গেমিং গ্যালারি [পর্ব -০৯] :: পিএস ৪ এর রিভিউ

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমিং গ্যালারি

আসসালামুয়ালাইকুম,

চলে এলাম আমার চেইন টিউন এর ৯ তম পর্বে । আসা করি আপনাদের আমার রিভিউ ভালো লাগে

আজকের রিভিউ পিএস ৪ নিয়ে

কিছুদিন পূর্বে বাজারে এসেছে SONY এর গেম খেলার যন্ত্র Playstation 4 বা PS4 । Sony ২০০৬এ PS3 বের করার ৭বছর পর ২০১৩ এর নভেম্বরে PS4 বাজারে ছাড়ল । এটা তৈরি করে দিয়েছে FOXCON । এটা অষ্টম প্রজন্মের গেমিং কনসোল । PS4 এর প্রধান প্রতিদ্ধন্দী মাইক্রোসফটের Xbox One এবং Nintendo এর Will U । এবার জানা যাক PS4 এ কি কি আছে --

হার্ডওয়্যার

PS4 এ ব্যাবহার করা হয়েছে AMD এর তৈরি 8 কোরের APU ( cpu & gpu একই সঙ্গে ) প্রসেসর । এই প্রসেসরে রয়েছে দুইটি quad core moduler ( 4x2 = 8 core ) । এই প্রসেসরের ক্লক স্পিড 1.6 Ghz । PS4 এর GPU তে রয়েছে 1152টি কোর । প্রতি 64 কোরে 1টি করে Computing unit মোট 18টি । যা ডেস্কটপের GPU HD7850 এর মত পারফর্মেন্স দেবে । PS4 এর GPU তে AMD এর GCN সার্ভিস দেবে । PS4 এ দেয়া হয়ে 8GB DDR5 র্র্যাম । যার Bandwide 176 Gbp/s ।এছাড়া PS4 এ একটি সেকেন্ডারি CPU আছে 256MB র্র্যাম রয়েছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এর জন্য । 500GB এর HardDisk রয়েছে যা পরে আপডেট করা যাবে

সফটওয়্যার

PS4 চলবে Orbis অপারেটিং সিষ্টেমে যেটা FreeBSD 9.0 এর থেকে মডিফাই করে বানানো হয়েছে । PS4 চালু করতে ইন্টারনেটের প্রয়োজন নেই । তবে ইন্টারনেটে সংযুক্ত করলে Playstation Network এর মাধ্যমে playstation store , music unlimited , video unlimited সার্ভিস পাওয়া যাবে

ইনপুট & আউটপুট

PS4 blue-ray dvd , dvd সাপোর্ট করবে ।PS4 এ রয়েছে WiFi , bluetooth 2.1 , ethernet , Dual Shock 4 controler , playstation vita . Playstation app এর মাধ্যমে Smart phone , tablet কে সেকেন্ড স্ক্রিন হিসেবে ব্যাবহার করা যাবে । PS4 HD TV অথবা Monitor এ সংযুক্ত করার জন্য রয়েছে HDMI port ; আলাদা কোন Sound port অথবা DVI পোর্ট নেই ।

কন্ট্রোলার

ps4 এ কন্ট্রোলার হিসেবে রয়েছে Dualshock 4 কন্ট্রোলার । এতে রয়েছে ক্লিকেবল টাচ প্যাড । শেয়ার বাটন আছে যেটায় টিপ দিলেই সর্বশেষ ১৫ মিনিটের গেমপ্লে ফেসবুকে আপলোড হবে । কন্ট্রোলারে রয়েছে নন রিমুভেবল 1000mAH লিথিয়াম আয়ন ব্যাটারি । Dual shock 4 ব্লটুথের মাধ্যমে PS4 এর সঙ্গে যুক্ত হবে

সুবিধাসমূহ

PS4 সর্বোচ্চ 4k resulation সাপোর্ট করবে । PS4 এ রয়েছে AUDIO CD সাপোর্ট করবে । এতে রয়েছে Remote play যা ব্যাবহার করতে PS Vita লাগবে ।

ব্যাকওয়ার্ড কমপাব্লিটি

PS4 এ ডিরেক্টলি PS3 এর কোন গেম চলবে না । তবে Sony জানিয়েছে Playstation Now নামক সার্ভিসের মাধ্যমে PS3 এর কিছু গেম চলবে ।

PS4 এর বিক্রি 5মিলিওন ছাড়িয়েছে । PS4 এর দাম ধরা হয়েছে USA এতে 399$ , ইউরোপে 399€ , বৃটেনে 349£ ।

শেষ কথা

গেমিং গ্যালারি গেমস ওয়ার্ল্ড এরই একটি অংশ ।গেম খেলার সময় অনেকেই সমস্যায় পরতে পারেন বা কোন গেমের সম্পর্কে জানতে চান তবে ইন্টারনেট এতই সুবিশাল যে আর কি বলার !!! কোন টা ঠিক আর কোনটা ভুল তা জানাই যায় না । এর জন্য আমরা কিছু টিউনার মিলে খুলেছি গেমস ওয়ার্ল্ড । এটি টেক্টিউন্স ও টিউনারপেজের এরমাত্র গেমিং পেজ ও গ্রুপ । এই গ্রুপ এ পাবেন আপনাদের সব সমস্যার সমাধান । তো এখনি জয়েন করুন
গ্রুপ

https://www.facebook.com/groups/gamesworldfans/

পেজ

https://www.facebook.com/games.world.bangladesh

Level 0

আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এটাকে রিভিউ না বলে “প্লেস্টেশন ৪ এর স্পেসিফিকেশন বা ফিচার্স” বলা ভালো !