হাই। 😀
আশা করি ভালই আছেন। নিয়ে এলাম গেমস জোনে নতুন পর্ব। আজকের পর্বে থাকছে একটি অসাম গেম। 😉
আজকের গেমস Deus Ex: Human Revolution.
ডিউস ইএক্স: হিউম্যান রিভলুশন একটি cyberpunk-themed stealth/science fiction action role-playing video game যেটি Eidos Montreal দ্বারা ডেভেলপ করা হয়েছে এবং Square Enix দ্বারা পাবলিশ করা হয়েছে। গেমটি রিলিজ হয়েছে গত বছরের আগষ্ট মাসে (২০১১)।
ডিউস ইএক্স গেমস সিরিজের এটি ৩য় গেম। গেমটি ২০০০ সালে সিরিজের প্রথম গেমটির সিকুয়্যাল। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ ভিক্তিক পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ কনসোল এ রিলিজ হয়।
গেমটির পটভূমি ২০২৭ সালে। সিরিজের প্রথম গেমটির ২৫ বছর আগে গল্প। তখন multinational corporations জোরপূর্বক সরকারী ক্ষমতা ভোগ করার জন্য উঠেপড়ে লেগেছে। গেমটিতে আপনাকে এডাম জেনসেন হিসেবে খেলতে হবে। যিনি Sarif Industries তে সিকুরিটি গার্ড হিসেবে নতুন জয়েন করেছেন। Sarif Industries একটি উন্নয়নশীল biotechnology ফার্ম।
হঠাৎ করে ফার্মের হেড-কোয়াটার এ মিলিটারি হামলা হয়। হামলায় ফার্ম এর অনেকের মারা যান। তবে সেই সিকুরিটি গার্ড বেঁচে যান। তবে তার শরীরের বেশির ভাগ অংশ উড়ে যায়।
পরে ডাক্তারেরা তাকে বাঁচিয়ে তোলেন তার শরীরে অধিকাংশ জায়গায় advanced prostheses লাগিয়ে। পরে সে যখন কাজে ফিরে যায় তখন সে বুঝতে পারে যে সে আর হিউম্যান নয়। সে হিউম্যান এবং সুপার হিউম্যান দুটোই। 8)
******
Deus Ex: Human Revolution
Developer(s):
Edios Montreal,
Nixxes Software (PC),
Feral Interactive (Mac OS X).
Publisher(s):
Square Enix.
Feral Interactive (Mac OS X)
Producer:
David Anfossi.
Designer:
Jean-Francois Dugas.
Series:
Dues Ex.
Platform(s):
Microsoft Windows,
PlayStation 3,
Xbox 360,
Mac OS X.
Release Date(s):
For Microsoft Windows, PlayStation 3 & Xbox 360:
August 23, 2011 (North America)
August 25, 2011 (Australia)
August 26, 2011 (Europe)
October 20, 2011 (Japan)
For Mac OS X:
April 26, 2012 (North America)
April 26, 2012 (Europe)
Genre(s):
Action Role-Playing,
Stealth.
Mode:
Single-player.
Rating(s):
ACB: MA15+
BBFC: 15
CERO: Z
ESRM: M
OFLC: R16
PEGI: 18+
USK: 18
System Requirements:
Minimum:
OS:
Windows XP, Vista or Windows 7 with Direct X 9.0c
Processor:
Dual Core 2GHz.
Ram:
1GB (XP),
2GB (Vista & Windows 7)
Graphics Card:
NVIDIA GeForce 8000 Series , or
ATI Dadeon HD 2000 Series
Hard Disc Space:
8.5GB
Recommended:
OS:
Windows 7.
Processor:
Intel Core 2 Quad or
AMD Phenom II X4.
RAM:
3GB
Graphics Card:
AMD Radeon HD 5850
Hard-Disk Space:
8.5GB
Highest:
OS:
Windows 7 64bit with Direct X 10.0
Processor:
Intel Core i3 2.8GHz.
Ram:
6GB
Graphics Card:
NVIDIA GeForce or AMD Radeon any Series which contains 1GB.
