/watch?v=KSkpS2HWHZ4
http://www.youtube.com/watch?v=bBxwEvRt1GM
সিস্টেম রিকোয়ারমেন্টস:
>> উইন্ডোজ এক্সপি তে চলবে না এবং ডাইরেক্ট এক্স ১১ লাগবে মিনিমাম <<
কোর আই ৫ গ্রাফিক্স,
৪ গিগাবাইট র্যাম,
১ গিগাবাইটের বিল্ট ইন গ্রাফিক্স,
৭ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ সেভেন
অথবা,
উপরের কনফিগারেশনের ল্যাপটপ
গ্রিড ২। নিড ফর স্পিড গেমস সিরিজের জনপ্রিয়তার পরপরই এই গ্রিড গেমটির স্থান। গেমটির ২য় সংস্করণ গ্রিড ২ এ গত বছরেই বাজারে আসছে। গ্রিড ২ গেমটিতে প্যারিস, ইউএস এর বিভিন্ন জায়গা সহ অনেক রিয়েল ওয়ার্ল্ড লোকেশন রয়েছে রেস এর জন্য। এছাড়াও গেমটি খেলে বুঝতে পারলাম গেমটি হ্যান্ডল সিস্টেম উন্নত করা হয়েছে যার সাহায্যে রিয়েল গাড়ি চালানোর মজা পাওয়া যাবে। নতুন এই হ্যান্ডল সিস্টেমকে গেমটির নির্মাতা কোডমাষ্টার “TrueFeel” নামে বর্ণানা করেছেন। তবে সিরিজের আগের গেম এবং অন্যান্য রেসিং গেমে থাকা ফার্স্ট পারসন ভিউ গ্রিড ২ গেমটিতে বিলুপ্ত করা হয়েছে।
গ্রিড ২। কোডমাষ্টার গেমটি নির্মাণ করেছে টোকা রেস ড্রাইভার গেমটির আইডিয়ায়। যারা যারা টোকা রেস ড্রাইভার সিরিজের গেমসগুলো খেলেছ তারা অবশ্যই জানো কত ভালো গেম টোকা রেস ড্রাইভার। আমি গেমস জোনে টোকা রেস ড্রাইভার ৩ গেমটি নিয়ে টিউন করেছিলাম গত বছর।
সিরিজের প্রথম গেম রেস ড্রাইভার: গ্রিড ব্যাপক ব্যবসা সফল হবার পর গ্রিড ২ গেমটি খুব বড় ভাবে সাজানো হয়েছে। গেমটিতে ডুয়াল স্টোরিলাইন সাথে অনেকগুলো রেসিং সিজন রয়েছে। তবে গেমটির গ্রাফিক্স উচ্চ মানের হওয়ায় গেমটি কোর আই৩ সাথে ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ডে মোটামুটি ভালে খেলা যাবে।
গেমটিতে তোমাকে ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন রেসিং ক্লাব এর সাথে লড়তে হবে। গেমটিতে তোমার মাস্টার হিসেবে রয়েছেন প্যাটট্রিক কালাঙ্গান। রেসিং ক্লাব এর সাথে লড়া মানে WRS (World Series of Racing) এতে অংশ নেওয়া। প্রত্যেকটি ক্লাব এর নিজস্ব রুলস, স্টাইল, সাথে অবশ্যই ভিন্ন অভিঙ্গতার ড্রাইভার রয়েছে। যেমন ধরো স্প্যানিশ ক্লাব Eliminacion তে শুধুমাত্র ইউরোপিয়ান টিউনার গাড়ি ব্যবহার করা হয়। এবং রেসিং ইভেন্ট গুলো বসে বার্সেলোনার কঠিন, প্রচুর ধুলাবালিযুক্ত রাস্তায়। এবং মজার নিয়ম অনুসরণ করে। নিয়ম টা হলো Elimination Race Type প্রতি ৩০ সেকেন্ড পর পর সবর্শেষ রেসার বাদ পরে যাবেন।
সিরিজের আগের গেমটির মতো তুমি গেমটিতে নিজস্ব ব্যান্ড, টিম রং এবং পছন্দের স্পন্সর এ সাইন করতে পারবে।
গেমটির চালানোর ব্যাপারে আসি। গেমটি যেহেতু খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স এ তৈরি। তাই আমার আফসোস হচ্ছে তোমাদের অনেকেই গেমটির স্বাদ নিতে আরো কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। আমার পিসি ৩টি। কোর্য়াড কোর পিসি একটি, পেন্টিয়াম ৪ লেপটপ একটি এবং আমার গেমিং পিসি একটি। তো পেন্টিয়াম ৪ লেপটপে গেমটির চলার প্রশ্নই উঠে না!!! কোর্য়াড কোর পিসিতে ২ গিগাবাইট র্যাম এবং রাডিয়ন এক্স১০৫০ গ্রাফিক্স কার্ডে মিনিমাম গ্রাফিক্স দিয়ে গেমটি ৭/৮ ফ্রেম রেটে চলে। তবে গেমিং পিসিতে তো চলে না, দৌড়ায়!!! আমার মতে কোর আই ৫ সাথে ৬গিগা র্যাম এবং ২গিগা গ্রাফিক্স কার্ডে গেমটি ভালভাবে খেলা যাবে।
ডাউনলোডঃ
http://kickass.to/grid-2-reloaded-t7460138.html
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> বর্তমানে গেমস জোন লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
ভাল হইছে
ধন্যবাদ