আসসালামুআলাইকুম,
স্বাগতম আবারো আমার টিউনিং এ।
এবার গেইমসের পালা। তাই যারা গেইমসের ফেন তাদের জন্য টিউনটি কাজে লাগবে, সাথে সাথে যাদের বাসায় নান্না-মুন্না আছে অথবা আমরা যারা নিজেরাই নান্না-মুন্না তাদের কাজে আসবেই গেইমসটি।
গেইমসটি খুব জনপ্রিয় গেইমস। নাম হল House of The Death. গেইমসটিতে আপনাকে নায়কের ভুমিকায় খেলতে হবে। আপনি সম্ভবত পুলিস অফিসার হিসেবে থাকবেন। কিলারদের মেরে বিপদে পড়া বসবাস্কারীদের রক্ষা আপনাকেই করতে হবে। আরো অনেক কিছুই যা আপনি খেলতে গেলেই বুঝতে পারবেন। তবে হে যারা খেলেছেন বা যারা এখন খেলেননি সবাই গেইমসটি খেলতে বসলে দারুন মজা পাবেনই।
এই গেইমসটির পরবর্তিতে আরো ২টি সহ মোট তিনটি পার্ট বের হয়েছে।
অনেকেই হয়ত গেইমসটি খেলে থাকবেন কিন্তু আমি এটি শেয়ার করছি কারন এর সাইজ মাত্র ১০%।
তাই আর দেরী না করে আজই নেমে পড়ুন নতুন ভাবে...
কিছু স্ক্রীণশট আপনাদের জন্য
এবার ডাউনলোডের পালা
প্রথমে বলে নিই এটা UHA ফরমেটের ফাইল যা কিনা রার ফরমেটে রাখা হয়েছে। সাথে UHA এক্সট্রাক্টর ও দেওয়া হয়েছে।
এখানে ফাইলেরইন্টারনেট শর্টকাট দেওয়া আছে, অটা নামিয়ে ব্রাউজ করলেই কাঙ্খিত ফাইল গুলো পাবেন
মন্তব্য করতে ভুলবেননা
-ALLAH hafej
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটাতো বাচ্চাকাল থেকে অনেক খেলেছি। খুবই ভাল লাগত। এখনও মাঝে মাঝে খেলি। গেমটির একটা চীডকোড দিই(যারা চীটকোপ পছন্দ করেন)-মেইন মেনুতে Ctrl চেপে ধরে SKIDMARX টাইপ করুন। এরফলে আপনি আর মারা যাবেন না।