With Shader Model/ Pixel Shader 4.0
Hard-Disk Space:
8.5GB
Game – Play:
গেমটি ৪টি গেম প্লে সাপোর্ট করে । যেগুলো হলো:
A. Combat,
B. Stealth,
C. Hacking,
D. Social
প্লেয়ার এই ৪টি গেম-প্লে এর মধ্যে যেকোন একটি যেকোন সময় বেছে নিতে পারেন। এবং আপনাকের এই ৪টি গেম-প্লে এর সমন্বয়ে গেমটি খেলে যেতে হবে।
Adam Jensen: (Voiced by Elias Toufexis)
এডাম জেনসেন হল প্লেয়ার চরিত্র। এই চরিত্রে আপনাকে খেলে যেতে হবে। এডাম একজন SWAT commander ছিল। তবে তার পুলিশ ক্যারিয়ার শেষ হয় তখনকার রাজনৈতিক কারণে। এরপর জীবিকার তাগিদে সে Sarif Industries তে private security specialist হিসেবে জয়েন করে। তার মূল কাজ ছিল কোম্পানি বিজ্ঞানীদের কে রক্ষা করা যারা সুপার হিউম্যান তৈরি গবেষণায় ব্যস্ত। তবে সুপার হিউম্যান তখনকার সরকার নিষিদ্ধ করে দিয়েছিল। তাই সরকার সেই কোম্পানি তে মিলিটারী হামলা করে । হামলায় বেশির ভাগ বিজ্ঞানী মারা যান। তবে এডাম এবং কিছ বিজ্ঞানী বেঁচে থাকেন। এডাম এর শরীরের বেশির ভাগ অংশ হামলায় উড়ে গিয়েছিল। তবে সে জীবিত ছিল এবং এটা দেখে বিজ্ঞানীরা তাকে ১ম সুপার হিউম্যান বানানোর সিদ্ধান্ত নেয়। তারপর একটি গোপন ল্যাব এ বিজ্ঞানীরা তার শরীরে রোবট এবং সাইবারনেটিক সামগ্রী যুক্ত করে। তারপর থেকে সে সুপার হিউম্যান হয়ে উঠে তার কোন মৃত্যু নেই।
David Sarif – Voiced by Steve Shellen.
ডেভিট হলো শরিফ কোম্পানির সিইও এবং ফাউন্ডার। ডেভিট ছোটবেলা থেকে সাইকারমেটিক্যাল মেশিন এর প্রতি আগ্রহ ছিল।
Bill Taggart:
ইনি একজন A psychologist. তিনি এডাম তে প্রায় মৃত অবস’ায় উদ্ধার করে গোপন ল্যাবে নিয়ে যায়। এবং পরে সে একজন সিনিয়র বিজ্ঞানী হয়ে উঠে।
Hugh Darrow:
The godfather of Augmentation. রিটায়ার্ড এর পর তিনি গ্লোবাল ওয়ার্মিং এর বিপক্ষে কাজ করেন।
Zhao Yun Ru:
তিনি একজন antagonists. তিনি শরীফ কোম্পানি থেকে বহিস্কার হন এবং কোম্পানির ক্ষতি করার জন্য উঠেপরে লাগেন।
Dr. Megan Reed:
শরীফ কোম্পানির প্রধান রিসার্চজার এবং এডাম এর সাবেক প্রেমিকা।
Faridah Malik:
শরীফ কোম্পানি হেলিকপ্টার পাইলট।
Frank Pritchard:
শরীফ কোম্পানির প্রধান সিকুরিটি কর্মকতা।
Eliza Cassan:
একজন টিভি রির্পোটার।
Arie Van Bruggen aka “Windmill”:
একজন অতি-বুদ্ধি সম্পন্ন হ্যাকার। যে শরীফ কোম্পানির বিরুদ্ধে কাজ করেন।
গেমটির ডেভেলপমেন্ট এর কাজ শুরু হয় মে ১৭, ২০০৭ থেকে।
Download Link(s):
7.86 GB Total – 26 Parts – 250MB Each.
http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part01 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part02 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part03 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part04 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part05 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part06 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part07 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part08 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part09 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part10 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part11 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part12 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part13 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part14 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part15 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part16 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part17 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part18 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part19 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part20 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part21 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part22 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part23 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part24 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part25 http://www.indowebster.com/download/files/evolusi_manusia_part26
আজকের গেমস জোন এখানে সমাপ্ত।
জ্ঞাতব্য:
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি। এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।
> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!