এই টিউনটি মিস করলে তোমার গেম খেলার সার্থকতা নেই বললেই চলে! 😛
হ্যাঁ নিয়ে এলাম আমার কালেক্টশনে থাকা বেস্ট গেমসগুলোর নতুন HD মোড। পরবর্তী পর্বটি তোমাদের পছন্দের গেমসগুলোর HD মোড নিয়ে করবো তাই কমেন্টে তোমাদের পছন্দের গেমটির নাম বলো।
আগে কিছু নমুনা দেখে নাও। মোড ব্যবহার করার পর কিভাবে গ্রাফিক্স পাল্টায়:
উল্লেখ্য যে, মোডগুলো সাইজে ছোট কিন্তু চালাতে হলে ২ গিগা গ্রাফিক্স সাথে হাই কোয়ালিটির পিসি প্রয়োজন হবে। লিংকগুলো কমেন্টে:
আশা করবো আমার মানে গেমস জোনের এই ব্যাতিক্রমী টিউনটি তোমাদের সবার ভালো লেগেছে। ফাইলগুলো ডাউনলোড করে তোমার উক্ত গেমের ডাইরেক্টরিতে কপি পেষ্ট করতে হবে এবং তার পর গেমটি চালু করে মজা লুটো! আর পরবর্তী পর্বের জন্য তোমার পছন্দের গেমটির নাম দিতে ভুলো না যেন!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Vai silent hunter game gulo dite paren?